২৬ জুলাই, "চীনকে জানুন-সীমান্ত অঞ্চলে সি আর আই'র দেশবিদেশের সংবাদদাতাদের সাক্ষাত্কার "-এর লিয়াও নিং ও চি লিন প্রদেশের শাখা দলের সাংবাদিকরা ইয়া লু চিয়াং নদী সেতুর উপরে ওঠেন।
ইয়া লু চিয়াং নদীর ২টি সেতু চীন ও উত্তর কোরিয়াকে সংযুক্তকারী সীমান্ত সেতু। প্রথম সেতুটি ১৯০৯ থেকে ১৯১১ সাল পর্যন্ত সময়ে নির্মিত হয়েছে। সেটা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে উত্তর কোরিয়াকে সাহায্য করার যুদ্ধের সময় যুক্তরাষ্ট্রের একাধিকবার ফেলা বোমায় ধ্বংস হয়েছে। এখনো এ সেতুর উপরে তত্কালীন সময়ে ফেলা বোমার চিহ্ন দেখা যায়, সেগুলো চীন ও উত্তর কোরিয়ার মৈত্রীর ঐতিহাসিক প্রমান। ওই সেতু "ভাঙ্গা সেতু" নামে পরিচিত। দ্বিতীয় সেতুটি হচ্ছে ইয়া লু চিয়াং নদীর ওপর নির্মিত সেতু, বর্তমানে চীন ও উত্তর কোরিয়াকে সংযুক্তকারী একমাত্র সচল সেতু।(থোং ইয়ুন ফোং)

ভাঙ্গা সেতু ইতিহাসের স্বাক্ষর

ইয়া লু চিয়াং নদীর ওপর ভাঙ্গা সেতু
সাংবাদিক দলের কিছু সদস্য ও ইয়া লু চিয়াং নদীর ভাঙ্গা সেতুর উপরে কর্মরত-কর্মীদের সঙ্গে ছবি তুলেছেন |