v চীনের বিশ্ব কোষv চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগ
সংখ্যালুঘ জাতির শিশুসন্তানদের দু'ভাষায় শিক্ষা গ্রহণ
2009-07-06 20:13:25
উত্তর পশ্চিম চীনের সিন চিয়াং উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চল একটি বহু জাতির বসবাসের অঞ্চল। উইগুর জাতি, হান জাতি, হাসাকো জাতি ও মঙ্গোলীয় জাতিসহ ৪০টিরও বেশি জাতির লোক এখানে বসবাস করেন। বিভিন্ন জাতির বিনিময় ত্বরান্বিত ও অভিন্ন উন্নয়ন লক্ষ্য বাস্তবায়ন করার জন্য সাম্প্রতিক বছরগুলোতে স্থানীয় সরকার সংখ্যালঘু জাতির ভাষা ও চীনা ভাষায় শিক্ষাদানকে গুরুত্ব দেয়। দু'ভাষার মাধ্যমে শিক্ষাদানের পদ্ধতিতে সংখ্যালঘু জাতির শিশুসন্তানদের জ্ঞান আরো সুষ্ঠুভাবে বিকম্পিত হচ্ছে।

সিন চিয়াং উইগুর জাতি স্বায়ত্তশাসিত অঞ্চলের শাছে জেলায় ৯৬ শতাংশই হচ্ছে উইগুর জাতির লোক । এখানকার চীনা ভাষা জানা সংখ্যা কম। তবে এ জেলার বোশিকানটে গ্রামের দু'ভাষায় শিক্ষাদান প্রাথমিক স্কুলের শিশুরা সুষ্ঠুভাবে চীনা ভাষায় আমাদের সংবাদদাতার সাথে কথা বলেছে। (১)

সাত বছর বয়সী মাইমাইটি ও তার সহপাঠীরা চীনা ভাষা কোর্সে লেখাপড়া করছে। সে আশা করে, চীনা ভাষায় লেখাপড়ার মাধ্যমে চীনা ভাষায় হান জাতির শিশুদের কাছে সে সিন চিয়াংয়ের সুন্দর নৈসর্গিক দৃশ্য বর্ণনা করতে পারবে এবং বিনিময়ের মাধ্যমে হান জাতি ও অন্যান্য জাতির শিশুদের জীবনযাপনের অবস্থা সম্পর্কে জানতে পারবে। সে বলেছে, (২)

চীনা ভাষায় লেখাপড়ার মাধ্যমে আমি হান জাতির শিশুদের বন্ধুতে পরিণত হতে পারি।

এ প্রাথমিক স্কুলের উপাচার্য হুয়াং মিং আমাদের সংবাদদাতাকে বলেছেন, ১২ বছর আগে তিনি এ স্কুল প্রতিষ্ঠা করেন। তখন বহু সংখ্যালঘু জাতির লোক কৃষি ক্ষেত্রের শ্রেষ্ঠ প্রযুক্তির ওপর লেখাপড়ার মাধ্যমে ধনী হয়ে উঠতে চায়। তবে এসব প্রযুক্তিগত বই চীনা ভাষায় প্রকাশিত হয়েছে। সুতরাং কৃষকরা আশা করেন, তাদের ছেলে মেয়েরা চীনা ভাষায় লেখাপড়ার মাধ্যমে আরো বেশি জ্ঞান অর্জন করতে পারবে। ১২ বছরের উন্নয়নের মাধ্যমে এ প্রাথমিক স্কুলটি সিন চিয়াং দু'ভাষা শিক্ষাদানের প্রাথমিক স্কুলের দৃষ্টান্তে পরিণত হয়েছে। চীনা ভাষা ও উইগুর জাতির ভাষার মাধ্যমে সাহিত্য, ইংরেজী, গণিতবিদ্যা , চিত্রকলা ও সংগীতের প্রশিক্ষণ কোর্স চালু করা হয়েছে। তৃতীয় বর্ষ থেকে ছাত্র-ছাত্রীরা উইগুর জাতির ভাষার কোর্স শেখে। ছাত্র-ছাত্রীরা সার্বিক উন্নয়নের পাশাপাশি নিজেদের জাতির ভাষা ও সংস্কৃতিও ভুলে যায় না। এখানকার ছাত্র-ছাত্রীরা বহু ভাষা বোঝায় শ্রেষ্ঠ সাফল্যের মাধ্যমে উন্নত অঞ্চলে প্রবেশ করে লেখাপড়া করছে। চীনা ভাষায় লেখাপড়ার মাধ্যমে তারা নিজেদের ভাগ্য পরিবর্তন করেছে। এটি দুটি ভাষায় শিক্ষাদানের উপায়ের মধ্যে ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে। উপাচার্য হুয়াং বলেছেন, (৩)

আমি মনে করি, হান ভাষা ও উইগুর জাতির ভাষা শিক্ষার মাধ্যমে উইগুর জাতির লোকেরা দারিদ্র্য দূর করেছে এবং ধনী হয়ে উঠেছে।

২০০৪ সাল থেকে সিন চিয়াং উইগুর জাতি স্বায়ত্তশাসিত অঞ্চলে দুটি ভাষায় শিক্ষাদানের উপায় বাস্তবায়নের কাজ শুরু করেছে। এ উপায়ের লক্ষ্য হলো প্রতিটি ছেলে মেয়ে মাধ্যমিক স্কুলে সুষ্ঠুভাবে চীনা ভাষা বলতে ও বুঝতে পারে। এটি বিশ্ববিদ্যালয়ে শিক্ষা গ্রহণের ক্ষেত্রে ভালো ভিত্তি সৃষ্টি করেছে। এ পর্যন্ত ৩০ শতাংশ সংখ্যালঘু জাতির ছাত্র-ছাত্রী দু'ভাষায় শিক্ষা গ্রহণ করেছে। সিন চিয়াং উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চলের শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ২০০৫ সাল থেকে সিন চিয়াং সরকার দু'ভাষায় প্রি-স্কুল শিক্ষার জন্য ২০ কোটি ৬০ লাখ ইউয়ান বরাদ্দ দিয়েছে। এ থেকে সংখ্যালঘু জাতির তিন লাখ ৩৩ হাজার প্রি-স্কুল শিশুরা সুযোগ পেতে পারে।

বর্তমানে কম্পিউটার আরো বেশি ব্যবহার করা হয়েছে। সংখ্যালঘু জাতির লোকেরা চীনা ভাষায় ওয়েবসাইটের মাধ্যমে বাইরের অবস্থা জানে। কাশ এলাকার ইয়ে ছেং জেলার ইটিমুখোং গ্রামের মাধ্যমিক স্কুলের দ্বিতীয় বর্ষের ছাত্র-ছাত্রীরা কম্পিউটার কোর্সের প্রশিক্ষণ পেয়েছে। এ স্কুলের সব ছাত্র-ছাত্রী উইগুর জাতির লোক। তবে তারা চীনা ভাষার কোর্সকে গুরুত্ব দেয়। কম্পিউটার কোর্স ছাত্র-ছাত্রীদের পছন্দের কোর্স। ছাত্রী আলিস কুলান বলেছে, (৪)

আমরা চীনা ভাষায় কম্পিউটারে প্রবন্ধ লিখতে পারি এবং ইন্টারনেটের মাধ্যমে বেশি জ্ঞান অর্জন করতে পারি।

দক্ষিণ সিন চিয়াং উইগুর জাতি স্বায়ত্তশাসিত অঞ্চলের হোথিয়েন এলাকা হচ্ছে সিন চিয়াংয়ের বেশি সংখ্যালঘু জাতির লোক বসবাসের এলাকা। এখানকার অবস্থা আমাদের সাংবাদিক দেখেছেন যে, শিশু ছাড়া সবাই এখানে শিক্ষকের শিক্ষাদান ক্লাসে চীনা ভাষা শিখছে।(৫)

আইই কুলির বয়স ৩৬ বছর। দু'বছর আগে থেকে তিনি চীনা ভাষা শিখছেন। তার অনেক বন্ধুও চীনা ভাষা শিখছেন। চীনা ভাষা শেখার পর বাইরের অবস্থা আরো ভালোভাবে জানতে পারেন এবং চীনা ভাষায় ভালো চাকরি পেতে পারেন।

স্থানীয় একজন কর্মকর্তা মাইমাইটি রোজি বলেছেন, দু'ভাষায় সংখ্যালঘু জাতির লোকেরা আরো বেশি তথ্য পেতে পারে এবং অগ্রাধিকারের ভিত্তিতে উন্নত অঞ্চলে তাদের চাকরি পাওয়ার সুযোগ রয়েছে।

চীনা ভাষা শেখার পাশাপাশি সিন চিয়াং উইগুর জাতি স্বায়ত্তশাসিত অঞ্চলের সংখ্যালঘু জাতির ভাষা ও সংস্কৃতি সুরক্ষা ও ব্যবহারকেও গুরুত্ব দেয়। বিভিন্ন ধরণের শিক্ষাদানে সংখ্যালঘু জাতির ভাষা শিক্ষার ব্যবস্থা রয়েছে। বিশেষ করে প্রাথমিক ও মাধ্যমিক স্কুলে উইগুর ও হাসাকোসহ সাতটি ভাষায় শিক্ষাদান করে। সিন চিয়াংয়ে বিভিন্ন পর্যায়ের সরকার সংশ্লিষ্ট নীতি কড়াকড়িভাবে কার্যকর করে। স্বায়ত্তশাসিত অঞ্চলের সরকার ও বিভিন্ন বিভাগের দলিলও উইগুর জাতির ভাষা ও চীনা ভাষায় লিখিত হয়।

সিন চিয়াং গণ প্রকাশনালয় উইগুর ,হান, হাসাকো ও মঙ্গোলিয় জাতিসহ ছ'টি জাতির ভাষা নিয়ে বই প্রকাশ করে। তাছাড়া, সিন চিয়াং জাতীয় ভাষা ও লিখন কমিটিসহ বিভিন্ন সংস্থা গড়ে তুলেছে। যাতে জাতীয় ভাষা ও লিখনের বিজ্ঞানসম্মত গবেষণা করা যায়।

ছাত্র-ছাত্রীদের প্রতি বিশেষ করে পান্ডববর্জিত জায়গায় সংখ্যালঘু জাতির ছাত্র-ছাত্রীদের ভাষা শেখার মাধ্যমে বাস্তব সামর্থ্য উন্নত করেছে। এটি সুন্দর সিন চিয়াং আরো ভালো উন্নয়নের ক্ষেত্রে সুষ্ঠু ভিত্তিরও সৃষ্টি করে।

  • সাক্ষাত্কার
  • সর্বশেষ সংবাদ
  • অন-লাইন জরীপ
     
    © China Radio International.CRI. All Rights Reserved.
    16A Shijingshan Road, Beijing, China