চীনের স্বাস্থ্য মন্ত্রী ছেন চু বলেন , চীন সরকার সবসময় চীনা চিকিত্সা ও ভেষজ উন্নয়নের ওপর বিশেষ গুরুত্ব দিয়ে আসছে এবং একে সমর্থন দিয়ে আসছে । চীন সরকার আইনগত , বিদ্যাগত ও পরিসেবার দিক থেকে চীনা চিকিত্সা ও ভেষজকে পশ্চিমা চিকিত্সা ও ভেষজের সংগে সমান মর্যাদা দিয়ে থাকে ।
চীনা ভাষা শেখার হিড়িক পড়ার পাশাপাশি আরো বেশি বিদেশী ছাত্র-ছাত্রী চীনা ঐতিহ্যবাহী চিকিত্সা ও ভেষজ বিষয়ে লেখাপড়া করতে আগ্রহী হয়ে উঠেছে। পেইচিং চীনা ঐতিহ্যবাহী চিকিত্সা ও ভেষজ বিষয়ক বিশ্ববিদ্যালয় হচ্ছে চারটি প্রথম দফার চীনা ঐতিহ্যবাহী চিকিত্সা ও ভেষজ বিশ্ববিদ্যালয়ের মধ্যে অন্যতম।
বর্তমানে চীনা ঐতিহ্যবাহী চিকিত্সা, চীনা ঐতিহ্যবাহী ভেষজ, আকুপাংচার ও অংগ-সংবাহনসহ নয়টি বিষয়ে শিক্ষা প্রদান করা হয়। বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রথম দিক থেকেই এটি সারা বিশ্বে চীনা ঐতিহ্যবাহী চিকিত্সা সংস্কৃতি প্রচারের দায়িত্ব পালন করে যাচ্ছে।
এখন চীনের ইয়ুন নান প্রদেশ চীনা পদ্ধতির চিকিত্সা ও ওষুধের উন্নয়নকে এগিয়ে নেয়ার লক্ষ্যে যথাসাধ্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। দেশি-বিদেশী ছাত্রছাত্রীরা এ বিষয়ে শেখার লক্ষ্যে চীনে চলে আসে।
1 2 |