v চীনের বিশ্ব কোষv চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগ
চীন-মঙ্গোলিয়ার সহযোগিতার ব্যাপারে আর লিয়ান হাও তে শহর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে: মেং সিয়ান তোং
2009-07-21 21:04:59

মেং সিয়ান তোং সিআরআই'র সংবাদদাতার সাক্ষাত্কার দিচ্ছেন

উত্তর চীনের অন্তর্মঙ্গোলিয়া স্বায়ত্বশাসিত অঞ্চলের আর লিয়ান হাও তে শহরের মেয়র মেং সিয়ান তোং ২১ জুলাই পেইচিংয়ে জানান চীন-মঙ্গোলিয়া সহযোগিতার ব্যাপারে আর লিয়ান হাও তে শহর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

সি আর আই সাংবাদিককে দেয়া এক সাক্ষাতকারে মেং সিয়ান তোং বলেন, আর লিয়ান হাও তে এবং মঙ্গোলিয়ার মধ্যে আমদানি এবং রপ্তানি অনেক বেশি।বর্তমানে আর লিয়ান হাও তে শহরে যন্ত্রপাতি, পোশাক এবং জুতা ও টুপিসহ বিভিন্ন বিশেষ পন্য সামগ্রীর বাজার প্রতিষ্ঠিত হয়েছে। প্রতিদিন এশহরে পণ্য কেনার জন্য দু'হাজারেরও বেশি মঙ্গোলিয় ব্যবসায়ী আসেন।এর পাশাপাশি চীনও প্রতি বছর মঙ্গোলিয়া থেকে আর লিয়ান হাও তে শহরের মাধ্যমে আকরিক লৌহ এবং তেল আমদানি করে।

তিনি আরো বলেন, চীন- মঙ্গোলিয়া স্থলবন্দরগুলোর মধ্যে আর লিয়ান হাও তে সবচেয়ে বড়ো। দু'দেশের ৭০ শতাংশ পন্য ‌আর লিয়ান হাও তের মাধ্যমে পরিবহন করা হয়ে থাকে। প্রতি বছর পরিহবন করা মালামালের মোট পরিমান ৭০ লাখ টন অব্যাহত রয়েছে। এ মালামালের মূল্য তিন বিলয়ন মার্কিন ডলার। (শিয়ে নান)

 

 

  • সাক্ষাত্কার
  • সর্বশেষ সংবাদ
  • অন-লাইন জরীপ
     
    © China Radio International.CRI. All Rights Reserved.
    16A Shijingshan Road, Beijing, China