v চীনের বিশ্ব কোষv চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগ
তারানতার ভালবাসা- ইতালি লোকসঙ্গীত দলের পেইচিং কনসার্ট
2009-07-13 18:41:32

   "পেইচিংয়ে দেখা করি" ধারাবাহিক অনুষ্ঠানে বিশটিরও বেশি দেশ ও অঞ্চলের ৫০টিরও বেশি প্রতিনিধি দল যার যার দেশের বৈশিষ্টময় অনুষ্ঠান দেখিয়েছে। আকের অনুষ্ঠানে ইতালি'র লোকসঙ্গীত দলের পরিবেশিত "তারানতার ভালবাসা" অনুষ্ঠানের কয়েকটি গান বা সঙ্গীত আপনাদের শোনাচ্ছি।

    কনসার্টটি একটি খুব আনন্দের সঙ্গীত দিয়ে শুরু হয়। সঙ্গীতের নাম "গানে উড়াই"। ইতালি লোকসঙ্গীত দলের ৮জন শিল্পী এ বৈশিষ্টময় সঙ্গীতের মাধ্যমে ইতালি'র সঙ্গীতের বৈশিষ্টতা চীনা দর্শকদের কাছে পৌঁছাতে দিয়েছে।

    আপনারা হয়তো ভাবছেন এ কনসার্টের নাম "তারানতা" কোথা থেকে এসেছে? তারানতা হলো দক্ষিণ ইতালি'র একটি সুন্দর শহরের নাম। এ শহরে নিজের এক রকম নৃত্য খুবই জনপ্রিয়। তাই "তারানতার ভালবাসা" নাম দিয়ে ইতালি'র কনসার্টের বৈশিষ্টময় বর্ণনা করা হয়।

    ইতালি লোকসঙ্গীত দলের পরিচালক এ্যামব্রগিও স্পারাগনা বলেন, তিনি আশা করেন এ কনসার্টের মাধ্যমে ইতালি ও চীনা জনগণের মধ্যে একটি যোগাযোগের সেতু তৈরী করা যায়। তিনি বলেন,

    "আশা করি চীনা দর্শকরা এ কনসার্ট শুনে ইতালি'র প্রতি নিজস্ব অনুভূতি গড়ে উঠবে। কারণ সঙ্গীতের মাধ্যমে আমরা একটি যোগাযোগ ও সমঝোতার সেতু তৈরী করতে চাই। তা হলো এ কনসার্ট আয়োজনের প্রধান লক্ষ্য। চীন সম্পর্কে ইতালি জনগণের জানা খুব কম, চীনেও হয় তো একই অবস্থা। আমরা আশা করি এ কনসার্টের মাধ্যমে দু'দেশের জনগণ পরস্পরের সমৃদ্ধ সংস্কৃতি সম্পর্কে বেশি জানতে পারে"।

    যে গানটি আপনারা শুনছেন তা হলো এ কনসার্টের আরেকটি সুন্দর গান। গানের নাম "ঘুমাও, লাভলি বেবি"।

    ইতালি লোকসঙ্গীত দল প্রতিষ্ঠিত হয় ২০০৭ সালের জুলাই মাসে। দলের ৩০জন সদস্য ইতালি'র বিভিন্ন অঞ্চল থেকে আসে। ইতালি'র বিভিন্ন অঞ্চলের বৈশিষ্টময় লোকসঙ্গীত বিশ্বের কাছে সম্প্রচার হলো তাদের দায়িত্ব। এ নিয়ে পরিচালক এ্যামব্রগিও স্পারাগনা বলেন,

    "ইতালি'র লোকসঙ্গীত কিছু কিছু আনন্দময়, কিছু কিছু দুঃখ বেদনার প্রকাশ করা হয়। যে রকম হোক তা হলো জীবনের প্রতি আশাআকঙ্খা এবং সবাই একসাথে মেলামেশার আনন্দ। এ বারে কনসার্টে আমরা চীনা জনগণের জন্য বৈশিষ্টময় সঙ্গীত পরিবেশনা করেছি। এবং আমি মনে করি লোকের জন্য আনন্দ বয়ে আনা হলো আমাদের দায়িত্ব। আমাদের সঙ্গীত শুনে মানুষ নাচতে উঠবে"।

    এখন আমরা একসাথে আরেকটি সঙ্গীত শুনবো। এ সঙ্গীতের নাম "যদি আমি পরিবর্তন হতে পারি"।  

    এ সঙ্গীত বাজানোর সঙ্গে সঙ্গে মঞ্চ থেকে দর্শকদের পর্যন্ত সবাই একসাথে নাচতে শুরু করে। এমন বিনিময়ের মাধ্যমে সবাই আনন্দ পেয়েছে।  

    আপনারা শুনলেন ইতালি লোকসঙ্গীত দলের "যদি আমি পরিবর্তন হতে পারি"।

    শ্রোতারা আপনারা জানেন, ইতালি'র জাতীয় বাদ্যযন্ত্র কি কি আছে? হ্যাঁ, ঠিত বলেছেন, পাইপ, একোর্ডিয়ন, টেমবোরিন আর মানডোলিন ইত্যাদি। এ কনসার্টে ইতালি'র সব কিছু জাতীয় বাদ্যযন্ত্রের বাজানো হয়।

    এখন যে সঙ্গীত আপনারা শুনছেন তা হলো দক্ষিণ ইতালি'র একটি লোকসঙ্গীত "আমার প্রেম"। এটা একটি প্রেমের গান। এ গানে চীনের বাদ্যযন্ত্রের ব্যবহার করা হয়। চীনা দর্শকরা শুনে খুব ভাল লাগে। এ্যামব্রগিও স্পারাগনা বলেন,  

    "পেইচিং কনসার্টের জন্য আমরা চীনা বাদ্যযন্ত্র ব্যবহার করেছি। আশা করি এর মাধ্যমে দু'দেশের জনগণের মধ্যে মৈত্রী আরো গভীর হবে।"

     ইতালি শিল্পীদের পরিবেশনায় চীনা দর্শকদের আন্তরিক হাততালি হয়েছে। সব সঙ্গীত পরিবেশন শেষে চীনা দর্শকদের আন্তরিক আমন্ত্রণে তারা আরো দু'টি সঙ্গীত পরিবেশন করেছে। আজকের অনুষ্ঠানের শেষ প্রান্তে এসে আমরা আরেকটি সঙ্গীন শুনবো। সঙ্গীতের নাম "উত্সব এসেছে"।   (ইয়াং ওয়েই মিং)

  • সাক্ষাত্কার
  • সর্বশেষ সংবাদ
  • অন-লাইন জরীপ
     
    © China Radio International.CRI. All Rights Reserved.
    16A Shijingshan Road, Beijing, China