v চীনের বিশ্ব কোষv চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগ
শি চিয়া চুয়াং নগরের জ্বালানি সাশ্রয় ও বর্জ্য পদার্থ নিঃসরণ কমানোর উপায়
2009-07-27 17:04:44
উত্তর চীনের হো বেই প্রদেশের শি চিয়া চুয়াং নগর একটি নবোদিত শিল্প নগর। সাম্প্রতিক বছরগুলোতে এ নগর টেকসই উন্নয়নের নীতি অনুসরণ এবং নগরায়ন ও শিল্পায়নের ক্ষেত্রে ব্যাপক উন্নয়নের পাশাপাশি পরিবেশ স্বয়ংসম্পূর্ণ করার ওপর খুব গুরুত্ব দিয়েছে। আজকের অনুষ্ঠানে এ সম্পর্কে কিছু কথা আপনাদের শোনাবো। আমি---

সাম্প্রতিক বছরগুলোতে শি চিয়া চুয়াং নগর জ্বালানি সাশ্রয়ের জন্য আর্থিক বরাদ্দ অব্যাহত রেখেছে এবং ভালো অগ্রগতি অর্জন করেছে। শি চিয়া চুয়াং নগরের উন্নয়ন ও সংস্কার কমিটির কর্মকর্তা লু চিন বলেছেন, (১)

গত বছর শি চিয়া চুয়াং সরকার জ্বালানি সাশ্রয় সংক্রান্ত প্রকল্পে সহায়তার জন্য এক কোটি ইউয়ান বরাদ্দ করে। পৌর সরকারের এ বরাদ্দের মাধ্যমে জ্বালানি সাশ্রয় প্রকল্প কার্যকরের কাজকে ত্বরান্বিত করেছে। এর ফলে গত বছর ৪৭ হাজার সাত শ'টন কয়লা কম ব্যবহার হয়েছে।

বর্তমানে সাপ্তাহিক ও ছুটিতে শি চিয়া চুয়াং নগরের বহু নাগরিক নগরের কাছাকাছি থাই পিং নদীর তীরের প্রাকৃতিক অবকাশ এলাকায় বেড়াতে যায়। এখানকার রাজহংস ও এগ্রেটসহ বিভিন্ন সুন্দর ও বিরল পানি ও প্রাণী থাকার স্থানে পরিণত হয়েছে। তবে আগে এ সুন্দর প্রাকৃতিক অঞ্চল ছিল একটি আঁস্তাকুড়ে । এ আঁস্তাকুড়টি কেবল পানিসম্পদ নোংরা করতো তা নয়, বরং স্থানীয় নাগরিকদের স্বাভাবিক জীবনের ওপরও নেতিবাচক প্রভাব ফেলতো। ২০০২ সালে শি চিয়া চুয়াং পৌর সরকার এ অঞ্চলের ওপর দুষিত পরিবেশের আবিলতামোচনের বৃহত্তম প্রকল্প চালু করেছে। এ প্রকল্পের মাধ্যমে এখানকার প্রাকৃতিক পরিবেশ পুরোপুরি পরিবর্তিত হয়েছে।

থাই পিং নদীর প্রাকৃতিক আবিলতামোচন প্রকল্পের মাধ্যমে শি চিয়া চুয়াং নগরের শিল্পপ্রতিষ্ঠানের বর্জ্য পানি নিয়ন্ত্রণ করতে পেরেছে। এ নগরের দূষিত পানি পরিশোধনের ব্যবস্থা ও নগরের আনুষঙ্গিক ব্যবস্থা স্বয়ংসম্পূর্ণ এবং নাগরিকদের জীবনযাপনের মান ও প্রাকৃতিক পরিবেশের ব্যাপক পরিবর্তন করতে পারে। বন্যা ও বালি সংকট প্রতিরোধ এবং পানি ও ভূমির স্বাভাবিক অবস্থান বজায় রাখার জন্য প্রাকৃতিক আবিলতামোচন প্রকল্প 'রিভারব্যাঙ্ক' সুসংবদ্ধ হয়েছে। যার ফলে বন্যা প্রতিরোধের সামর্থ্য উচ্চ পর্যায়ে উন্নত হয়েছে। এর পাশাপাশি পৌর সরকার নদীর দু'তীরে আরো বেশি গাছ রোপণ করে একটি বিশাল কৃত্রিম জলাভূমি সৃষ্টি করেছে।

শি চিয়া চুয়াং'র পরিবেশ সুরক্ষা মন্ত্রণালয় সার্বিকভাবে পরিবেশের আবিলতামোচন এবং বর্জ্য পদার্থ নিঃসরণ কমানোর কাজ অব্যাহতভাবে জোরদার করে, শিল্পপ্রতিষ্ঠানের প্রকল্পের কড়াকড়ি তদন্ত করে দূষণ-নিয়ন্ত্রণ করবে। এর পাশাপাশি শিল্পপ্রতিষ্ঠান নিয়ন্ত্রণ এবং প্রকল্পের বর্জ্য পদার্থ নিঃসরণ কমানোর জন্য তিনটি প্রকল্প নির্ধারণ করেছে। শি চিয়া চুয়াং নগরের পরিবেশ সুরক্ষা ব্যুরোর উপপরিচালক ইউয়ে সুন ই বলেন, (২)

এবার বর্জ্য পদার্থ নিঃসরণ কমানোর জন্য তিনটি প্রকল্প হাতে নেয়া হয়েছে। প্রথমতঃ দূষিত পরিবেশ পরিশোধনের প্রকল্প গড়ে তোলার মাধ্যমে বর্জ্য পদার্থের নিঃসরণ কমানোর লক্ষ্য বাস্তবায়ন করা, দ্বিতীয়তঃ কিছু পশ্চাত্পদ শিল্পপ্রতিষ্ঠান ও তার প্রযুক্তিগত সংক্রান্ত বা অন্যত্র সরিয়ে নেয়া, তৃতীয়তঃ পরিচালনা ও আইন কার্যকরের দক্ষতা জোরদার করার মাধ্যমে বর্জ্য পদার্থ নিঃসরণ কমানো।

শি চিয়া চুয়াং নগর রাসায়নিক সার , ইস্পাত,ওষুধ তৈরি, রাসায়নিক শিল্প ও বিদ্যুত্ উত্পাদনসহ বিভিন্ন বৃদাকার শিল্পপ্রতিষ্ঠানের বর্জ্য পদার্থ নিঃসরণ কমানোর ক্ষেত্রে কড়াকড়ি তত্ত্বাবধান ও নিয়ন্ত্রণ করেছে এবং সিমেন্ট ও পরিশোধনকৃত চামড়ার বর্জ্য পদার্থ নিঃসরণের ছোট শিল্পপ্রতিষ্ঠান বন্ধ করেছে। শি চিয়া চুয়াং নগরের পানি ও প্রাকৃতিক পরিবেশ এখন স্বয়ংসম্পূর্ণ করা হয়েছে।

স্থানীয় নাগরিক বলেছে, শি চিয়া চুয়াংয়ের পরিবেশ ক্রমে ক্রমে ভালো হচ্ছে, নগরের সবুজ রংয়ের জিনিস আরো বেশি দেখতে পারে। স্থানীয় পরিবেশ সুরক্ষা মন্ত্রণালয়ের পরিসংখ্যান থেকে জানা গেছে, শি চিয়া চুয়াং নগরের বায়ুর মান দ্বিতীয় পর্যায়ের মানদন্ডের সঙ্গে সংগতিপূর্ণ। ২০০১ সালে শুধু ৯৫ দিন, তবুও ২০০৮ সালে তা ৩০১ দিন উন্নত হয়েছে।

নগরের পানি ও বায়ু পরিবেশ অব্যাহত উন্নয়নের পাশাপাশি শি চিয়া চুয়াং পৌর সরকারও গ্রামের পরিবেশ স্বয়ংসম্পূর্ণ করার কাজ ত্বরান্বিত করছে। শি চিয়া চুয়াং নগরের পরিবেশ সুরক্ষা ব্যুরোর উপমহাপরিচালক ইউয়ে সুন ই বলেছেন,(৩)

দুষিত পানির আবিলতামোচনের ওপর আমরা নগরে তিনটি বিশেষ শিল্প্রতিষ্ঠান গড়ে তুলেছি। এর পাশাপাশি আমরা গ্রামের দুষিত পানি আবিলতামোচনের কাজের ওপর গুরুত্ব দেই। শি চিয়া চুয়াংয়ে ১৮টি জেলা রয়েছে। আমরা প্রতিটি জেলায় একটি করে দুষিত পানির আবিলতামোচনের জন্য শিল্পপ্রতিষ্ঠান গড়ে তোলার দাবি জানিয়েছি। এ লক্ষ্য চলতি বছরের শেষ নাগাদ বাস্তবায়ন করতে পারবে।

২০০৮ সালের শেষ পর্যন্ত শি চিয়া চুয়াংয়ের বর্জ্য পদার্থের নিঃসরণ কমানোর পরিমাণ দেশের নির্দেশের সঙ্গে সংগতিপূর্ণ। এটি চীন টেকসই উন্নয়ন অব্যাহত প্রয়াসের একটি দৃষ্টান্ত। চীনের সংশ্লিষ্ট নীতি সমর্থনে এবং স্থানীয় সরকারের প্রয়াসে চীনের পরিবেশ আরো ভালোভাবে সৃষ্টি করতে পারবে।

  • সাক্ষাত্কার
  • সর্বশেষ সংবাদ
  • অন-লাইন জরীপ
     
    © China Radio International.CRI. All Rights Reserved.
    16A Shijingshan Road, Beijing, China