২০১০ সালের সাংহাই বিশ্ব মেলায় অংশ নেয়ার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে বিশ্ব মেলার সাংগঠনিক কমিটির সঙ্গে সাংহাইয়ে ১০ জুলাই সকালে চুক্তি স্বাক্ষর করেছে।এর মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র হলো সাংহাই বিশ্ব মেলার ২১২তম অংশগ্রহণকারী দেশ।
২০১০ সালের সাংহাই বিশ্ব মেলা আগামি বছরের ১ মে থেকে ৩১ অক্টোবর পর্যন্ত সাংহাইয়ে অনুষ্ঠিত হবে।সাংহাই বিশ্ব মেলায় যুক্তরাষ্ট্রের প্রদর্শনী ভবনের প্রধান প্রতিনিধি হোসে ভিলারিয়েল বলেছেন, যুক্তরাষ্ট্রের প্রদর্শনী ভবন নির্মানে ৬ কোটি ১০ লাখ মার্কিন ডলার ব্যয় করা হবে।
যুক্তরাষ্ট্রের প্রদর্শনী ভবনের ডিজাইনের কাজ ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রদর্শনীর প্রতিপাদ্য হচ্ছে "টেকসই উন্নয়ন, দলগত কার্যক্রম, স্বাস্থ্য ও পরিবেশ রক্ষা এবং যুক্তরাষ্ট্র প্রবাসীচীনা কমিউনিটি"। ভবনটির আয়তন ৬০০০ বর্গ মিটার।এটা এবারের বিশ্ব মেলার প্রদর্শনী বৃহত্তম ভবনগুলোর মধ্যে অন্যতম।(থোং ইয়ুন ফোং) |