v চীনের বিশ্ব কোষv চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগ
দীর্ঘকাল ধরে আমাদের অনুষ্ঠান শুনে আসছেন
2009-07-09 20:02:35
বাংলাদেশের মাগুরা জেলার শ্রোতা মো: আশারফুল ইসলাম তার চিঠিতে লিখেছেন, আমি চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠানের একজন নিয়মিত ও পুরাতন শ্রোতা। আমি অনেক দিন যাবত সি আর আই অনুষ্ঠান শুনে আসছি। আমার কাছে সি আর আই-এর প্রচারিত প্রতিটি অনুষ্ঠান বতর্মানে খুবই আকর্ষনীয় ও চমত্কার মনে হয়েছে। সি আর আই এর সংবাদ বর্তমানে আমার ক্লাবের প্রতিটি সদস্যের কাছে আকর্ষনীয় হয়ে উঠেছে। বতর্মানে চীন আন্তর্জাতিক বেতারে যে সব অনুষ্ঠান প্রচারিত হয়েছে সে সব অনুষ্ঠান আমার ও আমার ক্লাবের সদস্য ও সদস্য্যার কাছে খুবই ভাল লাগছে।

প্রিয় শ্রোতা বন্ধুরা, ধন্যবাদ আমাদের বাংলা অনুষ্ঠান শোনার জন্য। আপনি আমাদের একজন নিয়মিত শ্রোতা । দীর্ঘকাল ধরে আমাদের অনুষ্ঠান শুনে আসছেন। শুধু নিয়মিত অনুষ্ঠান শুনে থাকেন তা নয় নিয়মিত আমাদের চিঠিও লিখে থাকেন। শ্রোতাদের আন্তরিক সহযোগিতার ফলে আমাদের অনুষ্ঠান আগের চেয়ে উন্নত হয়েছে। আশা করি আগের মতো ভবিষ্যতেও আমাদের অনুষ্ঠান শুনবেন। আমাদের অনুষ্ঠান সর্ম্পকে কোনো মতামত থাকলে সঙ্গে সঙ্গে আমাদের চিঠি লিখে জানাবেন।

ভারতের আসাম জেলার শ্রোতা আব্দুল মোতালেব তার চিঠিতে লিখেছেন, প্রথমেই স্বাগতম জানাই সি আর আই-এর বাংলা বিভাগের সকল কর্মীকে। আমি সি আর আই-এর বাংলা অনুষ্ঠানের একজন পুরানো ও নিয়মিত শ্রোতা। খুব ভালে আপনাদের প্রতিটি অনুষ্ঠান। কোন দিন ভুলতে পারবনা বাংলা বেতারটিকে। চীনা ভাষা শিক্ষা পর্বটি খুব ভালো লাগে। আমি অনেক চীনা ভাষা শিখেছি। কিন্তু শুদ্ধ হয় কিনা জানি না। যাতে শুদ্ধভাবে শিখতে পারি তার জন্য আপনারা চীনা ভাষার পাঠগুলো বাংলা ভাষায় একটি বই তৈরি করুন। আশা করি তাতে আমার মতো অনেক শ্রোতাই সফলভাবে ভাষা শিখতে পারবে। প্রত্যেককে একটি করে বই ;দেবেন।

প্রিয় বন্ধু , ধন্যবাদ আমাদের অনুষ্ঠান মনোযোগ দিয়ে শোনার জন্য। যে দিন আমাদের চীনা ভাষা শিক্ষার অনুষ্ঠান প্রচার হয় সে দিন থেকেই এ অনুষ্ঠান আমাদের শ্রোতাদের কাছে একটি জনপ্রিয় অনুষ্ঠান হয়ে উঠেছে। এর আগে অনেক শ্রোতা তাদের চিঠিতে চীনা ভাষা শিক্ষার বই পাঠাতে অনুরোধ করেছেন। আসলে আমরা এ জন্য চেষ্টা করছি। কিন্তু এ সব বই ছাপানো সি আর আই কর্তৃপক্ষের সিদ্ধান্ত । আমরা শ্রোতাদের অনুরোধের কথা কর্তৃপক্ষকে জানিয়েছি। আশা করি অদূর ভবিষ্যতে চীনা ভাষা শিক্ষার বই ছাপানো হবে । তখন আমরা অবশ্যই প্রত্যেক শ্রোতাকে একটি করে এই বই পাঠাবো। আশা করি নিয়মিতি আমাদের অনুষ্ঠান শুনবেন। চীন সর্ম্পকে কোনো প্রশ্ন থাকলে এবং আমাদের অনুষ্ঠান সর্ম্পকে কোনো পরামর্শ থাকলে সঙ্গে সঙ্গে আমাদের চিঠি লিখে জানাবেন। কারণ আমাদের অনুষ্ঠান আরও উন্নত করার জন্য শ্রোতাদের আন্তরিক সহযোগিতা অত্যন্ত প্রয়োজন।

বাংলাদেশের পাবনা জেলার শ্রোতা এস এম আবদুল্লাহ রানা তার চিঠিতে লিখেছেন, বতর্মান বিশ্বে সি আর আই অনুষ্ঠান সম্প্রচারের ক্ষেত্রে এক বৈপ্লবিক পরিবর্তন ঘটিয়েছে। আমি বলবো এ এক বিস্ফোরণ। সি আর আই তার প্রতিটি অনুষ্ঠানের সাথে শ্রোতাদের সম্পৃক্ততা সৃষ্টির মাধ্যমে তাদের অন্তরের মনি কোঠায় স্থায়ী আসন করে নিয়েছে। টেলিফোন, ইমেল, চিঠি ইত্যাদি সুবিধা সহ শ্রোতাদের সাথে এমন নিবিড় সখ্যতা আজ অবধি বিশ্বের কোন বেতার স্থাপন করতে সক্ষম হয়নি। শ্রোতাদের প্রতি এত গুরুত্ব আর আন্তরিকতা প্রদর্শন বিশ্বে বিরল। অনুষ্ঠানের গুণগত মান এখন আগের তুলনায় অনেক গুণ বেশী। শিক্ষা, তথ্য আর বিনোদনের অর্পূব সমন্বয়ে চমত্কার অনুষ্ঠান আআদের হৃদয় ছুঁয়ে যায়। ধন্যবাদ তাদের যারা নিরলস পরিশ্রমের মাধ্যমে সুন্দর সুন্দর অনুষ্ঠান সাজিয়ে আমাদের তা উপহার দেন।

শ্রোতা বন্ধু, প্রথমে আমাদের অনুষ্ঠানের ভূয়সী প্রশংসার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আপনি আমাদের অনুষ্ঠানের একজন নিয়মিত শ্রোতা। আমরা নিয়মিত আপনার কাছ থেকে চিঠি পেয়ে থাকি। গত কয়েক বছরে বাংলা বিভাগের সকল কর্মীর প্রচেষ্টা ও ব্যাপক শ্রোতার আন্তরিক সহযোগিতার মাধ্যমে আমাদের বাংলা অনুষ্ঠান আগের তুলনায় উন্নত হয়েছে বটে। কিন্তু আমরা ভালভাবে জানি , আমাদের অনুষ্ঠান আরও সুন্দর করার জন্য অনেক কিছু করার আছে। আশা করি আগের মতো ভবিষ্যতেও আমাদের অনুষ্ঠানের ওপর মনোযোগ রাখবেন। কোনো পরামর্শ থাকলে আমাদের চিঠি লিখে জানাবেন।

বাংলাদেশের বরিশাল জেলার শ্রোতা সানাউল্লাহ কাওছার সাগর তার চিঠিতে লিখেছেন, আমি চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠানের একজন নিয়মিত শ্রোতা। দীর্ঘ দিন ধরে আমি আপনাদের অনুষ্ঠান শুনে থাকি। চীন আন্তর্জাতকি বেতারের বাংলা বিভাগ দিন দিন সমৃদ্ধির বন্দরে পৌছতে চলছে। আমরা সবাই তার আরো উন্নতি কামনা করছি। শ্রোতা সম্মেলনের কথা বলব। প্রতি বছর যাতে শ্রোতা সম্মেলন নিয়মিত হয় সে জন্য অনুরোধ জানাচ্ছি। যেহেতু বাংলাদেশের সব জেলায়ই অসংখ শ্রোতা ক্লাব রয়েছে তাই যাতে সব বিভাগের শ্রোতারা অংশ গ্রহণ করতে পারে সে জন্য ছয় বিভাগেই শ্রোতা সম্মেলন আলাদাভাবে করার জন্য আবেদন করছি। এতে বাংলা বিভাগের প্রচার প্রসার আরো বৃদ্ধি পাবে বলে আমি আশা করি।

শ্রোতা বন্ধু, প্রথমে আমাদের অনুষ্ঠান মন দিয়ে শোনার জন্য অশেষ ধন্যবাদ জানাচ্ছি। আপনি শ্রোতা সম্মেলন আয়োজনের অনুরোধ করেছেন। আমি বলতে চাই আপনার এই প্রস্তাব খুব গঠনমূলক। কিন্তু বিভিন্ন কারণে বাংলাদেশে সি আর আই নিয়মিত শ্রোতা সম্মেলন আয়োজন করতে পারেনি। এটা আমাদের বাংলা বিভাগের কোনো দোষ নয়। বিদেশে শ্রোতা সম্মেলন আয়োজন করা হলে সি আর আই-এর কর্তৃপক্ষের অনুমোদন পেতে হবে। আশা করি , আগামী দু'বছরের মধ্যে বাংলাদেশে বা ভারতের পশ্চিম বাংলায় শ্রোতা সম্মেলন অনুষ্ঠিত হবে। আশা করি আগের মতো ভবিষ্যতেও আমাদের বাংলা অনুষ্ঠান শুনবেন। আমাদের অনুষ্ঠান সর্ম্পকে কোনো মতামত থাকলে সঙ্গে সঙ্গে আমাদের চিঠি লিখে জানাবেন। কারণ আমাদের অনুষ্ঠান আরও সুন্দর করার জন্য শ্রোতাদের আন্তরিক সহযোগিতা দরকার।

বাংলাদেশের চাঁপাই নবারগঞ্জ জেলার শ্রোতা আব্দুল মান্নান তার চিঠিতে লিখেছেন, আমাদের আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন গ্রহণ করুন। আমরা আপনাদের বাংলা অনুষ্ঠানের নিয়মিত শ্রোতা। আপনাদের প্রচারিত বাংলা অনুষ্ঠান প্রত্যেক দিন নিয়মিত শুনি। সি আর আই-এর প্রতি পরিবেশনা অত্যন্ত আকর্ষনীয় যা প্রতি দিন শুনতে চাই। কোন দিন অনুষ্ঠান শোনা থেকে যাতে বঞ্চিত না হই সে কারণে আপনাদের অনুষ্ঠান ৪ বার পুন:প্রচার করা হয। আপনাদের প্রচারিত বাংলা অনুষ্ঠান প্রত্যেকটি ফ্রিখুয়েসিতে খুব পরিস্কার ও স্বচ্ছভাবে শোনা যাচ্ছে। অনুষ্ঠান খুব পরিস্কার শোনা গেলে অনুষ্ঠান শুনতে খুব ভাল লাগে। বিভাগীয় পর্যায়ে শ্রোতা সম্মেলন করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আশা করি আপনারা রাজশাহীতে শ্রোতা সম্মেলন করবেন।

প্রিয় আব্দুল মান্নান ভাই। আপনি আমাদের একজন ভক্ত শ্রোতা। আমরা প্রায়ই আপনার কাছ থেকে চিঠি পেয়ে থাকি। আপনি চিঠিতে শ্রোতা সম্মেলনের কথা উল্লেখ করেছেন। আপনার এই প্রস্তাব অবশ্যই খুব ভাল এবং গঠনমূলক। কিন্তু বিদেশে কোনো শ্রোতা সম্মেলন করা হলে সি আর আই-এর কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া করা সম্ভব নয়। সাধারণত প্রতি বছর কোন কোন দেশে শ্রোতা সম্মেলন অনুষ্ঠিত হয় সে সম্পর্কে সি আর আই কর্তৃপক্ষের পরিকল্পনা আছে। বাংলাদেশের বিভাগীয় পর্যায়ে শ্রোতা সম্মেলন করার জন্য আমরা নিরলস প্রচেষ্টা চালিয়ে আসছি। আশা করি অদূর ভবিষ্যতে আমাদের এ আশা-আকাংখা বাস্তবায়িত হবে।

  • সাক্ষাত্কার
  • সর্বশেষ সংবাদ
  • অন-লাইন জরীপ
     
    © China Radio International.CRI. All Rights Reserved.
    16A Shijingshan Road, Beijing, China