.jpg)
চীনে বাংলাদেশের রাষ্ট্রদূত মুন্সী ফয়েজ আহমদ
বাংলা ভাষার বিশাল কাননে ফোটে কতফুল -
বৃক্ষরাজী, লতাগুল্ম, ঝোপ-ঝাড়, উদ্ভিদ এন্তার ।
এ সবের মাঝে বিশালতম মহীরুহ দু'টি -
সবচেয়ে সুগন্ধময়, উজ্জ্বলতম দু'টি ফুল –
রবীন্দ্র – নজরুল।
শাশ্বত মানব হৃদয় সদাই ব্যাকুল।
কখনও উর্দ্ধমুখী, স্বর্গলোকে খোঁজে উত্স আপনার।
পরম-প্রভু- স্রষ্টার পায়ে নিবেদিত
সমর্পিত প্রেমে যে তাহার।
কখনোবা আশাহত- ববঞ্চিত আক্রোশে বিদ্রোহী হয়ে যায়ম
ভগবান বুকে আঁকে পদচিহ্ন
টানিয়া নামায় তারে মাটির ধরায়।
তারপর শান্ত হয়ে এলে নিজের বুকের ভিতর –
আবিষ্কার করে পবিত্র কাবাঘর ।
স্বর্গমর্ত মাঝে আমাদের এই আনাগোনা –
কখনও গভীর, নি:শব্দ বিচরণ, পূজা প্রার্থনা –
কখনোবা দাপাদাপি সংঘাতময় রণ ঝঞ্ঝনা।
এইসব আয়োজনে প্রধানতম দুই পুরোহিত –
সেনাপতি – নিতান্ত অতুল –
রবীন্দ্র – নজরুল।
তাদের স্মরিয়া হৃদয় আজিকে আকুল।
বাঙ্গালীর অহংকার-অভিমান
বাংলার ঐতিহ্য – কৃষ্টি, সর্বব্যাপী দেখ তাহাদের অবদান।
আমাদের সত্বা জুড়ে, মানসে মননে, প্রোথিত আমূল-
রবীন্দ্র – নজরুল ।
( লেখক বর্তমানে চীনে বাংলাদেশের মাননীয় রাষ্ট্রদূত ) |