v চীনের বিশ্ব কোষv চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগ
জীবনের শুরুতেই আমি এই বেতারের শ্রোতা হয়েছি
2009-07-02 21:42:02
বাংলাদেশের ফরিদপুর জেলার শ্রোতা এম এম গোলাম সারোয়ার তার চিঠিতে লিখেছেন, চীন আন্তর্জাতিক বেতার আমার অত্যাধিক প্রিয় বেতার। চীন আন্তর্জাতিক বেতার আমার প্রানপ্রিয় বেতার। জীবনের শুরুতেই আমি এই বেতারের শ্রোতা হয়েছি। এবং সুদীর্ঘ ২২ বছর আমি শ্রোতা হিসেবেই সি আর আই-এর সাথে চিঠির মাধ্যমে মনের কথাগুলো লেনদেন করে চলেছি। ভবিষ্যতেও আমি অব্যাহতভাবে সি আর আই-এর সাথে এভাবে চিঠির মাধ্যমেই হৃদয়ের কথাগুলো লেনদেন করবো বলে কথা দিলাম। কারণ আমি সি আর আইকে অসম্ভবভাবে ভালবেসছি। এই বেতারে বাংলা বিভাগ সম্প্রচারের ৪০ বত্সর পূর্তি মানেই আমার অফুরন্ত আনন্দ আর মহা উত্সবরের বিষয়বস্তু। এই জন্যই আমি আমাদের শ্রোতা ক্লাবের উদ্যোগে নানা উত্সবমুখী কর্মসূচী বাস্তবায়ন করে চলেছি। উল্লেখ্য যে, আমাদের শ্রোতা ক্লাব প্রতিষ্ঠার পর এ পযর্ন্ত অনেকগুলো ক্লাব কর্মসূচী বাস্তবায়ন হয়েছে এবং হবে।

সারোয়ার ভাই। আপনি সত্যিই আমাদের একজন ভক্ত শ্রোতা। দীর্ঘ দিন ধরে আপনি আমাদের বাংলা অনুষ্ঠান শুনছেন। এটা সত্যিই আমাদের জন্য গর্বের। প্রতি মাসে আমরা আপনার কাছ থেকে কমপক্ষে তিন থেকে পাঁচটি চিঠি পেয়ে থাকি। প্রত্যেক বার যখন আপনার চিঠি পড়ি তখন মুগ্ধ হয়ে যাই আপনার প্রাণবন্ত ও পরামর্শপূর্ণ লেখা দেখে। বাংলা বিভাগের সবাই আপনার নাম জানেন। কারণ আমি আপনার চিঠি অন্যদেরকে প্রায়ই দেখিয়ে থাকি। তারাও আপনার চিঠি পড়ে মগ্ধ প্রশংসার অন্ত নেই । সত্যি কথা বলতে কি, আপনার মতো একজন ভক্ত শ্রোতা পাওয়া আমাদের সৌভাগ্য। আশা করি আগের মতো ভবিষ্যতেও আমাদের সঙ্গে যোগাযোগ বজায় রাখবেন। অবর্শেষে আমাদের অনুষ্ঠান এত মন দিয়ে শোনার জন্য আবারও আপনাকে ধন্যবাদ জানাই।

ভারতের পশ্চিম বঙ্গের বধর্মান জেলার শ্রোতা শহি দুল্লাহ তার চিঠিতে লিখেছেন, চীন আন্তর্জাতিক বেতারের বাংলা বিভাগের সকল অনুষ্ঠানই খুব সুন্দর ও তথ্যবহুল এবং শিক্ষণীয় হচ্ছে বলে আমি মনে করি।যে সব অনুষ্ঠান সি আর আই-এর কাছ থেকে নিত্যনুতন উপহার পেয়ে চলেছি। তা কোন সমালোচনার অপেক্ষা রাখে না বলেই আমার ধারণা। নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ বিশ্ব সংবাদ, মনোগ্রাহী বৈচিত্রময় স্বাদের অনুষ্ঠানমালা আমাদের হৃদয় আলোড়িত করে তোলে। ম্যাগাজিন ও ফিচারধর্মী অনুষ্ঠানগুলি সি আর আই-এর বহু মস্তিস্ক প্রসুত উন্নত মনন ও চিন্তার ফসল যা ভিন্নমুখী শ্রোতাদের জ্ঞানবৃদ্ধিতে সহায়ক হচ্ছে। সি আর আই-এর প্রাণবন্ত ও তরতাজা অনুষ্ঠানমালা আমাদের প্রভূত আনন্দ দিচ্ছে। বিশ্ব রাজনীতি, অর্থনীতি, সমাজ, ক্রীড়া, সংস্কৃতি সব কিছুরই যেন মিলনমেলা আমাদের এই চীন আন্তর্জাতিক বেতার। সি আর আই প্রচারিত মিতালী, চাওয়া-পাওয়া, চলুন বেড়িয়ে আসি ইত্যাদি আমাদের সবচেয়ে জনপ্রিয় অনুষ্ঠান। সি আর আই-এর বাংলা অনুষ্ঠান শুনতে আকর্ষণীয় লাগে এর সাবলীল উপস্থাপনার গুনে। আন্তরিকতার পরশমাখানো, মিষ্টি সুরে, ভাঙ্গা ভাঙ্গা বাংলায় অনুষ্ঠান পরিবেশনা আমাদের মনে শিহরন জাগায়।

প্রিয় বন্ধু, আপনার চিঠির ভাষা খুব সুন্দর । তা পড়তে খুব ভাল লাগে। আপনি আমাদের একজন পুরানো শ্রোতা । নিয়মিত আপনার কাছ থেকে চিঠি পেয়ে থাকি। আপনি সব সময় সুন্দর সুন্দর চিঠি লিখেন । আপনার চিঠি পড়ে খুব আনন্দিত হই। আশা করি , আগের মতো ভবিষ্যতেও আমাদের অনুষ্ঠান নিয়মিত শুনবেন। নিয়মিত আমাদের সঙ্গে যোগাযোগ বজায় রাখবেন। চীন সর্ম্পকে কোন প্রশ্ন বা আমাদের বাংলা অনুষ্ঠান সর্ম্পকে কোন পরামর্শ থাকলে সঙ্গে সঙ্গে আমাদের চিঠি লিখে জানাবেন। কারণ আমাদের অনুষ্ঠান আরও সুন্দর করার জন্য আপনাদের আন্তরিক সহযোগিতা খুবই প্রয়োজন।

ভারতের পশ্চিম বঙ্গের বর্ধমান জেলার শ্রোতা জাহির আব্বাস মোল্লা তার চিঠিতে লিখেছেন, আমি চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠানের একজন নিয়মিত ভক্ত শ্রোতা। আমি আপনাদের প্রতিদিনের অনুষ্ঠান শুনে চীন সর্ম্পকে প্রতিনিয়ত নতুন নতুন তথ্য পাই। যা আমাকে ভীষণভাবে মুগ্ধ করে। চীন এবং সারা বিশ্বের গুরুত্বপূর্ণ খবর আমার অত্যন্ত প্রিয়। আমাদের জন্য নিয়মিতভাবে নিরলস প্রচেষ্টায় আর্কষণীয় ও বস্তুনিষ্ঠ উপহার দিয়ে যাচ্ছেন তার জন্যে আমি সি আর আই বাংলা বিভাগের সবার কাছে চিরকৃজ্ঞ।

প্রিয় বন্ধু, ধন্যবাদ আমাদের বাংলা অনুষ্ঠান এত মন দিয়ে শোনার জন্য এবং এত সুন্দর চিঠি লেখার জন্য। আপনি ঠিকই বলেছেন , আপনি আমাদের একজন নিয়মিত ভক্ত শ্রোতা। প্রায় প্রতি মাসে আপনার চিঠি আমাদের চোখে পড়ে। আপনার সুন্দর চিঠি পড়ে খুব ভাল লাগে। আশা করি নিয়মিত আমাদের সঙ্গে যোগাযোগ রাখবেন। আমাদের অনুষ্ঠান সর্ম্পকে কোন মতামত থাকলে আমাদের চিঠি লিখতে ভূলবেন না।

বাংলাদেশের ফরিদপুর জেলার শ্রোতা মো: আফজাল আলী খান তার চিঠিতে লিখেছেন, আমি আপনাদের একজন নিয়মিত শ্রোতা। চীন আন্তর্জাতিক বেতার থেকে প্রচারিত বিবিধ অনুষ্ঠান আমি সময় ও সুযোগমত শুনে থাকি। এর মধ্যে চলুন বেড়িয়ে আসি, সুরের ভূবন ও মিতালী আমার খুবই প্রিয় অনুষ্ঠান। আমি চীনের লংমেন গুহা সর্ম্পকে বিস্তারিত জানতে চাই। চলুন বেড়িয়ে আসি অনুষ্ঠানে এ বিষয়ে জানালে বাধিত হব। আমার ইন্টারনেটে সি আর আই-এর অনুষ্ঠান শোনার সুযোগ নেই । এ জন্য আপনাদের বিভাগ থেকে পত্র পত্রিকা পাঠিয়ে চীনের জনগণ, জনপদ, সংস্কৃতি ও জ্ঞান বিজ্ঞান সর্ম্পকে অবহিত হওয়ার জন্য এবং সি আর আই-এর সাথে যোগাযোগ আরও নিবিড় করার জন্য সাহায্য করবেন।

প্রিয় বন্ধু, ধন্যবাদ আন্তরিকতার সঙ্গে আমাদের বাংলা অনুষ্ঠান শোনার জন্য। আপনি আমাদের অন্যতম নিয়মিত শ্রোতা। আপনার মতো ভাল শ্রোতা পাওয়া সত্যিই আমাদের জন্য সৌভাগ্য। আশা করি আগের মতো ভবিষ্যতেও আমাদের অনুষ্ঠান শুনবেন। নিয়মিত আমাদের সঙ্গে যোগাযোগ রাখবেন। কারণ আমাদের অনুষ্ঠান আরও সুন্দর করার জন্য শ্রোতাদের আন্তরিক সহযোগিতা দরকার।

বাংলাদেশের মাগুরা জেলার শ্রোতা আশরাফুল ইসলাম তার চিঠিতে লিখেছেন, আমি চীন আন্তর্জাতিক বেতারের একজন নিয়মিত ও পুরাতন শ্রোতা। আমি ও আমার ক্লাবের সকল শ্রোতা সি আর আই-এর বাংলা অনুষ্ঠানগুলো খুব মনোযোগ সহকারে শুনে থাকি। সি আর আই থেকে প্রচারিত প্রতি শনিবারের মুখোমুখি, মিতালী, চাওয়া-পাওয়া এবং মঙ্গল বারের চেনা অচেনা চীন আমার খুব ভাল লাগে। তা ছাড়া, চীনা ভাষা শেখার আসর আমার কাছে খুব ভাল লাগে। আমি সি আর আই কর্তৃপক্ষ বলবো যেন সি আর আই চীনা ভাষা শেখার একটি পান্ডলিপি তৈরী করে সকল শ্রোতার কাছে তা পাঠিয়ে দেয়। আমি সি আর আই এর কাছে কিছু প্রস্তাব তুলে ধরছি। এক, বতর্মান যুগ হচ্ছে মোবাইলের যুগ তাই মোবাইলের মাধ্যমে এস এম এস ও ভয়েস মেইল ব্যবস্থা করবেন। দুই, সি আর আই থেকে আবার মাসিক কুইজ প্রতিযোগিতার ব্যবস্থা করবেন, তিন, আমরা শ্রোতারা যারা সি আর আইতে চিঠি লিখি নিয়মিত তাদের উত্তরের ব্যবস্থা করবেন। আশা করি আমার প্রস্তাবগুলো সি আর আই খুব যত্ন সহকারে ভেবে দেখবেন।

প্রিয় বন্ধু, প্রথমে আমাদের অনুষ্ঠান মন দিয়ে শোনার জন্য অশেষ ধন্যবাদ। আপনার মত একজন শ্রোতা পেয়ে আমরা গর্বিত। আপনার চিঠিতে যে সব প্রস্তাব তুলে ধরেছেন সে সব প্রস্তাব অত্যন্ত গঠনমূলক। আমরা অবশ্যই এসব প্রস্তাব বিশেষভাবে বিবেচনা করবো। এখানে উল্লেখ , গত এপ্রিল থেকে আমাদের মাসিক কুইজ আবার শুরু হয়েছে। প্রত্যেক মাসের প্রথম দিকে আমাদের বাংলা বিভাগের ওয়েবসাইটে দু'টো প্রশ্ন থাকে। প্রত্যেক মাসের শেষ দিকে এ প্রতিযোগিতায় অংশ গ্রহণকারীদের মধ্য থেকে তিন জন বিজয়ীকে নির্বাচিত করা হয়। আশা করি, আপনি সক্রিয়ভাবে এই কুইজে অংশ নেবেন। প্রিয় বন্ধু, আশা করি নিয়মিত আমাদের বাংলা অনুষ্ঠান শুনবেন। আমাদের অনুষ্ঠান সর্ম্পকে কোন পরামর্শ থাকলে আমাদের চিঠি লিখে জানাতে কার্পণ্য করবেন না।

  • সাক্ষাত্কার
  • সর্বশেষ সংবাদ
  • অন-লাইন জরীপ
     
    © China Radio International.CRI. All Rights Reserved.
    16A Shijingshan Road, Beijing, China