v চীনের বিশ্ব কোষv চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগ
১৮৫৫ সালে প্যারিসে তৃতীয় বিশ্ব মেলা
2009-06-30 18:20:08
    ১৮৫৩ সালের ৮ মার্চ ফ্রান্সের সম্রাট তৃতীয় নেপোলিয়ন নির্দেশ দিয়েছেন, ইউরোপের ৪০ বছর শান্তিপূর্ণ পূর্তি উদযাপনের জন্য ফ্রান্স ১৮৫৫ সালে প্যারিসে শিল্প ও কৃষি মেলার আয়োজন করবে। তিনি বলেন, ফ্রান্স বিশ্বের প্রথম বহুদেশীয় শিল্প মেলা আয়োজনের সুযোগ হারিয়েছে। কিন্তু ফ্রান্স একটি সত্যিকার মানবজাতির সভ্যতার সফলতা প্রদর্শনের শিল্প, কৃষি ও শিল্পকলা মেলার আয়োজন করবে। তিনি জোর দিয়ে বলেন, সেটা একটি সত্যিকারের বিশ্ব মেলা হবে।

    ১৮৫৫ সালে প্যারিসের বিশ্ব মেলায় প্রথমবারের মতো শিল্পকলা প্রদর্শনের সূচনা করেছে। তখন থেকে শিল্পকলা প্রদর্শন করা বিভিন্ন দেশের আয়োজিত বিশ্ব মেলার একটি আকর্ষণীয় দৃশ্যে পরিণত হয়েছে।

    ১৮৫৫ সালে প্যারিসের বিশ্ব মেলার অর্থের মধ্যে কেবল সামান্য পরিমান অনুদান থেকে এসেছে, বেশির ভাগ অর্থ ফ্রান্স সরকারের বরাদ্দ আর স্থানীয় ঋণপত্র থেকে সংগৃহীত হয়েছে। ফ্রান্স সরকার এ মেলার জন্য বিদেশে লড়াই করা সেনাবাহিনীর বাজেট কমিয়ে দিয়েছিল। রাজকীয় কমিটি এ মেলা প্রদর্শনের জন্য টিকিট কেনার ব্যবস্থা চালু করার সিদ্ধান্ত নিয়েছে।

    ১৮৫৫ সালের মে মাসে বিশ্ব মেলা যথা সময়ে উদ্বোধন হয়েছে। টিকিটের দাম ছিল ৫ এনামেল। কিন্তু কয়েকজন অভিজাত সম্প্রদায়ের দর্শক ছাড়া কেউ এ মেলায় আসে নি। আগস্ট মাসে টিকিটের দাম কমিয়ে ২ এনামেল করা হয় এবং রবিবারের টিকিটের দাম ছিল কেবল ০.২ এনামেল। ফলে মেলা দেখতে সবাই রবিবার আসতেন। পরিসংখ্যান অনুযায়ী, রবিবারের দর্শকের সংখ্যা ২০ হাজারেরও বেশি। কিন্তু অন্য দিনে কেবল ৩০০ জনের মতো। এবারের মেলার শিল্পকলা প্রদর্শনীর দর্শকের সংখ্যা ছিল ৯ লাখ ৩০ হাজার। শিল্প ও কৃষি প্রদর্শনীর দর্শকের সংখ্যা ছিল ৪০ লাখেরও বেশি।

    সেবারের বিশ্ব মেলা চলাকালে বৃটেন ও ফ্রান্সের মধ্যে নতুন মিত্র সম্পর্ক স্থাপিত হয়েছে। এ নতুন সম্পর্ক প্রকাশের জন্য বৃটেনের রাণী ভিক্টোরিয়া মেলা চলাকালে ফ্রান্স সফর করেন। বৃটেনের রাজা প্রথম হ্যারির পর প্রায় ৪০০ বছরে রাণী ভিক্টোরিয়া বৃটেনের রাজকীয় নেতা হিসেবে প্রথম বারের মতো ফ্রান্স সফর করেন।

    ১৮৫৫ সালের প্যারিস বিশ্ব মেলা ৮০ লাখ এনামেল লোকসান দিয়েছে। (ইয়ু কুয়াং ইউয়ে)

  • সাক্ষাত্কার
  • সর্বশেষ সংবাদ
  • অন-লাইন জরীপ
     
    © China Radio International.CRI. All Rights Reserved.
    16A Shijingshan Road, Beijing, China