v চীনের বিশ্ব কোষv চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগ
ইউরোপের আদর্শ গীতিনাট্য চীনে আরো সমৃদ্ধ হচ্ছে
2009-07-08 21:06:08

    ১৮৫১ সালে ইতালির সুরকার জিউসেপে ভেরদি "রিগোলেত্তো" নামে গীতিনাট্য সৃষ্টি করেছেন এবং পরিবেশনা খুব সফল হয়েছে। ফলে ভেরদি সত্যিকারভাবেই বিশ্বের মহান সুরকারের সারিতে রয়েছেন। বর্তমান ভেরদির এই বিখ্যাত শিল্পকর্ম "রিগোলেত্তো" পেইচিংয়ে ধারাবাহিকভাবে চার বার পরিবেশনের পর ২১ জুন সাফল্যের সঙ্গে শেষ হয়েছে। "রিগোলেত্তো" নামে গীতিনাট্য ইতালির পারমা রোয়োল অপেরা হাউস এবং চীনের জাতীয় থিয়েটারের যৌথ উদ্যোগে তৈরী করা হয়। এটি হচ্ছে চীনের জাতীয় থিয়েটারের প্রথম গীতিনাট্য ঋতুর একটি অনুষ্ঠান। চলতি বছরের এপ্রিল মাস থেকে জুলাই মাস পর্যন্ত ১৩টি দেশি বিদেশী গীতিনাট্য চীনের জাতীয় থিয়েটারে যথাক্রমে অনুষ্ঠিত হচ্ছে। পশ্চিম থেকে উদ্ভূত হওয়া গীতিনাট্য সুপ্রাচীন চীনকে মুদ্ধ করছে।

    ইতালির ভেনিস অপেরা হাউসের দু'শ ইতিহাস রয়েছে। বিশ্বের বিভিন্ন স্থানে তাদের পরিবেশিত পুসিনি অপেরা "ম্যাডাম বাটারফ্লাই"-এর ২৩টি সংস্করণ এবং এক'শরও বেশি পরিবেশনা রয়েছে। জুন মাসের প্রথম দিকে "ম্যাডাম বাটারফ্লাই" চীনে পরিবেশিত হয়। চীনের নারী গায়িকা চাং লি পিং এ গীতিনাট্যের প্রধান চরিত্রের ভূমিকায় অভিনয় করেন। তিনি প্রাচ্য নারীর বিশেষ সূক্ষ্ম মর্ম দিয়ে ম্যাডাম বাটারফ্লাই-এর জটিল ও পরিবর্তনশীল ভাবমূর্তি প্রকাশ করেন। তাই পশ্চিমা গীতিনাট্য তাঁকে "চীনের ম্যাডাম বাটারফ্লাই" বলে। এবারে চাং লি পিং ভেনিস অপেরা হাউসের সঙ্গে সহযোগিতা করে চীনের জাতীয় থিয়েটারে পরিবেশন করেন। তিনি উদ্দীপ্ত হয়েছেন। তিনি বলেন,

    এ ধরণের অনুভূতি খুব ভালো। একজন চীনা হিসেবে আমি ইতালির শিল্প দল নেতৃত্ব করে চীনের সবচেয়ে সুন্দর ও মহান স্থাপনায় ইতালির আদর্শন গীতিনাট্য পরিবেশন করি। আমার জন্য এর বিশেষ তাত্পর্য রয়েছে।

    চীনে ভেনিস অপেরা হাউসের পরিবেশিত "ম্যাডাম বাটারফ্লাই" হচ্ছে একটি সর্ব নতুন সংস্করণ। আসলে গত শতাব্দীর ৭০ দশকে চীনের সংস্কার ও মুক্তদ্বার নীতি চালু হওয়ার পর থেক চীনের সঙ্গে পশ্চিমা গীতিনাট্যের বিনিময় যেন এক জোড়া তরুণ-তরুণীর মতো। তারা অচেনা থেকে ধীরে ধীরে পরস্পরকে ভালোবাসা করেন। ফলে চীনের জাতীয় থিয়েটারের এক'শরও বেশি দিনব্যাপী গীতিনাট্য ঋতু সৃষ্টি করা হয়।

    চীনের বিখ্যাত গায়ক তেই ইউ ছিয়াং এবারের গীতিনাট্য ঋতুর জনপ্রিয় করে তোলার দূতের দায়িত্ব পালন করেন। তিনি আগে কয়লা-খনির একজন কর্মী ছিলেন। তিনি গ্রামাঞ্চলে লেখাপড়ার সময় রেডিওর মাধ্যমে লুসিয়ানো পাভারোত্তির আকর্ষনীয় কন্ঠস্বর শুনেছিলেন। ১৯৮৬ সালে পাভারোত্তি প্রথমবারের মতো চীনে পরিবেশনের সময় তেই ইউ ছিয়াংয়ের টিকিট কেনার টাকা ছিলো না। তাই তিনি থিয়েটারের বাইরে শুনেছিলেন। গীতিনাট্যের প্রতি তাঁর গভীর আগ্রহ রয়েছে। প্রচেষ্টার মাধ্যমে তিনি একজন গায়ক হন। তা ছাড়া, তিনি পাভারোত্তির কাছে লেখাপড়া করেন এবং বিশ্ব গায়ক রাজার প্রথম এশীয় শিক্ষক হন। চীনের জাতীয় থিয়েটারের গীতিনাট্য ঋতুতে তেই ইউ ছিয়াং উদ্বোধনী অনুষ্ঠানের পরিবেশনা "তোস্কার" প্রধান চরিত্রের দায়িত্ব গ্রহণ করেন। নিজের লেখাপড়া ও গীতিনাট্য গাওয়ার অভিজ্ঞতা প্রসঙ্গে তিনি বলেন,

    একজন মানসম্মত গীতিনাট্য গায়ক হিসেবে ইতালি জনগণের চেয়ে চীনা জনগণকে দশ'গুণের প্রচেষ্টা চালাতে হবে। কারণে অধিকাংশ গীতিনাট্যের ইতালি ভাষা দিয়ে গাইতে হবে। তাই আমদের ইতালি জনগণের মতো মানদন্ড ইতালি ভাষা দিয়ে গাইতে হবে।

    তেই ইউ ছিয়াং এবং চাং লি পিংয়ের মতো বিশ্বের গীতিনাট্য মঞ্চে সক্রিয় রওয়া চীনা গায়ক-গায়িকার সংখ্যা দিন দিন বাড়ছে। তাঁরা পশ্চিমা গীতিনাট্য শেখার সময় বেশি প্রচেষ্টা চালান এবং গীতিনাট্য পরিবেশনের সময় চীনাদের বিশেষ ভাবানুভূতি এবং প্রকাশের উপায় মেশান। ফলে গীতিনাট্য এই পশ্চিমা ঐতিহ্যবাহী শিল্পে এক ধরণের বিশেষ নতুন মর্ম দেখা দিয়েছে।

    এ ছাড়াও, বেশি সংখ্যক শিল্পীরা স্বদেশে রেখে চীনা দর্শকদের জন্য গীতিনাট্য পরিবেশন করেন। চীনের জাতীয় থিয়েটারের গীতিনাট্য ঋতুর ১৩টি অনুষ্ঠানের মধ্যে অধিকাংশই হচ্ছে চীনাদের নিজ উদ্যোগে পরিবেশিত হয়। এর মধ্যে রয়েছে পুসিনির অপেরা "তুরান্দোত" এবং ফ্রান্সের বিজেতের গীতিনাট্য "কারমেন" প্রভৃতি।

    চীনের বিখ্যাত পরিচালক ছেন সিন ই পুসিনির অপেরা "কারিয়ার আর্টিস্টের" প্রেক্ষাপট চীনের আধুনিক শিল্পের অধ্যূষিত অঞ্চল পেইচিং ৭৯৮ শিল্প অঞ্চলে রেখেছেন। ছেন সিন ই মনে করেন, আসল শিল্পকর্মে প্যারিসের লাতিন অঞ্চলের তরুণ-তরুণীদের বর্ণনা করা হয়। চীনে এ গীতিনাট্য পরিবেশন করায় আজকের চীনা শিল্পদের মাধ্যমে প্রকাশ করা বাস্তব তাত্পর্যসম্পন্ন। তিনি বলেন,

    আমার পশ্চিমা গীতিনাট্য পরিচালনার একটি সবচেয়ে গুরুত্বপূর্ণ মতলব হচ্ছে চীনা দর্শকদের গীতিনাট্যের অর্থ বুঝিয়ে দেয়া। ফলে সাধারণ মানুষরা বিদেশী সঙ্গীত উপভোগ করতে পারেন না তবুও সঙ্গীতের গল্প বুঝতে পারেন।

    দীর্ঘস্থায়ী ধরে গীতিনাট্যকে এক বিলাসী শিল্প ধরণ বলে মনে করা হয় এবং শুধুমাত্র অল্পসংখ্যক জনগণের জন্য সেবা করা যায়। কিন্তু চীনে গীতিনাট্যের অনুরাগীরা অধিক থেকে অধিকতর হচ্ছে। আরো বেশি লোক থিয়েটারে প্রবেশ করা এবং গীতিনাট্য উপভোগ করা হচ্ছে চীনের জাতীয় থিয়েটারের গীতিনাট্য ঋতু আয়োজনের গুরুত্বপূর্ণ লক্ষ্য। জাতীয় থিয়েটার প্রকাশ্যে প্রদর্শনী আয়োজন এবং গীতিনাট্যের কিছু অংশ প্রদর্শনের মাধ্যমে গীতিনাট্যকে জনপ্রিয় করে তুলছে। এ পর্যন্ত এক লাখেরও বেশি দর্শক নানা ধরণের তত্পরতায় অংশ নিয়েছেন। ছেন ইং নামে একজন হোলে গীতিনাট্যের একটি অংশ উপভোগ করছেন। তিনি সংবাদাদাতাদের বলেন,

    আমরা গান গাওয়ার অনুরাগীরা। আমাদের একজন শিক্ষক আছেন। তিনি আমাদেরকে গীতিনাট্য গাইতে শিক্ষাদান করেন। আমি গীতিনাট্যও পছন্দ করি। আমি মনে করি, গীতিনাট্য উপভোগ করা ভাব-মানসের জন্য এক ধরণের পুষ্টি।

    ভালো অর্থনৈতিক ভিত্তি থাকায় চীনারা বৈচিত্র্যময় মানসিক সাংস্কৃতিক জীবন অন্বেষণ করছেন। বিশাল সাংস্কৃতিক বাজার ব্যাপক বিখ্যাত বিদেশী শিল্প দলের দৃষ্টি আকর্ষণ করেছে। গীতিনাট্য ঋতুর সময় বিশ্বের বিখ্যাত গীতিনাট্য ফোরাম পেইচিংয়ে আয়োজিত হবে। ৯টি দেশের ১১টি গীতিনাট্য থিয়েটারের পেশাগত লোকেরা সমাবেশিত হয়ে সহযোগিতা ও বিনিময়ের নতুন বিষয় নিয়ে আলোচনা করবেন। ইতালির ভেনিস অপেরা হাউসের শিল্প চীফ ইনস্পেক্টার ফোরতুনাতো ওরতোমবিনা চীনের সঙ্গে সহযোগিতার ভবিষ্যতের ওপর ভসরা রেখেছেন। তিনি বলেন,

    আমরা তৃতীয় বারের মতো পেইচিংয়ে এসেছি। গত বার ছিলো ২০০৬ সালে চীনে "লা ত্রাভিয়াতা" পরিবেশনের সময়। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো চীনে ব্যাপক দর্শক রয়েছেন। আমাদের জন্য এটি হচ্ছে খুব ভালো জ্বালানীসম্পদ। আমার সহযোগিতার মাধ্যমে গীতিনাট্য তৈরী করি। আমি ভবিষ্যতের ওপর ভরসা রাখছি। আমাদের আরো বেশি সহযোগিতার সম্ভাবনা রয়েছে।

    জানা গেছে, চীনের জাতীয় থিয়েটার আরো জানিয়েছে, চীনা দর্শকদের জন্য ইতালির পারমা রোয়াল অপেরা হাউসের বয়ে আনা "রিগোলেত্তো" গীতিনাট্য শুধুমাত্র একটি সূচনা। ১৮০ বছর ইতিহাসসম্পন্ন এই অপেরা হাউস চীনের জাতীয় থিয়েটারের সঙ্গে চুক্তি স্বাক্ষর করবে। অনুমাণ করা যাচ্ছে যে, ভবিষ্যতে জাতীয় থিয়েটারের সঙ্গে এ অপেরা হাউসের আরো ঘনিষ্ঠ সহযোগিতা হবে। (লিলি)

  • সাক্ষাত্কার
  • সর্বশেষ সংবাদ
  • অন-লাইন জরীপ
     
    © China Radio International.CRI. All Rights Reserved.
    16A Shijingshan Road, Beijing, China