ওয়াশিংটনে চীন-মার্কিন প্রথম কৌশলগত ও অর্থনৈতিক সংলাপে যোগ দেয়ার চীনের প্রেসিডেন্ট হু চিন থাওর প্রতিনিধি, রাষ্ট্রীয় পরিষদের উপপ্রধানমন্ত্রী ওয়াং চি শান ও রাষ্ট্রীয় কন্সিলার তাই পিং কুও এবং মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার প্রতিনিধি, পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন ও অর্থমন্ত্রী তিমোথি গেইথনার ২৭ জুলাই মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ে ২০১০ সালের শাংহাই বিশ্ব মেলার যুক্তরাষ্ট্রের প্যাভেলিয়নের মডেল যৌথভাবে উন্মোচন করেছেন।
ওয়াং চি শান উন্মোচন অনুষ্ঠানের বক্তৃতায় বলেছেন, যুক্তরাষ্ট্রের প্যাভেলিয়ন শাংহাই বিশ্ব মেলার জন্য খুবই গুরুত্বপূর্ণ।
হিলারি বলেন, শাংহাই বিশ্ব মেলা যুক্তরাষ্ট্রের শিল্পপ্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট দলের জন্য অভূতপূর্ব সুযোগ সৃষ্টি করে দিয়েছে। (লিলু) |