v চীনের বিশ্ব কোষv চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগ
সি আর আই-এর বাংলা অনুষ্ঠান ভুলের যাওয়ার অনুষ্ঠান নয়
2009-07-16 21:14:38
বাংলাদেশের রংপুর জেলার শ্রোতা মো: মোস্তাফিজুর রহমান তার চিঠিতে লিখেছেন, শুভেচ্ছা জানবেন আপনারা সবাই।কেমন আছেন আপরানা। আমি সি আর আই-এর একজন নিয়মিত শ্রোতা। সি আর আই-এর প্রতিটি অনুষ্ঠান আমার ভীষণ ভীষণ ভাল লাগে। এ জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই।আপনাদের অনুষ্ঠানগুলোর মধ্যে চলুন বেড়িয়ে আসি , চীন ভাষা শিক্ষা আমার সবচেয়ে ভাল লাগে। কারণ চলুন বেড়িয়ে আসি অনুষ্ঠানের মাধ্যমে আমি চীনের অনেক দর্শনীয়স্থান সর্ম্পকে জানতে পেরেছি। মনে হয় আমি আপনাদের অনুষ্ঠানের সঙ্গে চীনের অনেক জায়গায় ঘুড়ে বেড়িয়েছি। আমি চীনা ভাষা শিক্ষতে ভালবাসি। প্রতিদিন চীনা ভাষা শিক্ষার অনুষ্ঠান থেকে আমি অনেক চীনা ভাষা শিখে ফেলেছি। আমি লক্ষ্য করেছি, সম্প্রতি সি আর আই-এর বাংলা অনুষ্ঠান আগের চেয়ে অনেক উন্নত হয়েছে। আশা করি সি আর আই-এর বাংলা অনুষ্ঠান আরও সুন্দর হবে।

প্রিয় বন্ধু, আমাদের বাংলা অনুষ্ঠন মন দিয়ে শোনার জন্য অনেক ধন্যবাদ। আপনি তো আমাদের একজন পুরানো শ্রোতা। দীর্ঘ দিন ধরে আপনি আমাদের বাংলা অনুষ্ঠান শুনে আসছেন। আশা করি নিয়মিত আমাদের বাংলা অনুষ্ঠান শুনবেন। চীন সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে বা আমাদের অনুষ্ঠান সর্ম্পকে কোনো পরামর্শ থাকলে সঙ্গে সঙ্গে আমাদের চিঠি লিখে জানাবেন। কারণ আমাদের অনুষ্ঠান আরও সুন্দর করার জন্যে শ্রোতাদের আন্তরিক সহযোগিতা প্রয়োজন।

বাংলাদেশের গাইবান্ধা জেলার শ্রোতা এস এম ডালিম রহমান তার চিঠিতে লিখেছেন, আমি সি আর আই-এর বাংলা অনুষ্ঠানের একজন নিয়মিত শ্রোতা। গত ২ বছর ধরে আপনাদের অনুষ্ঠান মাঝে মাঝে শুনে থাকি। কিন্তু আর নয় শুধু রেডিও শুনলে হবে না তাতে চিঠি লিখতে হবে। ঠিক তেমনি আপনাদের অনুষ্ঠান এখন থেকে নিয়মিত শুনবো। নিয়মিত যোগাযোগ করবো আজ থেকে। সি আর আই-এর বাংলা অনুষ্ঠান ভুলের যাওয়ার অনুষ্ঠান নয়। আমি জোর গলায় বলতে পারি সি আর আই অনুষ্ঠান বিশ্বের মধ্যে এক মাত্র বিশ্বাসী শিক্ষা বিষয়ক অনুষ্ঠান। আমি এক জন নতুন শ্রোতা। জীবনে চিঠি লিখি নি। আজ চিঠি লিখতে বাধ্য হয়েছে। ঐ সবার প্রিয় বাংলা অনুষ্ঠান শুধু একমাত্র চীনদেশের পেইচিং থেকে প্রচারিত হয়। এই খামটি আমার বন্ধু থেকে খরচ করে নেই। খামটি আমি অতি যত্নে, অতি সুন্দর করে লিখে আপনার হাতে পাঠিয়ে দেই।

প্রিয় এস এম ডালিম রহমান , আপনার চিঠি পড়ার পর আমি খুব মগ্ধ হয়েছি। আপনি খুব সুন্দর চিঠি লিখেছেন। আপনার মতো এক শ্রোতা পাওয়া সত্যিই আমাদের সুভাগ্য। আশা করি আগের মতো ভবিষ্যতেও আমাদের বাংলা অনুষ্ঠান শুনবেন। নিয়মিত আমাদের সঙ্গে যোগাযোগ করবেন।

বাংলাদেশের কুষ্টিয়া জেলার শ্রোতা নাসরিন রেজা কোলি তার চিঠিতে লিখেছেন, আমি আপনাদের অনুষ্ঠান নিয়মিত শুনছি এবং ভাল লাগার পরিমানটি দিন দিন বেড়েই চলেছে। চিঠির এই স্বল্প পরিবারে অল্প কথায় সে মনের ভাব প্রকাশ সত্যিই কঠিন বিষয়। সময়ের অভাবে আজকাল চিঠি লেখাটা ঠিক আগের মত হয়ে উঠে না। তবু সময় করে অনুষ্ঠান শুনতে ভুল করিনা , কারণ সেই ১৯৯৮ সাল থেকে আজ প্রায় ১১ বছর হলো আমার আর সি আর আই-এর বন্ধুত্ব। আর এক বন্ধু, সে যত দূরেই থাক না কেন একে অপরকে ছাড়া অপূর্ন। তাই সি আর আই হচ্ছে আমার আজীবনের সঙ্গী।

প্রিয় বন্ধু, ব্যস্ততার কারণে আপনি কম চিঠি লিখলেও সময় করে আমাদের বাংলা অনুষ্ঠান শুনতে ভুল করেননি।গত ১১ বছর ধরে আপনি আমাদের বাংলা অনুষ্ঠান শুনে আসছেন। সত্যিই আপনি আমাদের একজন পুরানো শ্রোতা। আমরা জানি, আমাদের শ্রোতা বন্ধুদের মধ্যে অনেকেই নিয়মিত আমাদের অনুষ্ঠান শুনে থাকেন যদিও সময়ের অভাবে চিঠি লিখতে পারেন না। আশা করি নিয়মিত আমাদের বাংলা অনুষ্ঠান শুনবেন। আমাদের অনুষ্ঠান সর্ম্পকে কোনো মতামত থাকলে আমাদের চিঠি লিখতে ভুলবেন না। আমাদের অনুষ্ঠান আরও সুন্দর করার জন্য আপনাদের আন্তরিক সহযোগিতা খুব দরকার।

বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলার শ্রোতা আব্দুল মান্নান চিঠিতে লিখেছেন, আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন গ্রহন। আমি সি আর আই-এর বাংলা অনুষ্ঠান নিয়মিত শুনি এবং নিয়মিত চিঠি ও লিখি। আমার চিঠির উত্তর যখন বেতারে দেন তখন খুব আনন্দ পাই। আশা করি আপনারা নিয়মিত চিঠির দানে খুশী করবেন। মাঝে মাঝে আপনাদের অনুষ্ঠান খুব পরিস্কার ও স্বচ্ছভাবে শোনা যাচ্ছে না। রেসেপশন মান খুব ভাল নয়। আমি নিজেই আপনাদের অনুষ্ঠান শুনি এবং অন্যন্য শ্রোতাকে আপনাদের অনুষ্ঠান শুনতে বলি। মিতালী অনুষ্ঠানটি অত্যন্ত উচু মানের অনুষ্ঠান যা না শুনলে বিশ্বাস হয়না। এ অনুষ্ঠানে শ্রোতাদের মতামতকে খুব প্রধান্য দেওয়া হয়।

প্রিয় শ্রোতা বন্ধু, ধন্যবাদ আমাদের বাংলা অনুষ্ঠান শোনার জন্য। আপনি আমাদের একজন নিয়মিত শ্রোতা। প্রায়ই আপনার কাছ থেকে চিঠি পেয়ে থাকি। প্রতেক বার আপনার সুন্দর চিঠি পড়ে খুব ভাল লাগে। এর আগে আপনার চিঠি আমাদের এই মিতালী অনুষ্ঠানে পড়ে শুনিয়েছি। আসলে প্রতি শুনিবারের মিতালী অনুষ্ঠান শ্রোতাদের নিজস্ব অনুষ্ঠান। কারণ এই অনুষ্ঠানে আপনাদের প্রশ্নের উত্তর দেওয়া হয় এবং আপনাদের চিঠি পড়ে শোনানো হয়। সুতরাং এই অনুষ্ঠান আরও উন্নত করার জন্য আমরা যথাসাধ্য প্রচেষ্টা চালাবো। আশা করি নিয়মিত আমাদের অনুষ্ঠান শুনবেন। আমাদের অনুষ্ঠান সর্ম্পকে কোনো মতামত বা প্রস্তাব থাকলে সঙ্গে সঙ্গে আমাদের চিঠি লেখে জানাবেন।

বাংলাদেশের চুয়াডাঙ্গা জেলার শ্রোতা আশরাফু ইসলাম তার চিঠিতে লিখেছেন, আমি সি আর আই-এর বাংলা অনুষ্ঠানের একজন নিয়মিত শ্রোতা। দীর্ঘ পাঁচ বছর ধরে আমি আপনাদের অনুষ্ঠান শুনে আসছি। খুব ভাল লাগছে। বিশেষ করে প্রতি শনিবারের মিতালী অনুষ্ঠান আমার সবচেয়ে ভাল লাগে। কারণ এই আসরের মাধ্যে আমি চীন সর্ম্পকে অনেক কিছু জেনে ফেলেছি। তা ছাড়া, প্রতি চীন ভাষা শিক্ষার অনুষ্ঠানও আমার পছন্দ অনুষ্ঠান। ভবিষ্যতে সি আর আই-এর বাংলা অনুষ্ঠান আরও সন্দর হবে বলে আমার আন্তরিক আকাংক্ষা।

প্রিয় শ্রোতা বন্ধু, আপনি আমাদের একজন পুরানো বন্ধু। গত পাঁচ বছর ধরে আপনি নিয়মিত আমাদের অনুষ্ঠান শুনে আসছেন। আমরা নিয়মিত আপনার কাছ থেকে চিঠিও পেয়ে থাকি। আমাদের অনুষ্ঠান আরও সুন্দর করার জন্য গক কয়েক বছরে আমরা অনেক চেষ্টা করেছি। কিন্তু আমাদের অনুষ্ঠান উন্নত করার ক্ষেত্রে আরও অনেক করবার আছে। অবশ্যই আমরা শ্রোতাদের আশাহত করবো না।

  • সাক্ষাত্কার
  • সর্বশেষ সংবাদ
  • অন-লাইন জরীপ
     
    © China Radio International.CRI. All Rights Reserved.
    16A Shijingshan Road, Beijing, China