v চীনের বিশ্ব কোষv চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগ
নতুন জ্বালানি চালিত গাড়ি শিল্পের উজ্জ্বল ভবিষ্যত রয়েছে
2009-07-02 21:26:05
সম্প্রতি চীনের ফু থিয়েন গাড়ি তৈরী কোম্পানি এবং তাইওয়ানের ছেং ইয়ুন গাড়ি তৈরী কোম্পানির মধ্যে ৭৫টি ইউরোপ-ভি মিক্স নতুন জ্বালানি শক্তি চালিত গাড়ির বিক্রি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এটি হচ্ছে চীনের মূলভূভাগের প্রথমবারের মত তাইওয়ানে নতুন জ্বালানি শক্তি চালিত গাড়ি বিক্রি করা। ঠিক এক বছর আগে এ কোম্পানি ৩০টি ফু থিয়েন ইউরোপ-ভি মিক্স জ্বালানি শক্তি চালিত গাড়ি কুয়াং চৌ শহরের একটি বাস কোম্পানির কাছে বিক্রি করেছে। এটি হচ্ছে এ ধরণের গাড়ির প্রথমবারের মত বাজারজাতকরণ।

উত্তরাঞ্চলে ট্রাক তৈরী কোম্পানির ফু থিয়েন গাড়ি বিষয়ক দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা চাও চিং কুয়াং বলেছেন, নতুন জ্বালানি শক্তি দিয়ে চালিত গাড়ি বাজারজাত করতে হলে তার নিজস্ব বৈশিষ্ট্য থাকতে হবে। তিনি বলেন, কুয়াং চৌ শহরের একটি বাস কোম্পানি প্রথমবারের মত পরীক্ষামূলকভাবে এ গাড়ি ব্যবহার করা শুরু করেছে। ছ'মাস পর তেল সাশ্রয় ও গ্যাস নিগর্মনের পরিমাণসহ বিভিন্ন সূচক দেখে তারা আরও গাড়ি ক্রয়ের সিদ্ধান্ত নেয়।

জানা গেছে, নতুন জ্বালানি দিয়ে চালিত প্রথম কিস্তির গণ পরিবহণ কাজ শুরুর এক বছরের মধ্যেই উল্লেখ্যযোগ্য লক্ষণীয় সাফল্য অর্জিত হয়েছে। ঐতিহ্যবাহী গাড়ির তুলনায় প্রতিটি গণ পরিবহণ এক চতুর্থাংশেরও বেশি জ্বালানি সাশ্রয় করতে পারে। তা থেকে প্রায় ৯০ হাজার ইউয়ান সাশ্রয় করা যায়। একটি গণ পরিবহণ ৮ বছরের জন্য ব্যবহার করা যায়। তার মানে এ জ্বালানি ব্যবহারের পর একটি বাস থেকে ৭ লাখ ইউয়ান সাশ্রয় করা সম্ভব। তাছাড়া কার্বন ডাইঅক্সাডের পরিমাণও আগের বাসের চেয়ে প্রায় ২৭টন কম।

চীনের মূলভূভাগের নতুন জ্বালানি শক্তি দিয়ে চালিত গাড়ি শিল্পের প্রথম শিল্পাঞ্চল হিসেবে উত্তরাঞ্চলে ট্রাক তৈরি কোম্পানি ফু থিয়েন ২০০৩ সাল থেকে নতুন জ্বালানি শক্তি চালিত গাড়ি উদ্ভাবনের কাজ শুরু করে। বর্তমানে এ কোম্পানির নতুন জ্বালানি চালিত গাড়ির মধ্যে রয়েছে হাইড্রোজেন ব্যাটারি চালিত বাস, মিক্সড জ্বালানি শক্তি চালিত বাস এবং বিদ্যুত্ চালিত পরিবেশ বান্ধব গাড়ি। উত্তরাঞ্চলে গাড়ি তৈরি কোম্পানি ফু থিয়েনের মত চীনের আরও অনেক গাড়ি তৈরি কোম্পানি নতুন জ্বালানি চালিত গাড়ির ওপর গবেষণা ও উত্পাদনের বিষয়টি ত্বরান্বিত করছে।

গত জুন মাসে চীনের শেন জেন স্থানীয় সরকার বি.ওয়াই.ডি কোম্পানির কাছ থেকে এফ-৩.ডি.এম বিদ্যুত্ চালিত গাড়ি ক্রয় করেছে। জানা গেছে এফ-৩.ডি.এম বিদ্যুত্ চালিত গাড়ি মাত্রার দশ ইউনিট বিদ্যুত্ চার্জ দেয়া হলে তা একশ কিলোমিটার পর্যন্ত যেতে পারে। যার মোট খরচ মাত্র দশ ইউয়ান দাঁড়ায়। তাছাড়া বি.ওয়াই.ডি কোম্পানি এ ধরনের গাড়ির মূল প্রযুক্তিও উদ্ভাবন করেছে। এ কোম্পানির বাজার বিষয়ক ব্যবস্থাপক স্যু আন জানিয়েছেন,

বিদ্যুত্ দিয়ে চালিত গাড়ির ক্ষেত্রে বি.ওয়াই.ডি কোম্পানি এখন শীর্ষ স্থানে এসে দাঁড়িয়েছে। সেজন্য বিশ্বের অনেক বিখ্যাত কোম্পানি তাদের সঙ্গে সহযোগিতার ইচ্ছা প্রকাশ করেছে। তিনি বলেন, 'বর্তমানে আমরা জার্মানির জেনারেল মটর্সের সঙ্গে একটি সমঝোতা স্বারকেৱ স্বাক্ষর করেছি। তাদের সঙ্গে আমরা নতুন জ্বালানি শক্তি চালিত গাড়ির ক্ষেত্রে সহযোগিতা করবো। বর্তমানে নতুন জ্বালানি শক্তি চালিত গাড়ি বিশ্বের বৃহত্তম পর্যায়ের সকল গাড়ি কোম্পানির দৃষ্টি আকর্ষণ করেছে। সহযোগিতার মাধ্যমে পরস্পরের স্বার্থ অর্জনের জন্য আমরা উন্মুক্তকরণের অবস্থান পোষণ করে সে সব কোম্পানির সঙ্গে যৌথভাবে প্রচেষ্টা চালিয়ে যাবো।

সম্প্রতি জ্বালানি সাশ্রয় ও পরিবেশ রক্ষার ক্ষেত্রে নতুন জ্বালানি শক্তি চালিত গাড়ি শিল্প বিভিন্ন দেশের শিল্পের মধ্যে প্রাধান্য পেয়েছে। চীনও নতুন জ্বালানি শক্তি চালিত গাড়ি শিল্পের ওপর যথাযথ গুরুত্ব দিয়েছে। গত ১০ বছর ধরে চীন নতুন জ্বালানি শক্তি চালিত গাড়ি শিল্পে লক্ষণীয় অগ্রগতি অর্জন করেছে। আন্তর্জাতিক উন্নত দেশগুলোর সঙ্গে এ ক্ষেত্রের পার্থক্য অনেক কমেছে। সম্প্রতি অনুষ্ঠিত আন্তর্জাতিক পর্যায়ের একটি গাড়ি প্রদর্শনীতে চীনের শিল্প ও তথ্য শিল্পায়ন উপমন্ত্রী মিয়াও ইয়ু বলেছেন, নতুন জ্বালানি শক্তি চালিত গাড়িশিল্পকে ত্বরান্বিত করার জন্য চীন আরও বহুমুখী ব্যবস্থা নেবে। তিনি বলেন, আগামীতে আমরা নতুন জ্বালানি শক্তি চালিত গাড়ির মানদন্ড প্রণয়ন করবো। পাশাপাশি আমরা এ শিল্পের ব্যাপক সহযোগিতার মাত্রাও জোরদার করবো।

বিশ্বের গাড়ি গোষ্ঠির জন্য চীনের বিশাল বাজার রয়েছে। গত কয়েক বছর বিশ্বের গাড়ি গোষ্ঠি চীনে তার সবর্শেষ নতুন জ্বালানি শক্তি চালিত গাড়ি বাজারজাত করতে শুরু করেছে। যুক্তরাষ্ট্রের ফোর্ড কোম্পানি টেকসই উন্নয়নও বিষয়ক ভাইস প্রেসিডেন্ট সুসান চিসকে বলেছেন, 'আড়াই বছর আগে থেকেই আমরা জ্বালানি সাশ্রয়ের জন্য চেষ্টা করে আসছি। পেট্রোল ও ডিজেল চালিত গাড়িসহ আমরা বিদ্যুত্ চালিত গাড়ির মাধ্যমেও জ্বালানি সাশ্রয় করতে চাই। তাছাড়া আমরা জৈব জ্বালানিসহ কম জ্বালানি চালিত গাড়ি তৈরীর জন্য গবেষণা চালিয়ে যাচ্ছে। ভবিষ্যতে আমরা পর পর সেসব গাড়ি চীনে বাজারজাত করবো।

চীন সরকারের ব্যাপক সহায়তা, গাড়ি কোম্পানির সক্রিয় অংশগ্রহণ এবং জ্বালানি সাশ্রয় ও পরিবেশ রক্ষার ওপর ক্রেতাদের ঘনিষ্ঠ নজরের জন্য চীনে নতুন জ্বালানি চালিত গাড়ি শিল্পের উজ্জ্বল ভবিষ্যত রয়েছে। চীনের গাড়ি শিল্প সমিতির মহাসচিব ফু ইয়ু উ বলেছেন, নতুন জ্বালানি চালিত গাড়ি শিল্প এখন বসন্তকালে প্রবেশ করছে। (ওয়াং তান হোং)

  • সাক্ষাত্কার
  • সর্বশেষ সংবাদ
  • অন-লাইন জরীপ
     
    © China Radio International.CRI. All Rights Reserved.
    16A Shijingshan Road, Beijing, China