v চীনের বিশ্ব কোষv চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগ
চীনে মোট কতগুলো বিমান বন্দর আছে
2009-07-10 18:40:49
বাংলাদেশের চাঁপাই নবাবগঞ্জ জেলার শ্রোতা আব্দুল মান্নান তার চিঠিতে জিজ্ঞেস করেছেন, চীনে কতটি মোবাইল ফোন কোম্পানি কাজ করছে? উত্তরে বলছি, বতর্মানে চীনে বেশ কয়েকটি মোবাইল ফোন কোম্পানি আছে। তাদের নাম হল: চায়না টেলিকম, চায়না ইন্টারনেট, চায়না যৌথ ইন্টারনেট। চায়না টেলিকম সবচেয়ে জনপ্রিয় কম্পানি।

বাংলাদেশের ঝিনাইদহ জেলার শ্রোতা সুকদেব কুমার ঘোষ তার চিঠিতে জিজ্ঞেস করেছেন, চীনে মোট কতগুলো বিমান বন্দর আছে, তার মধ্যে কতটি আন্তর্জাতিক বিমান বন্দর ? শ্রোতা বন্ধু , আপনার এই প্রশ্নের উত্তর দেয়া একটু কঠিন। কারণ চীন একটি বড় দেশ। ২৩টি প্রদেশ, পাঁচটি স্বায়ত্তশাসিত অঞ্চল ও চারটি কেন্দ্রী শাসিত মহানগরী রয়েছে। প্রতি প্রদেশেই কমপক্ষে একটি বিমান বন্দর আছে। কোন কোন প্রদেশে বেশ কয়েকটি বিমান বন্দর আছে। সুতরাং সারা চীনে ঠিক কত বিমান বন্দর আছে তা বলা সত্যিই মুশকিল। আপনার এই প্রশ্নের সঠিক উত্তর দিতে না পারার জন্য দু:খিত। রাজধানী পেইচিং, চীনের সবচেয়ে বড় নগর সাংহাই বিমান বন্দর হল আন্তর্জাতিক বিমান বন্দর ।

বাংলাদেশের পাবনার জেলার শ্রোতা মুসা তার চিঠিতে জিজ্ঞেস করেছেন, সি আর আই থেকে মোট কয়টি ভাষার অনুষ্ঠান প্রচার করা হচ্ছে? উত্তরে বলছি, প্রতি দিন বিশ্বের প্রতি সি আর আই থেকে মোট ৪৩টি ভাষার অনুষ্ঠান প্রচার করা হচ্ছে। বতর্মানে প্রতিদিন বেতরের অনুষ্ঠান ছাড়া, সি আর আই অনলাইনে ৪০টি বিদেশী ভাষার খবর সহ অনুষ্ঠান শোনা যায়।

বাংলাদেশের রাজশাহী জেলার শ্রোতা ফিরোজ তার চিঠিতে জিজ্ঞেস করেছেন, চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান সম্প্রচার কত সালে শুরু হয়েছে? প্রথম উপস্থাপক কে? প্রিয় বন্ধু, এর আগে অনেক শ্রোতা একই প্রশ্ন করেছেন। আমরা উত্তর দিয়েছি। তবে আবারও আপনাকে জানিয়ে দিচ্ছি যে ১৯৬৯ সালের ১লা জানুয়ারী চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান আনুষ্ঠানিকভাবে সম্প্রচার শুরু করে। ২০০৪ সালের জুলাই মাসের আগে আটা ঘন্টার অনুষ্ঠান ছিল। কিন্তু ২০০৪ সালের জুলাই মাসের পর বাংলা অনুষ্ঠানের সময় বাড়িয়ে এক ঘন্টা করা হয়। তা ছাড়া এখন বাংলা বিভাগে নিজের ওয়েভসাইটও আছে। প্রত্যেক দিন যে সব অনুষ্ঠান বেতারের মাধ্যমে প্রচারিত হয় সে সব অনুষ্ঠানের বিষয়বস্তু ওয়েভসাইটের মাধ্যমে আপনারা শুনতে ও পড়তে পারেন। আমাদের বাংলা অনুষ্ঠানের মান আরও উন্নত করার জন্যে বাংলা বিভাগের সকল কমর্চারী যথসাধ্য প্রচেষ্টা যাচ্ছে। আশা করি অদূর ভবিষ্যতে আমাদের বাংলা অনুষ্ঠান আরও উন্নত হবে। অবশ্যই আমাদের বাংলা অনুষ্ঠান আরও উন্নত করার জন্যে আপনার মত শ্রোতা বন্ধুদের আন্তরিক সহযোগিতারও খুবই দরকার। আমরা আশা করি, আমাদের বাংলা অনুষ্ঠানের মান উন্নত করার জন্য আপনারা আগের মতো ভবিষ্যতেও গঠনমূলক পরামর্শ দেবেন। এখন দ্বিতীয় প্রশ্নের উত্তর দিচ্ছি, বাংলা অনুষ্ঠানের প্রথম উপস্থাপক ছিলেন, লি ডে ছেন এবং চিয়াং ইউ জেন। তাঁরা দু জন বিশ বছর আগে বাংলা বিভাগ থেকে হংকং ও ম্যাকাওয়ে চলে যান। দু'জন এখন অবসর নিয়েছেন। এখানে বিশেষভাবে উল্লেখ করতে হবে যে , এ দু'জন উপস্থাপক ভারতের পশ্চিম বঙ্গে জন্ম ও বড় হয়েছেন।

বাংলাদেশের যশোর জেলার শ্রোতা রবিউল ইসলাম তার চিঠিতে জিজ্ঞেস করেছেন, কি কি উপায়ে চীন গণ প্রাজাতন্ত্রের স্থায়ী নাগরিকত্ব লাভ করা যায়? প্রিয় বন্ধু, আগে অনেক শ্রোতা একই প্রশ্ন করেছেন। আপনি অবশ্যই জানেন যে, পৃথিবীতে চীনের লোকসংখ্যা সবচেয়ে বেশী। সুতরাং চীনে কোন বিদেশীর নাগরিকত্ব লাভ করা প্রায় অসম্ভব। কিন্তু যদি একজন বিদেশী চীনা মেয়েকে বিয়ে করে অবথা চীনা ছেলেকে বিয়ে করে তাহলে তার চীনে স্থায়ীভাবে থাকার অধিকার পাওয়ার সম্ভবনা আছে। আমার জানা মতে , এ পযন্র্ত মাত্র একজন বাংলাদেশী নাগরিক চীনে স্থায়ীভাবে থাকার অধিকার পেয়েছেন। জানা গেছে, চীনে গ্রীনকার্ড পাওয়া খুব একটা সহজ কাজ নয়।এর জন্য কয়েকটি পুর্বশর্ত অবশ্যই মানতে হবে। প্রথমে চীনা ছেলে বা মেয়েকে বিয়ে করতে হয়, দ্বিতীয়ত চীনে বাড়ি কিনতে হয় , তৃতীয় নিজের ব্যবসা থাকতে হয়। এক কথায় চীনের সমাজের জন্য কোন না কোন রকমের অবদান থাকতে হবে। শুধুমাত্র চীনা মেয়ে বা ছেলেকে বিয়ে করলেও চীনে অস্থায়ীভাবে থাকা যায় না।

বাংলাদেশের নারায়নগঞ্জ জেলার শ্রোতা এইচ, এম তারেরক তার চিঠিতে জিজ্ঞেস করেছেন, চীনারা কি অন্যদেশের পন্য ব্যবহার করে? উত্তরে বলছি, চীনের বাজারে অধিকাংশ পণ্যদ্রব্য চীনের তৈরি। অবশ্যই চীন বিদেশ থেকেও আমদানি করে থাকে। চীনের বাজারে বিদেশী পণ্যদ্রব্য পাওয়া যায়। বিদেশের গাড়ি ও কাপড়চোপড়সহ জিনিসপত্র চীনের বাজারে প্রচুর পাওয়া যায়।

বাংলাদেশের চাঁপাই নবাবগঞ্জ জেলার শ্রোতা আব্দুল মান্নান তার চিঠিতে জিজ্ঞেস করেছেন, চীনে নারী-পুরুষের বৈষম্য কি দেখা যায়? উত্তরে বলছি, চীনের সংবিধানে ষ্পষ্টভাবে লেখা আছে চীনের নারি-পুরুষ সমান সমান। চীনে একটি কথা প্রচলিত হয় যে. " নারী চীনের অর্ধেক আকাশ " । বিভিন্ন ক্ষেত্রে চীনের নারীদের অবদান লক্ষ্যনীয়। অনেক ক্ষেত্রে নারীরা গুরুত্বপূর্ণ পদের দায়িত্ব পালন করছে। সি আর আই এর উদহারণ ধরা যাক। সি আর আই-এর কর্মীদের মধ্যে ৭০ শতাংশ ভাগ হল নারী। এক কথায় চীনে নারী-পুরুষের বৈষম্য দেখা যায় না।

বাংলাদেশের গাইবান্ধা জেলার শ্রোতা এস এম এমদাদুল হক ডালিম তার চিঠি জিজ্ঞেস করেছেন, চীন দেশে এইডস রোগী আছে? চীন দেশে কত সংখ্যা লোক এইডস রোগে মারা গিয়েছে? উত্তরে বলছি, চীন দেশে এইডস রোগী আছে। কিন্তু কত লোক এইডস রোগে মারা গেছে তা সর্ম্পকে সরকারী কোন পরিসংখ্যান নেই। সাম্প্রতিক বছরগুলোত এইডস রোগ প্রতিরোধের জন্য চীন সরকার ধারাবাহিক কিছু পদক্ষেপ নিয়েছে। প্রতি বছর এইডস রোগ নিয়ন্ত্রণ ও নিবারণে প্রয়োজন আর্থিক অর্থ বরাদ্দ করা হয়। তা ছাড়া, জনসাধারণের মধ্যে এইডস রোগ প্রতিরোধের জন্য বিভিন্ন জ্ঞানকে জনপ্রিয় করার কাজ নিয়মিত চলছে।

ভারতের পশ্চিম বাংলার শ্রোতা সোনালী দত্ত তার চিঠিতে জিজ্ঞেস করেছেন, চীনে মোট কয়েতটি শহর আছে? সবচেয়ে বড় শহরের নাম কি? সংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, চীন মোট ৩০০০টিরও বেশী শহর আছে। এদের মধ্যে দশটি শহরের জনসংখ্যা ২৫ লাখের ওপর। তেরটি শহরের জনসংখ্যা দশ লক্ষ থেকে বিশ লাখ। ৫০ টি শহরের জনসংখ্যা পাঁচ লাখ থেকে দশ লক্ষ। পেইচিং চীনের রাজধানী এবং চীনের রাজনৈতিক , অর্থনৈতিক ও সাংস্কৃতিক কেন্দ্র। এই শহরের মোট জনসংখ্যা ১৩ কোটি। আটশো বছরের ইতিহাসসম্পন্ন এই প্রাচীন রাজধানীতে আছে এমন অনেক জায়গা বা মনোরম দৃশ্যবলীতে রুপময় অথবা ঐতিহাসিক গুরুত্বে গরীয়ান।

সাংহাই চীনের সবচেয়ে বৃহত শহর এবং পৃথিবীর বৃহত্তম শহরগুলির মধ্যে অন্যতম। সাংহাই চীনের বাণিজ্য ও ব্যাংকিং কেন্দ্র। চীনের অর্থনৈতিক ক্ষেত্রে সাংহাই-এর ভূমিকা অদ্বিতীয়।

  • সাক্ষাত্কার
  • সর্বশেষ সংবাদ
  • অন-লাইন জরীপ
     
    © China Radio International.CRI. All Rights Reserved.
    16A Shijingshan Road, Beijing, China