চীনের চি লিন প্রদেশের গভর্ণর হান চাং ফু ১৮ জুলাই রাজধানী ছাং ছুন নগরে দেয়া সিআরআই'র দেশ ও বিদেশের সংবাদদাতাদের সাক্ষাত্কারে বলেছেন, চি লিন প্রদেশ আর্থ-সামাজিক উন্নয়নের প্রক্রিয়ায় বিভিন্ন জাতি যৌথ সংহতি ও উন্নয়ন বরাবরই গুরুত্ব দেয়। এর পাশাপাশি সংখ্যালঘু জাতি বসবাসের এলাকার অর্থনীতি, সংস্কৃতি ও বুনিয়াদী ব্যবস্থা গড়ে তোলাসহ বিভিন্ন ক্ষেত্রের উন্নয়নকে ব্যাপকভাবে সমর্থন করেছে।
উত্তর পূর্ব চীনের চি লিন প্রদেশে কোরিয় জাতি, মঙ্গোলীয় জাতি ও হুই জাতিসহ ৩৫টি সংখ্যালঘু জাতি রয়েছে। সংখ্যালঘু জাতির লোক সংখ্যা ২৪ লাখ ৬০ হাজার। এ সংখ্যা এ প্রদেশের মোট লোক সংখ্যার ৯ শতাংশ।
হান ছাংফু বলেছেন, পাঁচ বছর ধরে চি লিন প্রদেশের সংখ্যালঘু জাতি বসবাসের এলাকায় গড়ে তোলার বড় প্রকল্পের সংখ্যা ৮৮০টিরও বেশি। এসব প্রকল্প সংখ্যালঘু জাতি বসবাসের এলাকার উন্নয়ন ফলপ্রসূভাবে ত্বরান্বিত করেছে।(লিলু) |