v চীনের বিশ্ব কোষv চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগ
উইগুর জাতির একজন বৃদ্ধের মন্তব্যঃ জাতীয় সংহতি বানচালের অপচেষ্টায় আমরা ক্ষোভ প্রকাশ করি
2009-07-20 21:25:35

    সিআরআই'র সংবাদদাতা গে হুয়ান ইয়ু সিনচিয়াংয়ের কাশিতে সাক্ষাত্কার নেয়ার সময় উইগুর জাতির বৃদ্ধ রেশিথি আব্দুকরীমের সঙ্গে দেখা করেন। আব্দু করীম সংবাদদাতাকে বলেছেন, তিনি উরুমুচির ৫ জুলাইয়ের ঘটনার ওপর নিবিঢ় দৃষ্টি রাখছেন। জাতিগত সংহতি ক্ষুন্ন করার কাজের প্রতি তিনি ক্ষোভ প্রকাশ করেছেন। কিছু লোক ৫ জুলাই মারধোর, ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করে সহিংস তত্পরতায় লিপ্ত হয়। তারা দেশ ও জাতির ওপর আঘাত হেনেছে। আমাদের প্রশান্তিময় জীবনকে নষ্ট করেছে। আমরা খুব উত্তেজিত। আমার পরিবার ও সকল আত্মীয়স্বজন সবাই ৫ জুলাইয়ের ঘটনা সম্পর্কিত টেলিভিশন অনুষ্ঠান দেখেছি। আমরা এ কার্যকলাপের নিন্দা করি। এটা আমাদের জীবনের ওপর নেতিবাচক প্রভাব ফেলেছে। কিন্তু সিনচিয়াংয়ে বিভিন্ন জাতির মানুষের মধ্যকার সম্পর্কের ওপর কোন প্রভাব পড়ে নি। আমার বাড়ির আশেপাশে সবাই হান জাতির মানুষ। তাঁরা আমাকে খুব পছন্দ করেন। আমাদের সম্পর্ক বেশ ভালো।'

    রেশিথি আব্দুকরীম কাশির এসলাহান কমিউনিটির প্রথম গ্রামে থাকেন। তাঁর বাড়িতে দশটি ছাগল আছে। প্রতি দিন সন্ধ্যা সাড়ে ছয়টা থেকে তিনি কাশি শহরের তুংহু কমিউনিটির কাছে অবস্থিত কাঁচা বাজারে গিয়ে তাঁর ছাগলের জন্য কিছু শাকসব্জির পাতা সংগ্রহ করেন। তিনি বলেন, 'আমি দশটি ছাগল পালন করছি। নববর্ষের সময় একটি ছাগলকে জবাই করে খেয়েছি এবং বাকী ছাগলগুলো বাজারে নিয়ে বিক্রি করে দিয়েছি। হান জাতির একজন দোকানদার প্রতি দিন আমার ছাগলের জন্য শাকসব্জির পাতা ও ভূট্টার চামড়া রেখে দেন এবং এক ব্যাঙ দুই ইউয়ান করে খুব সস্তা দামে বিক্রি করেন। আমরা ও তাঁর সম্পর্ক খুব ভালো। অন্য হান জাতির ভাইদের সঙ্গেও আমার সম্পর্ক খুব ভালো।'

    আব্দুকরীম বলেন, তাঁর আশেপাশে হান জাতির ভাইবোন ছাড়া অন্যান্য জাতির ভাইবোনও আছে। তাঁরা সবাই সংহতি সহকারে বসবাস করছে। এখন তাঁদের জীবনযাপনের মান অনেক উন্নত হয়েছে এবং নিরাপত্তা নিশ্চিত হয়েছে। তিনি বলেন, 'বর্তমান জীবন আগের চেয়ে অনেক ভালো। আমরা সর্বনিম্ন জীবনযাপনের নিশ্চয়তা উপভোগ করছি। আশা করি, ভবিষ্যতে আমাদের জীবন আরো উজ্জ্বল হবে। আমি সরকারের সাহায্য, বিশেষ করে কৃষকদের সাহায্যদানের জন্য কৃতজ্ঞতা জানাই। সরকার সাধারণ কৃষক ও উইগুর জাতির মানুষদের অনেক সহায়তা করেছে। এ ক্ষেত্রে আমরা সত্যিই সরকারের প্রতি কৃতজ্ঞতা বোধ প্রকাশ করি।' (ইয়ু কুয়াং ইউয়ে)

  • সাক্ষাত্কার
  • সর্বশেষ সংবাদ
  • অন-লাইন জরীপ
     
    © China Radio International.CRI. All Rights Reserved.
    16A Shijingshan Road, Beijing, China