পয়লা জুন বিকালে " ইয়ুন নান প্রদেশের পরিবেশ রক্ষা সংগ্রহ কর্মসূচী সংক্রান্ত সাংগঠনিক কমিটি স্থাপন—২০০৯" পুরস্কার সম্মেলন ইয়ুন নান প্রদেশের রাজধানী খুন মিং শহরে অনুষ্ঠিত হয়েছে।
ইয়ুন নান প্রদেশের উপ গভর্নর কু চাও সি, প্রাদেশিক গণ কংগ্রেসের স্থায়ী কমিটির উপপরিচালক এবং ইয়ুন নান প্রদেশের পরিবেশ রক্ষা সংগ্রহ কর্মসূচীর মহাপরিচালক লি ছুন লিন সম্মেলনে উপস্থিত ছিলেন।
ইয়ুন নান প্রদেশের পরিবেশ রক্ষা সংগ্রহ কর্মসূচী হচ্ছে চীনের পরিবেশ রক্ষা সংগ্রহ কর্মসূচীর নেতৃত্বাধীন ইয়ুন নান প্রদেশের গণ কংগ্রেসের স্থায়ী কমিটি, প্রাদেশিক কমিটির সম্প্রচার বিভাগ, অর্থ বিভাগ, উন্নয়ন ও সংস্কার বিভাগ এবং নারী ফেডারেশনসহ ১৭টি প্রাদেশিক পর্যায়ের বিভাগ ও ইউনিটের যৌথ উদ্যোগে ইয়ুন নান ডেইলি পত্রিকা, ইয়ুন নান গণ প্রচার বেতার এবং ইয়ুন নান টেলিভিশন কেন্দ্রসহ ২০টিরও বেশি প্রাদেশিক সংবাদমাধ্যমের যৌথ অংশ নেয়ার একটি বৃহত্তম পরিবেশ রক্ষা সম্প্রচার তত্পরতা।
জানা গেছে, চীন অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি ১২ কোটি হেক্টর চাষযোগ্য জমি রক্ষা করে যাচ্ছে। রাষ্ট্রীয় পরিষদের এক সংবাদ সম্মেলনে একজন কর্মকর্তা বলেন, চীনের অভ্যন্তরীণ চাহিদা বাড়ানোর ব্যবস্থায় আরো বেশি জমি ব্যবহার করা হবে। এতে চাষযোগ্য জমি রক্ষা একটি সমস্যা হয়ে দাঁড়াবে। চীন কঠোর ব্যবস্থা নিয়ে চাষযোগ্য জমি রক্ষার চেষ্টা করবে।
চীন সরকার বিভিন্ন জায়গার জমি ব্যবহারের বিষয়টি তত্ত্বাবধান করবে। অবৈধ জমি ব্যবহারের ক্ষেত্রে চীন সরকার কঠোর ব্যবস্থা নেবে এবং কৃষকদের স্বার্থ রক্ষা করবে। চীন সরকার কৃষকদের কর্মসংস্থান ও সামাজিক বিমাসহ বহুবিধ ব্যবস্থা নেবে।
চীনের পরিবেশ রক্ষা মন্ত্রণালয়ের উপমন্ত্রী চাং লি চুন থিয়েন চিনে অনুষ্ঠিত বিশ্বের সবুজ অর্থনীতির শীর্ষ সম্মেলনে বলেছেন, চীনের অভ্যন্তরীণ অর্থনীতি চাঙ্গা করার জন্য দেয়া ২১০ বিলিয়ন বরাদ্দের মধ্যে ২১০ বিলিয়ন ইউয়ান গ্যাস নির্গমন ও পরিবেশ রক্ষার ক্ষেত্রে ব্যয় করা হবে।
লি ছুন লিন বলেন, ইয়ুন নান প্রদেশ হচ্ছে চীনের জীব বৈচিত্র্যের একটি প্রাকৃতিক সম্পদ ঘাঁটি। এখানে প্রচুর উদ্ভিদ এবং পশুপাখি রয়েছে। ----ওয়াং হাইমান |