v চীনের বিশ্ব কোষv চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগ
১৮৫৩ সালে নিউইয়র্কের দ্বিতীয় বিশ্ব মেলা
2009-06-30 18:17:04
    ১৮৫৩ সালে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে দ্বিতীয় বিশ্ব মেলা অনুষ্ঠিত হয়েছে। সেবারের মেলায় ২৩টি দেশ অংশগ্রহণ করে। ইউরোপীয়রা তখন এ নতুন দেশের প্রতি আগ্রহ নিয়ে মনোযোগ দেয়। এ মেলায় অংশগ্রহণকারী দেশের সংখ্যা প্রথম বিশ্ব মেলার চেয়ে বেশি ছিল, তা ছাড়া কৃষি সরঞ্জাম আর শ্রেষ্ঠ কৃষিজাত পণ্য সে মেলায় প্রদর্শিত হয়েছে। সে মেলায় প্রথমবারের মতো নিরাপদ লিফ্ট প্রদর্শিত হয়েছে এবং সবার প্রশংসা পেয়েছে।

    এ মেলার মাধ্যমে যুক্তরাষ্ট্রের সফলতা প্রকাশিত হয়েছে। কিন্তু এ মেলাকে একটি সফল বিশ্ব মেলা বলা যায় না। এমন কি তাকে বিশ্ব মেলার মধ্যে সবচেয়ে ব্যর্থ দৃষ্টান্তও বলা যায়। কারণ সেবারের মেলায় ৫ হেক্টর জমিতে ৪৮৫৪টি পণ্য প্রদর্শিত হলেও এদের মধ্যে কেবল ২৩টি ছিল অন্য দেশের পণ্য। অর্থাত্ অন্যান্য ২৩টি অংশগ্রহণকারী দেশের মধ্যে প্রতিটি দেশ তাদের একমাত্র পণ্য নিয়ে এসেছে। তা ছাড়া ব্যবস্থাপনার কাজ সুশৃঙ্খল না হওয়ায় সেবারের মেলার গুরুতর আর্থিক লোকসান হয়েছে। (ইয়ু কুয়াং ইউয়ে)

  • সাক্ষাত্কার
  • সর্বশেষ সংবাদ
  • অন-লাইন জরীপ
     
    © China Radio International.CRI. All Rights Reserved.
    16A Shijingshan Road, Beijing, China