v চীনের বিশ্ব কোষv চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগ
রাখালিয়া গান
2009-07-07 22:38:37

কণ্ঠ শিল্পী দেদেমা

 এটা হচ্ছে মঙ্গোলীয় জাতির ব্যাপক প্রচলিত একটি লোকসংগীত। গানের কথা এমনঃ 'নীল আকাশে সাদা মেঘ ভাসছে। সাদা মেঘের নিচেই সাদা মেষ হেঁটে বেড়াচ্ছে। এক গুচ্ছ সাদা মেষ দেখতে যেন রূপালী আলোর মতো তৃণভূমিতে ছড়িয়ে পড়ছে। দেখতে সত্যিই অপূর্ব।'

    এ রাখালিয়া গানটি গেয়েছেন চীনের মঙ্গোলীয় জাতির বিখ্যাত কণ্ঠ শিল্পী দেদেমা। বিংশ শতাব্দীর ৭০'র দশক থেকেই তিনি চীনের জাতিগত সঙ্গীতের মঞ্চে ব্যস্ত রয়েছেন। তিনি মঙ্গোলীয় জাতির লোকসংগীতে পারদর্শীতার পাশাপাশি পশ্চিমা বিশ্বের গীতিনাট্যও ভালোভাবে পরিবেশন করতে পারেন। তিনি চীনের নানা ধরনের সংগীত প্রতিযোগিতায় বহু বার পুরস্কার পেয়েছেন। তাঁর গাওয়া অনেক গান জনসাধারণের জনপ্রিয় গানে পরিণত হয়েছে। সংগীতের দূত হিসেবে তিনি চীনের শিল্পী দলের সঙ্গে পরপর যুক্তরাষ্ট্র, জাপান ও ফিলিপাইনসহ বিশটিরও বেশি দেশ ও অঞ্চল সফর করেছেন। তাঁর চমত্কার গানের কৌশল দেশের জন্য গৌরব বয়ে এনেছে। একজন শিল্পী ও একজন মানুষ হিসেবে তিনি অসংখ্য শ্রোতার সমাদর পেয়েছেন। দেদেমাকে 'চীনের সংগীত জগতের চিরহরিত গাছ' বলে অভিহিত করা হয়। (ইয়ু কুয়াং ইউয়ে)

  • সাক্ষাত্কার
  • সর্বশেষ সংবাদ
  • অন-লাইন জরীপ
     
    © China Radio International.CRI. All Rights Reserved.
    16A Shijingshan Road, Beijing, China