v চীনের বিশ্ব কোষv চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগ
ওয়াইম্যাক্স যুগে প্রবেশ করলো বাংলাদেশ
2009-07-28 18:16:51

**ওয়াইম্যাক্স যুগে প্রবেশ করলো বাংলাদেশ

বাংলাদেশ অবশেষে দ্রুতগতির তারবিহীন ব্রডব্যান্ড ইন্টারনেট প্রযুক্তি ওয়াইম্যাক্স যুগে প্রবেশ করেছে। আনুষ্ঠানিকভাবে গত মঙ্গলবার এ কার্যক্রমের উদ্বোধন করেছে অজের ওয়্যারলেস ব্রডব্যান্ড বাংলাদেশ লিমিটেড। প্রথম দফায় রাজধানী ঢাকার গুলশান, বনানী এবং বারিধারায় ওয়াইম্যাক্স ইন্টারনেট চালু হয়েছে। পরীক্ষামূলক এ কার্যক্রম সফল হলেই গোটা রাজধানীকে ওয়াইম্যাক্স সেবার আওতায় আনা হবে।

অজের তার কার্যক্রম শুরু করলেও ওয়াইম্যাক্সের লাইসেন্স বিজয়ী শীর্ষ প্রতিষ্ঠান বাংলালায়ন কমিউনিকেশন্স লিমিটেড এমাসেই তাদের যন্ত্রাংশ বসানোর কাজ শেষ করবে। সেক্ষেত্রে আগস্টের শুরুতে তারাও পরীক্ষামূলক সম্প্রচারে যাবে। গত বছর সেপ্টেম্বরে বিটিআরসি চারটি কোম্পানিকে নিলামের মাধ্যমে ওয়াইম্যাক্সের লাইসেন্স প্রদান করে। জানা গেছে, তারবিহীন দ্রুতগতির এ ইন্টারনেটের বিভিন্ন প্যাকেজ আকারে খরচ হবে তিন শ' থেকে ছ শ'টাকা। এক বছরের মধ্যে সারা বাংলাদেশেই ওয়াইম্যাক্স প্রযুক্তি সম্প্রসারিত হবে।

**প্রাকৃতিক সপ্তাশ্চর্যের শীর্ষ ২৮ তালিকায় বাংলাদেশের সুন্দরবন

বিশ্বের নতুন প্রাকৃতিক সপ্তাশ্চার্যের একটি হবার লড়াইয়ে টিকে আছে বাংলাদেশের সুন্দরবন। গত সপ্তাহে সুইজারল্যান্ডভিত্তিক আয়োজক সংস্থা নিউসেভেন ওয়ান্ডার্স ফাউন্ডেশন ২৮টির তালিকা ঘোষণা করেছে। ৭৭টির স্থান থেকে প্রথম ও দ্বিতীয় পর্বের ভোটাভুটির গল্ডি এবং পরে বিশেষজ্ঞদের রায়ের ভিত্তিতে চূড়ান্ত পর্বে এসেছে ২৮টির নাম। বিশ্বের সর্ববৃহত্ সমুদ্র সৈকত কক্সবাজার চলে গেছে সপ্তাশ্চার্যের অপেক্ষমানের তালিকায়।

**নবায়নযোগ্য জ্বালানিখাত উন্নয়নে জার্মানীর সহায়তা চেয়েছে সরকার

বাংলাদেশের সার্বিক বিদ্যুত্ পরিস্থিতির আরো উন্নয়নে নবায়নযোগ্য জ্বালানি খাতে জার্মানীর বড় ধরনের সহযোগিতা চেয়েছে সরকার। জার্মানীর বিদায়ী রাষ্ট্রদূত বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সাক্ষাত্ করতে গেলে জার্মানীর কাছে এ সহযোগিতা চান তিনি। প্রধানমন্ত্রী বলেছেন, 'অগ্রসর প্রযুক্তি ও কৌশল' নিয়ে জার্মানী নবায়নযোগ্য জ্বালানির অন্যতম বৃহত্ উত্পাদক হিসেবে বাংলাদেশের প্রয়োজনে এ জ্বালানির সব উত্স কাজে লাগাতে সহায়তা করতে পারে।

**মন্দা মোকাবিলায় এডিবি'র কাছে বাংলাদেশ ৫০ কোটি ডলার চেয়েছে

বাংলাদেশ এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি)কাছে ৫০ কোটি মার্কিন ডলার চেয়েছে। বুধবার ঢাকা সফরকালে অর্থমন্ত্রীর সাথে এডিবি'র প্রেসিডেন্ট হারুহিকো কারোদার বৈঠকের সময় এ অর্থ চাওয়া হয়। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সাংবাদিকদের বলেছেন, চলমান মন্দা মোকাবিলায় বিভিন্ন দেশকে সহায়তা দেয়ার জন্য এডিবি ৩ দশমিক ৪ বিলিয়ন ডলারের একটি তহবিল গড়েছে। বাংলাদেশ ওই তহবিল থেকে ৫শ' মিলিয়ন বা ৫০ কোটি ডলার সহায়তা চেয়েছে।

**এবার চলচ্চিত্রে অভিনয়ে নামছেন ভারতের সাবেক প্রেসিডেন্ট

হলিউডের অভিনেতা থেকে প্রেসিডেন্ট হওয়ার নজির অনেক আগে থেকেই আছে। কিন্তু প্রেসিডেন্ট থেকে অভিনেতা হওয়ার নজির নেই। এবার সেই নজির স্থাপন করতে যাচ্ছেন ভারতের সাবেক প্রেসিডেন্ট বিশিষ্ট পরমানু বিজ্ঞানী ডক্টর এপিজে আব্দুল কালাম।

টাইমস অব ইন্ডিয়ার খবরে প্রকাশ 'ম্যায় কালাম হু' নামের একটি চলচ্চিত্রে অভিনয় করতে রাজি হয়েছেন ভারতের সাবেক এ প্রেসিডেন্ট। বলিউডের পরিচালক মাধব পান্ডের পরিচালনায় 'মিসাইলম্যান অব ইন্ডিয়া' চলচ্চিত্রের কাজ শিগগিরই শুরু হবে। চলচ্চিত্রের মূল কাহিনী এক কিশোরকে নিয়ে। সে আব্দুল কালামের কাছ থেকে প্রেরণা পেয়ে অনেক বড় হওয়ার স্বপ্ন দেখছে। চলচ্চিত্রে ফরাসী অভিনেত্রী সোফি ব্রোসেলের অভিনয়ের কথা রয়েছে। চলচ্চিত্রে অভিনয় প্রসঙ্গে ডক্টর আব্দুল কালাম বলেছেন, শিশুদের সঙ্গ পাব বলেই অভিনয়ে রাজি হয়েছি। আশা করি এটি একটি ভালো কাজ হবে।

**ভারতের নতুন পররাষ্ট্র সচিব হচ্ছেন নিরূপমা রাও

চীনে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত নিরূপমা রাও হতে যাচ্ছেন ভারতের নতুন পররাষ্ট্র সচিব। আগামী পয়লা আগস্ট তিনি শিবশংকর মেননের স্থলাভিষিক্ত হবেন। ১৯৭৩ সালের ভারতের ফরেন সার্ভিস ক্যাডার কর্মকর্তা নিরূপমা রাও দায়িত্বভার গ্রহণ করলে তিনি হবেন ভারতের দ্বিতীয় মহিলা পররাষ্ট্র সচিব।

**শ্রীলংকা তামিল শিশু যোদ্ধাদের বিচার করবে না

শ্রীলংকার প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাকসে সম্প্রতি ঘোষণা করেছেন যে, তামিল শিশু যোদ্ধাদের কোন ধরনের বিচারের সম্মুখীন হতে হবে না এবং তাদের যত দ্রুত সম্ভব স্কুলে পাঠানোর ব্যবস্থা করা হবে। তিনি বলেন, 'আমাদের হৃদয় বিদ্বেষপূর্ণ নয়। চৌদ্দ বছরের কম বয়সী শিশুরা যারা অস্ত্র হাতে তুলে নিতে বাধ্য হয়েছিল তাদের বিরুদ্ধে কোন ধরনের আইনি পদক্ষেপ নেয়া হবে না। পুনর্বাসনের মাধ্যমে তাদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে। প্রেসিডেন্ট রাজাপাকসের উদ্ধৃতি দিয়ে ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই বলেছে, এলটিটিই উত্তর-পূর্ব অঞ্চলের তামিল শিশুদের লেখাপড়া করতে বাধা দিয়েছিল। তাদের অহেতুক যুদ্ধে বাধ্য করতো। তবে সেখানে আরও ৪০ হাজার শিশু রয়েছে। তাদেরও পুনর্বাসনের ব্যবস্থা করা হচ্ছে।

**পাকিস্তানে পুনর্বাসন কার্যক্রম পরিদর্শনে বিশেষ মার্কিন দূত

পাকিস্তানে তালেবান বিরোধি অভিযানে বাস্তুহারা মানুষের দুর্দশা সরেজমিনে দেখার জন্য বিশেষ মার্কিন দূত রিচার্ড হলব্রুক মঙ্গলবার থেকে পাকিস্তান সফর করেছেন। গৃহহারা লোকজনের পুনর্বাসন কার্যক্রম পরিদর্শনই তার এ সফরের উদ্দেশ্য। বৃহস্পতিবার তিনি ইসলামাবাদ থেকে আফগানিস্তান গেছেন। পাকিস্তান সফরকালে হলব্রুক সোয়াত, বুনার, মালাকান্দ, লোয়ার দিরের বাস্তুচ্যুত মানুষের সাথে কথা বলেন। উল্লেখ্য, তালেবানদের হটিয়ে দেয়ার পর এক সপ্তাহ আগে ওই অঞ্চলের অধিবাসীরা ঘরে ফিরতে শুরু করেছেন। (মফিজুর রহমান)

  • সাক্ষাত্কার
  • সর্বশেষ সংবাদ
  • অন-লাইন জরীপ
     
    © China Radio International.CRI. All Rights Reserved.
    16A Shijingshan Road, Beijing, China