v চীনের বিশ্ব কোষv চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগ
হাংচৌয়ের পশ্চিম হ্রদ পৃথীবির স্বর্গ
2009-07-09 19:53:08

    এখন যদিও বসন্তকালের লাল পীচ ফুল এবং সবুজ উইলো গাছের দিন চলে গেছে। তবুও গ্রীষ্মকালের সু তি'র সৌন্দর্য্য মোটেও কমে যায়না। পর্যটকরা অবশ্যই এখানে আসবে। প্রাণ ভরে দেখবে।

    পেইচিং অলিম্পিক গেমসের পর এখন সাংহাই বিশ্ব মেলা হতে যাচ্ছে। পশ্চিম হ্রদ দর্শনীয় স্থানের কর্মীরা প্রস্তুতি নিয়ে বিশ্বের বিভিন্ন এলাকার পর্যটকদেরকে আরো ভালোভাবে সেবা প্রদান করবেন। চাও ইউয়ান ছেন সু তি এলাকায় একটি পর্যটন স্মারক জিনিসের দোকান চালান। তিনি এবং দোকানের অন্য সদস্যরা ইংরেজী, জাপানী, দক্ষিণ কোরিয়া এবং মালয়েশিয়াসহ পাঁচ ছয়টি ভাষায় বিদেশী অতিথিদের সঙ্গে সহজে কথা বলতে পারেন। তিনি বলেন,

    সু তি দর্শনীয় স্থানে বিদেশী পর্যটকের সংখ্যাই বেশি। সাধারণ সময়ের চেয়ে অনেক বেশি। ভালো সেবা এবং মৌলিক যোগাযোগের জন্য আমাদের এখানকার কর্মীদের বিদেশী ভাষায় কথা বলার অনুরোধ আছে। কমপক্ষে ছয় সাতটি দেশের ভাষায় তাদের কথা বলতে হয়। কেন? কারণ ভাষা না বুঝলে তাদের কথা আমরা বুঝবো না। আমরা ভাষা বুঝি, তারা জানবে যে, চীনা জনগণ খুব অতিথি পরায়ণ। আমাদের ব্যবসার জন্যও তা খুব ভালো।

    চাও ইউয়ান ছেন ব্যাখ্যা করে বলেন, পর্যটকরা সু তি'তে অতিসূক্ষ্ম ও সুন্দর পশ্চিম হ্রদের সিল্ক ছাপা বা চন্দনকাঠের সংকোচনযোগ্য ছাপাসহ বিভিন্ন স্মারক জিনিস কেনার পর বিভিন্ন উপায়েও পশ্চিম হ্রদের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ করতে পারেন। এর মধ্যে একটি হলো সাইকেলে করে হ্রদের চারপাশ ভ্রমণ করা।

    গত বছরের ১ মে থেকে হাংচৌ পৌর সরকার শহরের কেন্দ্রে এবং দর্শনীয় স্থানে ২ হাজারেরও বেশি সাইকেল রেখেছে। প্রথম অধা ঘন্টা হচ্ছে ফ্রি। ১ ঘন্টা পর ২ ইউয়ান। ভাড়া নেয়ার পদ্ধতিও খুব সহজ। এখন অনেক পর্যটক এই ধরনের সহজ, পরিবেশ সংরক্ষণ ও জনপ্রিয় উপায়কে পছন্দ করছেন।

    সংবাদদাতার সঙ্গে পশ্চিম হ্রদের দশটি বিখ্যাত দর্শনীয় স্থান—'হুয়া কাং মাছ দেখা' এলাকার চিয়াংসু প্রদেশের যুব পর্যটক সোংয়ের কথা হয়। তার মনে হয়, সাইকেলে করে সুবিধাজনকভাবে পশ্চিম হ্রদের সুন্দর দৃশ্য উপভোগ করা 'সবুজ অলিম্পিক গেমস' এই ধারণার সঙ্গে সংগতিপূর্ণ। তিনি বলেন,

    কারণ এটা সবুজ পরিবেশ সংরক্ষণের পাশপাশি সস্তাও বটে। আসলে এ ছাড়া আমাদের মত যুবকদের নিজেদের শরীর চর্চাও হয়ে থাকে। এখানে ভাড়ার সাইকেল খুব সুবিধাজনক এবং সস্তা।

    হাংচৌ চীনের দক্ষিণ-পূর্ব উপকূলীয় এলাকা এবং পেইচিং-হাইচৌ বৃহত্তম খালের সবচেয়ে দক্ষিণ দিকে অবস্থিত শহর। ত্রয়োদশ শতাব্দীতে ইতালির বিখ্যাত পর্যটক মার্কো পোলো তাকে 'বিশ্বের সবচেয়ে সুন্দর ও ধনী নগর' সিল্ক ও পশ্চিম হ্রদের লৌং চিং চা এবং পশ্চিম হ্রদের মাছ ও তোং পো মাংসসহ বিভিন্ন ঐতিহ্যবাহী সুস্বাদু খাবার থাকা শহর বলে উল্লেখ করেছেন। আপনারা এখানে লোকালয়ের স্বর্গীয় জীবনকে সহজেই উপভোগ করবেন।

    অনুষ্ঠানের শুরুতে আবির্ভাব হওয়া অলিম্পিক গেমসের মশালবাহক এবং পশ্চিম হ্রদের নৌকার জনপ্রিয় নারী মাঝি ইয়াং সিউ পিং আমাদের অনুষ্ঠানের মধ্য দিয়ে বিশ্বের বিভিন্ন এলাকার অতিথি ও বন্ধুদের বিনিতভাবে স্বাগত জানিয়েছেন। তিনি বলেন,

    হাংচৌ-এ ভ্রমণ করুন। পশ্চিম হ্রদ আপনাদেরকে আন্তরিকতার সঙ্গে স্বাগত জানায়।


1 2
  • সাক্ষাত্কার
  • সর্বশেষ সংবাদ
  • অন-লাইন জরীপ
     
    © China Radio International.CRI. All Rights Reserved.
    16A Shijingshan Road, Beijing, China