v চীনের বিশ্ব কোষv চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগ
হুয়া শাও ই এবং তার গান
2009-07-15 16:12:15

    আজকের অনুষ্ঠানে চীনের একজন জনপ্রিয় গায়ক হুয়া শাও ই এবং তার কয়েকটি গান আপনাদের জানাচ্ছি। আশা করি আপনাদের ভাল লাগবে। প্রথমে শুনুন, তার একটি গান, ছিং কুং নেই কুং, অর্থাত ভালবাসার চর্চা। তা চীনের কুংফু চর্চা এবং ভালবাসার চর্চা তুলনা করে। গানটি হিপহাপ ও আর এন্ড বি'র স্টাই আছে।

   গানে বলা হয়, "ভালবাসার চর্চা করে আরো সহজ ভালবাসতে পারে। তা যেন কুংফু'র ভেতরের শক্তি চর্চার মতো। পাওয়া আর দেয়া তেমন গুরুত্বপূর্ণ মনে করবে না। ভালবাসলে মানুষের ভাল লাগতে পারে আবার যন্ত্রণাও লাগতে পারে। কিন্তু চর্চা হলে ভালবাসা আরো সহজ হয়ে যায় এবং গভীর হতে পারে।"

    হুয়া শাও ই একটি সংস্কৃতি-আগ্রহী পরিবারে জন্মগ্রহন করেন। ছোটবেলায় তিনি সংস্কৃতি স্কুলে পিকিং অপেরা শিখেছেন। ১৯৯৭ সাল থেকে ২০০০সালে তিনি পেইচিং চলচ্চিত্র ইন্সটিটিউট এবং হংকং এটিভিতে অভিনয় সংক্রান্ত প্রশিক্ষণ করেছেন। তখন তিনি কয়েকটি টিভি নাটকে অভিনয় করেছিলেন। পরের একটি ঘটনার কারণে তার গায়ক হওয়ার স্বপ্ন তৈরী হয়েছে। ১৯৯৭ সালে হংকংয়ের একজন খুব বিখ্যাত গায়ক জাং কুও রোং'র কনসার্টে তিনি নৃত শিল্পী হিসেবে অভিনয় করেছেন। জাং কাও রোং'র চমত্কার কনসার্ট শুনে তার মনেও গায়ক হওয়ার স্বপ্ন তৈরী হয়েছে। তারপর এ লক্ষ্য বাস্তবায়নের জন্য তিনি চেষ্টা শুরু করেন।

    যে গান আপনারা শুনছেন তা লো হুয়া শাও ই'র একটি গান "চিয়ে সিয়া"। এ শব্দ বৌদ্ধ ধর্মের তন্ত্র থেকে এসেছে। তা হলো বর্ষাকাল শেষ হওয়ার আগের দিন। এ গান থেকে হুয়া শাও ই'র সুরের নিয়ন্ত্রণের ক্ষমতা বোঝা যায়।

    গানে বলা হয়, রাতের নীরবতা উপভোগ করি। প্রতিশ্রুতি শুধু তোমার জন্য। তুমি কোন মেঘের পেছনে আছো? আমি একাই অপেক্ষা করতে করতে ক্লান্ত হয়েছি। এ ভালবাসার জন্য কি সত্যি অপেক্ষা করা উচিত?

    তার স্বপ্ন নিয়ে হুয়া শাও ই পেইচিং এসে সুযোগ খুঁজতে শুরু করে। কিন্তু স্বপ্ন বাস্তবায়নের পথ তো তেমন সুষ্ঠু নয়। তখন তিনি বিভিন্ন বার বা ক্লাবে গান গাওয়ার মাধ্যমে জীবন কাটতেন। প্রতি তিন বা চার মাসে একবার বাড়ি পরিবর্তন করতেন। ২০০২ সালে তিনি একটি সুযোগ পেয়েছেন। একজন গায়নের নতুন রিকর্ড প্রকাশের অনুষ্ঠানে তিনি শিং ওয়েন রিকর্ড কোম্পানি'র পরিচালক লিউ সি ছি'র সঙ্গে দেখা হয়েছে। লিউ সি ছি হুয়া শাও ই'র গান গাওয়ার প্রতিভা খুব পছন্দ করেন। তাই তার কোম্পানিতে হুয়া শাও ইকে রিকর্ড পরিচালক হিসেবে অন্তর্ভূক্ত করেছেন। কাজকর্মের ক্ষেত্রে হুয়া শাও ই'র পরিশ্রম এবং স্বপ্ন বাস্তবায়নের জন্য যে দৃঢ়তা সবাইকে মুগ্ধ করেছে। সবাই তার স্বপ্ন বাস্তবায়নের জন্য তাকে সাহায্য করতে চায়।

    যে গানটি আপনারা শুনছেন তা হলো হুয়া শাও ই'র একটি খুব জনপ্রিয় গান "লি ইউয়ান ইং সিং", অর্থাত পিকিং অপেরার হিরো। লি ইউয়ান হলো চীনের থাং রাজবংশের সময় পিকিং অপেরা বা চীনের ঐতিহ্যিক সঙ্গীত শিল্পীদের জন্য প্রশিক্ষণ দেয়ার একটি সংস্থার নাম।

    হুয়া শাও ই ছোটবেলায় পিকিং অপেরা শেখার অভিজ্ঞতা এ গানে লিখেছেন। গানে বলা হয়, মঞ্চে ১ মিনিট অভিনয় করার জন্য হয় তো দশ বছর চর্চা করতে হয়। মঞ্চে পিকিং অপেরার হিরো হওয়ার জন্য যত পরিশ্র বা চর্চা করতে হয় ততই করবো। যন্ত্রণা পেলেও আমি হাশি মুখে থাকবো। জীবনে কখনো মহড়া হয় না, সব সময় রিল অভিনয়। আমি শুধু নিজের জীবন আরো সুন্দর তৈরী করতে চাই। আমি পোস করে দাঁড়াই শুধু তোমার হাততালি'র জন্য অপেক্ষায়।

    এ গানে চীনের ঐতিহ্য পিকিং অপেরার কিছু অংশ যোগ দেয়া হয়। এ গানে হুয়া শাও ই'র গান গাওয়ার প্রভাবান বোঝা যায়।

    হুয়া শাও ই'র গান প্রধানত হিপ হোপ স্টাইলের। কিন্তু নরম গান গেলেও তিনি খুব সন্দরভাবে পরিবেশন করতে পারেন। এখন আমরা শুনি তার গাওয়া একটি প্রেমের গান। গানের নাম "চোখের পানি বন্ধ করতে পারি না"।

    গানে বলা হয়, ভালবাসতে ক্লান্ত হয়ে গেলাম। তোমার চোখের পানি দেখে আমার মন ভেঙে গেছে। তুমি চলে গেছে আর আমার কাছে ফিরবে না। আমি চোখের পানি বন্ধ করতে পারি না। আমাদের সব ভালবাসার প্রতিশ্রুতি এ মুহূর্তে ধ্বংস হয়েছে। আমি চোখের পানি বন্ধ করতে পারি না। মন ভেঙে গেছে। ঘৃণা বা ভালবাসা কোনটা এখন বুঝতে পারছি না। আমি এখন কোন দিকে যাবো বুঝতে পারছি না।

    অনুষ্ঠানের শেষ প্রান্তে এসে আমরা আরেকটি গান শোনবো। গানের নাম "হুয়া ইয়ু লিয়েন ছু"। এ গানে সুন্দর একটি প্রেমের গল্প বলা হয়েছে।

     গানে বলা হয়, আমার মোবাইলে তোমার পাঠানো মেসিট এখনো রয়েছে। আমি একটার পর একটা পড়ছি। কত মিষ্টির কথা যেন এখনো কানের পাশে রইলো। কিন্তু তুমি চলে গেলো। আবার আগের কথা মনে পড়লে তোমার প্রেমের মিষ্টি কন্ঠ যেন শুনতে পারি। প্রত্যেক কথা যেন তোমার প্রতি আমার ভালবাসা, আমার প্রেম। (ইয়াং ওয়েই মিং)

  • সাক্ষাত্কার
  • সর্বশেষ সংবাদ
  • অন-লাইন জরীপ
     
    © China Radio International.CRI. All Rights Reserved.
    16A Shijingshan Road, Beijing, China