চীনের একমাত্র কোরীয় জাতির স্বায়ত্তশাসিত বিভাগ –চিলিন প্রদেশের ইয়ানবিয়ান কোরীয় জাতির স্বায়ত্তশাসিত বিভাগের পার্টি-কমিটির সম্পাদক তেং খাই সম্প্রতি ইয়ানচি শহরে সিআরআইয়ের সংবাদদাতাদের বিশেষ সাক্ষাত্কার দিয়েছেন। তিনি ইয়ানবিয়ানের স্থানীয় অর্থনৈতিক বিকাশ, জাতিগত সংহতি এবং আর্থিক সংকটে সৃষ্ট চ্যালেঞ্জ ও সুযোগসহ নানা বিষয় সম্পর্কিত প্রশ্নের উত্তর দিয়েছেন।
তিনি জানিয়েছেন, ইয়ানবিয়ান বিভাগের চলতি বছরের প্রথমার্ধে জিডিপি বৃদ্ধির হার চীনের গড়পরতা মাত্রার চেয়ে ৯ শতাংশ বেশি। ২০০৮ সালে ইয়ানবিয়ান বিভাগের উত্পাদনের মোট মূল্য ৬০ বছরের আগের তুলনায় ৮৪ গুণ বেড়েছে। এ এলাকা পশ্চিম চীনের মহা উন্নয়ন, উত্তর-পূর্ব চীনের পুরানো শিল্প কেন্দ্রের পুনরুদ্ধার এবং সীমান্ত অঞ্চলের জনগণকে সমৃদ্ধ হওয়া এ তিনটি সুবিধাজনক নীতি ভোগ করে। এ বছর বিশ্ব জুড়ে আর্থিক সংকট মোকাবিলায় ইয়ানবিয়ান বিভাগের স্থানীয় অর্থনীতি উন্নয়নের জন্য চীনের কেন্দ্রীয় সরকার ইয়ানবিয়ানকে ২০০ কোটি ইউয়ান অর্থ সহায়তা দিয়েছে।
ইয়ানবিয়ান কোরীয় জাতির স্বায়ত্তশাসিত বিভাগ চীনের চিলিন প্রদেশের পূর্বাঞ্চলে অবস্থিত। এ এলাকা চীন, রাশিয়া ও উত্তর কোরিয়া এ তিনটি দেশের সংযোগ স্থানে অবস্থিত। এ বিভাগে বসবাসকারী কোরীয় জাতির লোকসংখ্যা এখানকার মোট লোকসংখ্যার শতকরা ৩৭ ভাগ। (ইয়ু কুয়াং ইউয়ে) |