
চীনের আন্তর্জাতিক অর্থনৈতিক বিনিময় কেন্দ্রের উদ্যোগে ২ জুলাই আন্তর্জাতিক থিংক ট্যাংক শীর্ষ সম্মেলন পেইচিংয়ে শুরু হয়েছে। বিশ্বের ৩০টি শীর্ষ থিংক ট্যাংক সংস্থার প্রতিনিধি, বিভিন্ন দেশের ১০০জনেরও বেশি সাবেক প্রধান এবং বিশ্বের ৫০০টি সবচেয়ে শক্তিশালী কম্পানি'র প্রধান নির্বাহী কর্মকর্তারা এতে অংশ নিচ্ছেন। এখনকার বিশ্ব মন্দাবস্থার পরিপ্রেক্ষিতে এ সম্মেলনে বিশ্বের শীর্ষ বুদ্ধিজীবী গোষ্ঠী নিজ নিজ চিন্তাভাবনা ভাগাভাগি করছে।
এবারের শীর্ষ সম্মেলন তিন দিন চলবে। এর বিষয়বস্তু হলো "মানব জাতি'র চিন্তার ভাগাভাগি ও বিশ্বের উন্নয়ন ত্বরান্বিত করা"।
২ জুলাই উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশের নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস ব্যাংকিং ব্যবস্থার অবকাঠামো সংস্কারের ওপর একটি ভাষণ দিয়েছেন।
এ বারের সম্মেলনে অংশ নেয়ার অনুভূতি সম্পর্কে ডক্টর ইউনুস একটি সাক্ষাত্কার দিয়েছেন।

|