v চীনের বিশ্ব কোষv চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগ
ছেন চিয়েন ছি 'দি সাউন্ড' পেইচিং কনসার্ট
2009-07-01 11:05:51

    ছেন চিয়েন ছি, মাত্র ৩০ বছর বয়স। দেখতে বিশ্ববিদ্যালয় ছাত্রের মত। কিন্তু তিনি এখন তাইওয়ানের সবচেয়ে জনপ্রিয় সুর রচয়িতা। তিনি বিশ্ববিদ্যালয় থেকে নাটক, চলচ্চিত্র এবং বিজ্ঞাপনের জন্য সুর রচনা করতে শুরু করেন এবং অনেক বিখ্যাত গায়ক গায়কার জন্য গান লিখেছেন।

    'দি সাউন্ড' কানসার্টে তিনি একটি কাল কাঠামের চশমা পরে মঞ্চে উঠেছে। দর্শকদের উত্তেজনা হাততালিতে তিনি কানসার্টের প্রথম সঙ্গীত বাজাতে শুরু করেছেন। 'ইয়ং ইয়ো' অর্থাত অধিকারি হওয়া । এ গান তাইওয়ানের বিখ্যাত কাটুন লেখক চিমি'র লেখা "হাশি মাছ'-এর জন্য রচনা একটি সঙ্গীত। তিনি এ সঙ্গীত বাজার সঙ্গে সঙ্গে মঞ্চের বড় স্ক্রীনে কাটুন ছবিও দেখা দিয়েছে। দর্শকদের চোখের সামনে যে আবার ছোটবেলার স্মৃতি ভেসে আসে।

    'দি সাউন্ড' কনসার্টে বাদ্য সঙ্গীত, সর এবং ভিডিও'র মিশিত একটি অনুষ্ঠান। তাইওয়ানের অনেক বিখ্যাত গায়ক গায়িকাও তার কানসার্টে গান গেয়েছেন। কানসার্টে ছেন চিয়েন ছি কিবোর্ড বাজান। এখন শুনুন ছেন চিয়েন ছি'র রচনা এবং ওয়েই রু সুয়ানের গাওয়া 'ফাও ফাও', অর্থাত বুদ্বুদ।  

    ছেন চিয়েন ছি'র রচনা সঙ্গীতগুলো খুব সোফ্ট। তার সঙ্গীত শুনে মানুষ শান্তি পায়। তার সঙ্গীতে হালকা কিছু দুঃখ অনুভূতি আছে। তাই তার সঙ্গীত শহরের ব্যস্ত জীবনে মানুষের কাছে ফ্রেশ বায়ু যুগিয়েছে। তার সঙ্গীত নিয়ে ছেন চিয়েন ছি বলেন:

 

    "আমি সোফ্ট সঙ্গীত বাজিয়েছি। কিন্তু এতে বিভিন্ন মানুষ নিজ নিজ আনন্দ বা দুঃখ-বেদনা খুঁজতে পারে। তা জোর দেয়ার শক্তি নয়। তবে তার মাধ্যমে শ্রোতারা আমার পৃথিবীতে ঢুকতে পারে। আমার সঙ্গীত পৃথিবীতে শ্রোতারা শান্ত মন দিয়ে শুনতে পারেন আবার জিতকার করতে পারেন। এটা তাদের ইচ্ছা। আমার পৃথিবী খুব উন্মুক্ত"।

    যে গানটি আপনারা শুনছেন তা হলো গায়িকা ওয়েই রু সুয়েনের গাওয়া 'অন্ধ হওয়ার আগে আমি মনে রাখতে চাই ৪৭টি কাজ'। এটা হলো ছেন চিয়েন ছি'র নিচের পছন্দের একটি গান। তিনি বলেন, তাইওয়ানের কবি সিয়া ইয়ু'র সঙ্গে এ গান রচনা করতে খুব আনন্দ সময় ছিল। তিনি বলেন সিয়া ইয়ু'র লেখা কথা তার খুব পছন্দ হয়েছে। তিনি বলেন,  

    "আমি মনে করি সঙ্গীত রচনা করতে ছবি'র মত ধারণা মনে থাকতে হবে। সিয়া ইয়ু এ গানের কথা লেখার সময় জীবনের কিছু ছোট জিনিস দিয়ে ভবিষ্যতের প্রতি একটি আশা তৈরী করেছেন। অন্ধ হওয়া একটি খুব দুঃখের ব্যাপারে। কিন্তু আলো, লেখা, প্রানী এবং আপেল এসব নিয়ে আশাবাদীর পরিবেশ সৃষ্টি করা হয়। আমি মনে করি গানের কথা লেখার সময় তার আরো গভীর অর্থ খোঁজার চেষ্টা করা উচিত"।

    গানে বলা হয়, অন্ধ হওয়ার আগে আমি মনে রাখতে চাই, গ্রীষ্মকালে দুপুরের ঝোর, সন্ধ্যাবেলার আলো, ধূলা আলোর মধ্যে উড়ার দৃষ্টি। আমি মনে রাখতে চাই প্রেমিকের সঙ্গে চুমু ও আলিঙ্গের অনুভূতি এবং তোমার অধৌর্য্য ভাব। আপেল খাওয়ার শেষ অংশ এবং রাস্তার দু'পাশে সারি সারি গাছ। ম্যাপে ডাক করা শহরের নাম এবং সুন্দর হ্রদ। বলতে পারি আমি দেখতে পারি না। কিন্তু সব আমার মনে আছে।

    কানসার্টে গায়িকা ছেন শান নি'র আসা দর্শকদের মধ্যে উত্তেজনা সৃষ্টি করেছে। তিনি জানিয়েছেন, ছেন চিয়েন ছি'র সঙ্গে ব্যান্ড '১৯' গঠন করবেন। এবং এ গ্রীষ্মকালে তারা একটি নতুন এলবাম বের করবেন। পরে তিনি এ এলবামের মধ্যে একটি গান গেয়েছেন। গানের নাম 'আমার প্রিয়তম, আমাকে ভুলবে না।

    কেন এ ব্যান্ডের নাম '১৯' রাখতে চায়? এ প্রশ্নের জবাবে ছেন চিয়েন ছি বলেন,

    "আমাদের রচনা গানে মানুষের বড় হওয়ার পথে কিছু চিন্তাভাবনার কথা বলা হয়। এসব চিন্তা যেন ১৮ থেকে ২০ বয়সের মধ্যে হয় বেশি। তাই এলবামের নাম ১৯ রেখেছি।

    অনুষ্ঠানের শেষ প্রান্তে এসে আমরা ছেন চিয়েন ছি'র আরেকটি গান শুনবো। এ গানের নাম হলো 'অনুবাদ করা নারী'। এটাও কাটুন ছবি 'বাম দিকে যাওয়া ও ডান দিকে যাওয়া'রজন্য রচিত একটি গান। (ইয়াং ওয়েই মিং)

  • সাক্ষাত্কার
  • সর্বশেষ সংবাদ
  • অন-লাইন জরীপ
     
    © China Radio International.CRI. All Rights Reserved.
    16A Shijingshan Road, Beijing, China