v চীনের বিশ্ব কোষv চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগ
"হাই জি'র মুখোমুখি"সহ কয়েকটি গান
2009-07-29 16:05:50
প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন সুরের ভূবন অনুষ্ঠান। পরিবেশন করছি আমি…হংকংয়ের একটি ব্যান্ড ডিয়ার জেন আগে শুধু ক্যান্টনের স্থানীয় ভাষায় গান গাইতো। সম্প্রতি তাদের ম্যান্ডারিন ভাষায় গাওয়া প্রথম গান "কথা বলো না" প্রকাশ করা হয়। তা হলো তারা মূলভূভাগে প্রবেশ হওয়ার একটি প্রতীক। কথা বলো না গানটিতে ভালবাসা শেষ হওয়ার সময় প্রেমিকের অনুভূতি প্রকাশ করা হয়।

(রি ১)

গানে বলা হয়, কথা বললে নিরবতা ভেঙে যাবে। গাড়ি'র ভেতর থেকে তুমি আমাকে তাড়িয়ে দিয়েছো। চোখের একবিন্দু পানি আমার শিরায় প্রবেশ করেছে। কোনো কথা বলো না। অন্ধকার রাতে তোমার নিরাশাও খুব শান্ত। আমি শুনছি। আমরা কোনো কথা বলবো না। কারণ নিরবে যেন শুনতে পারি প্রথম দিকের আসল মিষ্টি কথা।

ভালবাসার মানুষের সঙ্গে সারা জীবন কাটানো খুব কঠিন। যারা মাঝপথে বিছিন্ন হয়েছে তাদের অনেকেই আবার পরস্পরকে আঘাত করার চেষ্টা করে। মান-অভিমান, ঝগড়া শুধু মানুষের মনের মধুর স্মৃতি নষ্ট করে দেয়। কেন শান্ত মনে তা শেষ করতে পারো না? ডিয়ার জেন এ গানের মাধ্যমে মানুষের কাছে এমন ধারণা প্রকাশ করতে চায়, তাহলো অতীতের সব স্মৃতি খুব মূল্যবান, যদিও ফলাফল ভাল নয়, মানুষ দুঃখ পায়, তবুও কৃজ্ঞতার সঙ্গে ভালবাসার মানুষকে বিদায় দেয়া উচিত।

(শেষ)

ডিয়ার জেনের এ গান শোনার পর আমরা এবারের তাইওয়ানের একজন খুব বিখ্যাত গায়িকা ফান ইয়ু ইয়ুনের "হাই জি'র মুখোমুখি" নামে একটি গান শুনবো। হাই জি হলেন বিংশ শতাব্দী'র ৭০ দশকে চীনের সবচেয়ে খ্যাতিমান কবিদের একজন। তিনি ২৫ বছর বয়সে মারা গেছেন। এই সংক্ষিপ্ত জীবনে তিনি ২০ লাখ অক্ষ কবিতা, গান, উপন্যাস এবং নাটক লিখেছেন। ফান ইয়ু ইয়ুন তখন তার বিয়ের ব্যাপার নিয়ে সমস্যায় পড়েছিলেন তখন তার এক বন্ধু তাকে হাই জু'র একটি কবিতা পাঠিয়েছেন। কবিতার নাম, "আমি সমুদ্রের দিকে তাকাচ্ছি, পেছনে বসন্তকালের ফুল ফটেছে"। এ কবিতার কথা খুব সহজ কিন্তু এ কবিতা খুব উত্সাহদানের মত। এ কবিতা পড়ার পর ফান ইয়ু ইয়ুন খুব মুগ্ধ হন। তিনি এ কবিতাকে গানে রূপান্তর করার সিদ্ধান্ত নিয়েছেন। এখন আমরা একসাথে এ গান শুনবো।

(রি ২)

গানে বলা হয়, আগামীকাল থেকে তোমার কবিতার মতো চলবো। আগামীকাল থেকে পৃথিবী'র বুকে আগের মতো আশাআকাঙ্খা নিয়ে বাঁচবো। সমুদ্রের দিকে তাকিয়ে আগের সব যেন এখন মনের ভাল অনুভূতি তৈরী করে। শুধু আগের শুভেচ্ছা মনে থাকবে। আশা করি প্রত্যেক মানুষ নিজের প্রেম নিয়ে থাকতে পারবে।

এ গান যেন সেই কবিতার মতো মানুষের মনকে মুগ্ধ করে দেয়। ফান ইয়ু ইয়ুন আশা করেন তার গানের মাধ্যমে তিনি যেন হাই জি'র প্রতি তার শ্রদ্ধা জানাতে পারেন এবং নিজেকে সুখী জীবন পেতে উত্সাহিত হন।

(শেষ)

এখনকার বিনোদন মহলে যার জনপ্রিয়তা বেশি তাকে নিয়ে বিভিন্ন গুজব ও অসত্য খবরও বেশি। তার সব কিছুই যেন এখন দর্শকদের দৃষ্টিতে আছে। তাইওয়ানের জনপ্রিয় গায়িকা ছাই ই লিন এমন অবস্থায় আছেন। বিভিন্ন খবর তার জীবনকে কেন্দ্র করে তৈরী হয়। এ অবস্থায় ছা ই লিন যেন অভ্যাস হয়ে গেছেন। পত্রিকায় যা বলা হয় হোক, তিনি নিজের মতোই থাকেন। তার নতুন গানের মাধ্যমে ছাই ই লিন তার এ মতামত প্রকাশ করেছেন। এ গানের নাম "রঙিন প্রজাপতি"। আমরা একসাথে শুনবো এ গানটি।

(রি ৩)

গানে বলা হয়, তুমি এ রঙিন পৃথিবী'র খুব কম সংখ্যার একটি রঙিন প্রজাপতি। তাড়াতাড়ি তোমার ছোট ঘর থেকে বের হও। তোমার পৃথিবীতে আর বন্দী থেকো না। তুমি যদি এ সব থেকে মুক্ত হতে চাও, তাহলে নিজের চেষ্টাই তা করতে হবে। অন্যের কথা শুনবে না। নিজের মতো থাকো।

(শেষ)

শ্রোতা বন্ধুরা, আপনারা শুনলেন ছাই ই লিনের একটি গান "রঙিন প্রজাপতি"। এখন শুনুন ছাই ই লিনের আরেকটি গান "থুও সিয়ে" অর্থাত "আপোস"। এ গানে মানুষের ভালবাসা নিয়ে অসহায় বোধের অনুভূতি প্রকাশ করা হয়। আপোস আসলে আরো কাছে চলে আসার জন্য। এখন আমরা একসাথে এ গানটি শুনবো।

(রি ৪)

গানে বলা হয়, তুমি মিথ্যা কথা বলে যাও। আর আমি তোমার সঙ্গে অভিনয় করি। আমি যা করেছি সব তোমার পৃথিবীতে প্রবেশের জন্যই করেছি। তা শত বার হওয়ার পরেও আমি বুঝতে পেরেছি তুমি আসলে আমাকে ভালবাসো না। আমি আপোস করে করে অবশেষেও তোমাকে পাবো না। তোমাকে বেধে বালেও তুমি আমার নও। আমি আর তা করবো না, আর তা চাইবোও না। আমি নিজের সুন্দর ভবিষ্যতের জন্য নতুন সূচনা করবো।

(শেষ)

অনুষ্ঠানের শেষ প্রান্তে এসে আমরা একসাথে সিংগাপুরের গায়ক লিন চিয়ুন চিয়ে'র একটি গান "চিয়াং নান" শুনবো। চিয়াং নান অর্থাত ইয়াংসি নদী'র দক্ষিণ তীর।

(রি ৫)

গানে বলা হয়, তোমার সাথে থাকলেই আমি নিজেকে মনে করি ভাগ্যবান। আমাদের ভালবাসা যেন অনেক দিনের পুরানো । ভালবাসার যন্ত্রণা না জানলেও আমরা মনে করি এক দিন যেন সারা জীবন। আমাদের স্বপ্ন চিয়াং নানের বৃষ্টির জলে হারিয়ে যাওয়ার পর তখন বুঝতে পারবো সব কিছু।

শ্রোতা বন্ধুরা, আজকের অনুষ্ঠান শেষ হলো। শোনার জন্য অনেক ধন্যবাদ। সবাই ভাল থাকুন, সুন্দর থাকুন। (ইয়াং ওয়েই মিং)

  • সাক্ষাত্কার
  • সর্বশেষ সংবাদ
  • অন-লাইন জরীপ
     
    © China Radio International.CRI. All Rights Reserved.
    16A Shijingshan Road, Beijing, China