v চীনের বিশ্ব কোষv চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগ
পোল্যান্ড-চীন ঘনিষ্ঠ সাংস্কৃতিক বিনিময়
2009-06-26 21:10:57

৩০শে মে পোল্যান্ডের মধ্য-পশ্চিমাঞ্চলীয় শহর পোজনানে "চীনের সাংস্কৃতিক সপ্তাহ" শুরু হয় । এবারের অনুষ্ঠানের উদ্যোক্তা পোল্যান্ডের এডাম মিকিভিজ বিশ্ববিদ্যালয়ের চীনা ভাষা বিভাগ ও এ বিশ্ববিদ্যালয়ের কন্ফুসিয়াস ইন্সটিটিউট সে দিন উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করে । পোল্যান্ডের সংশ্লিষ্ট বিভিন্ন মহলের প্রায় ২ শ'জন এ অনুষ্ঠানে অংশ নিয়েছেন ।

এবার "চীনের সাংস্কৃতিক সপ্তাহে"র প্রতিবাদ্য হল "চীনের ঐতিহ্যিক উত্সব" । সপ্তাহব্যাপী এ অনুষ্ঠানে উদ্যোক্তারা "চীনের ঐতিহ্যিক উত্সব" বিষয়ক আলোকচিত্র প্রদর্শনী , চীনের ঘুড়ি উত্সব এবং সংশ্লিষ্ট বিভিন্ন ধরনের আলোচনাসভার আয়োজন করেছে । এডাম মিকিভিজ বিশ্ববিদ্যালয়ের কন্ফুসিয়াস ইন্সটিটিউটের প্রধান মাজিজ গাকা উদ্বোধনী অনুষ্ঠানে বলেছেন , "চীনের সংস্কৃতি সপ্তাহের" আয়োজনের উদ্দেশ্য হচ্ছে যাতে চীনের ৫ হাজার বছরের ইতিহাসের সোন্দর্যের প্রতিফলন এবং আরো বেশি পোল্যান্ড নাগরিক চীনের সংস্কৃতির আকর্ষণ উপলব্ধি করতে পারে । তিনি বলেন , যদিও এ দিন বৃষ্টি ছিল , তবুও অনেকেই উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়েছেন । এতে প্রমাণ করেছে যে চীনের সংস্কৃতি অনেকের পছন্দ ও স্বীকৃতি পেয়েছে । তিনি বলেন ;

চীনের সংস্কৃতি ও ঐতিহাসিক রীতিনীতি জনপ্রিয় করা এবং সুন্দর চীনকে পরিচয় করিয়ে দেয়া হল এডাম মিকিভিজ বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব । এখন চীন সম্পর্কে পোল্যান্ড নাগরিকদের জানার আগ্রহ বেড়েই চলেছে । গত বছর কন্ফুসিয়াস ইন্সটিটিউটের প্রতিষ্ঠা চীনের সংস্কৃতি জনপ্রিয়করণ ক্ষেত্রে ত্বরান্বিত করেছে । আমরা নিয়মিতভাবে চীনের সংস্কৃতি প্রদর্শনী ও অভিনয় অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে পোল্যান্ড নাগরিকদেরকে চীন সম্পর্কে জানার সুযোগ দেয়ার চেষ্টা করছি ।  

আপনারা যে গানটি শুনছেন , তা হলো এডাম মিকিভিজ বিশ্বিবিদ্যালয়ের চীনা ভাষা বিভাগের ছাত্রছাত্রীদের উদ্বোধনী অনুষ্ঠানে গাওয়া চীনা গান । তারা উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন ধরনের অভিনয় করেছে । অনুষ্ঠানের ফাঁকে ফাঁকে চীনের বসন্ত উত্সব ও লন্ঠন উত্সবসহ বিভিন্ন ঐতিহাসিক উত্সবের তথ্য দর্শকদের জানানো হয় । তাদের অভিনয় দর্শকদের প্রশংসা কুড়িয়েছে ।

কাজমারজোরি পরিবারের নাতি এডাম মিকিভিজ বিশ্ববিদ্যালয়ে চীনা ভাষা শেখে । অনুষ্ঠান উদ্বোধনের দিনে তারা বিশেষ করে বিশ্ববিদ্যালয়ে এসে অনুষ্ঠান দেখেছেন । তারা বলেন :

অনুষ্ঠানটি আমাদের খুব পছন্দ হয়েছে । চমত্কার । আমরা এ অনুষ্ঠানের মাধ্যমে চীনের সংস্কৃতি ও রীতিনীতি সম্পর্কে অনেক কিছু জেনেছি । চীন সত্যিকার অর্থেই একটি বিস্ময়কর দেশ । নাতিকে চীনা ভাষা শিখতে আমরা খুব উত্সাহ দেই। যদিও আমরা বৃদ্ধ , তবুও আমরা সুদূর চীন সম্পর্কে জানতে খুবই আগ্রহী ।

মনিকা বারাবাজ বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রী । দু'বছর ধরে সে চীনা ভাষা শিখছে । তার মতে , চীন এখন বিশ্বের একটি খুব গুরুত্বপূর্ণ দেশ । চীনা ভাষা শিখলে তার চাকরির জন্য তা সহায়ক হবে । সে বলে :  

কুংফু সম্পর্কিত চলচ্চিত্র দেখে আমি চীনকে পছন্দ শুরু করি । এরপর আমি চীনা ভাষা শেখার সিদ্ধান্ত নিয়েছি । প্রথমে আমার কাছে চীনা ভাষা শেখা খুবই কঠিন মনে হতো। কিন্তু আমার মনে হয় পরিশ্রম করে শিখলে অবশ্যই শিখতে পারবো । এবার সংস্কৃতি সপ্তাহ চীনের সংস্কৃতিকে তুলে ধরেছে ।

এডাম মিকিভিজ বিশ্ববিদ্যালয়ের চীনা ভাষার শিক্ষক মো ফাং হুয়া বলেন , এডাম মিকিভিজ বিশ্ববিদ্যালয় সবসময় এমন অনুষ্ঠানের আয়োজন করে চীনের সংস্কৃতি জনপ্রিয় করে । চলতি বছর দু'দেশের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৬০ বছর বার্ষিকী । পোল্যান্ডে আরো বেশি এমন অনুষ্ঠান আয়োজিত হবে । তা চীন ও পোল্যান্ডের জনগণের উপলব্ধি ও আস্থা বাড়ানোর জন্য এবং দু'দেশের মৈত্রী ও সহযোগিতা সম্প্রসারণের ক্ষেত্রে সহায়ক হবে । তিনি বলেন :

  

কন্ফুসিয়াস ইন্সটিটিউট প্রতিষ্ঠার পর এমন সাংস্কৃতিক অনুষ্ঠান আরো ঘন ঘন হয়েছে । আমার মনে হয় এখানে চীনের সাংস্কৃতিক পরিবেশ আরো সুষ্ঠু হবে । এত বেশি মানুষ এ অনুষ্ঠানে অংশ নিয়েছেন যে , তা থেকে চীনের ভাষা ও সংস্কৃতির প্রতি তাদের ভালোবাসা ফুটে উঠেছে ।

এ সাংস্কৃতিক অনুষ্ঠান ছাড়াও বিশ্ব শিশু দিবস উপলক্ষ্যে চীনের চাং চৌ পুতুল নাচ দল পোল্যান্ডের রাজধানী ওয়ারশোর পুতুল থিয়েটারে এসে পোল্যান্ডের দর্শকদের জন্য দু'টি চমত্কার পুতুল নাচ প্রদর্শন করেছে এবং তাদেরকে কাছে চীনের বৈশিষ্ট্যময় ঐতিহ্য সংস্কৃতির আকর্ষণীয়তা তুলে ধরেছে ।

হাঁসি , প্রশংসা ও তুমুল করতালির মধ্য দিয়ে চীনের চাং চৌ পুতুল নাচ দলের অভিনয় ২ শ'রও বেশি দর্শকের পছন্দের প্রকাশ পেয়েছে । ৮ বছর বয়সী মেয়ে মোনিকা অনুষ্ঠান দেখার পর অনেক আনন্দিত হয়েছে এবং বিশেষ করে একটি পুতুল টাইগার কিনেছে । সে বলে :  

এ অনুষ্ঠানকে আমারঅনেক পছন্দ হয়েছে । চীনের পুতুল নাচ পোল্যান্ডের চেয়ে আলাদা । খুব মজার ।

চাং চৌয়ের পুতুল নাচের সুদীর্ঘ ইতিহাস রয়েছে । এবার পোল্যান্ড সফরে এ দল বিশেষ করে ইউরোপীয় শিশুদের জন্য সহজেই বোঝা যায় এমন তিনটি পুতুল নাচ বাছাই করে অভিনয় দেখিয়েছে । এ দলের প্রধান ছেন উই ছি জানিয়েছেন :

আমরা এবার পোল্যান্ডের ইস্ট উইন্ড পোল্যান্ড-চীন সংস্কৃতি ও শিল্প তহবিলের আমন্ত্রণে পোল্যান্ডে ১৬ দিনব্যাপী অভিনয় প্রদর্শন করি । অভিনয় প্রদর্শনের মধ্যে শিশুদের পছন্দের নাটক আছে , বরং প্রাচীনকালের গল্পও আছে । তারা আমাদের নাটক দেখে অনেক পছন্দ করেছে ।

শিশুদের নিয়ে নাটক দেখা ওয়ারশোর একটি প্রাথমিক স্কুলের শিক্ষক আন্না সেরচানোভস্কো বলেন , নাটকটি খুব বৈশিষ্ট্যময় , শিশুদের খুব পছন্দ হয়েছে ।

এমন অভিনয় শিশুরা প্রথমবারের মত দেখেছে । বোঝা যায় , তারা এমন অনুষ্ঠান অনেক পছন্দ করে । আমি খুব খুশি যে শিশুরা এমন সুযোগ পেয়ে এত বৈশিষ্ট্যময় একটি অনুষ্ঠান দেখতে পেরেছে । এ ধরনের অনুষ্ঠান আগে আমরা কখনোই উপভোগ করি নি ।

চাং চৌ পুতুল নাটক দলের ৮ জন সদস্য পোল্যান্ডের ১০টিরও বেশি শহরে ১৬টিরও বেশি অনুষ্ঠান দর্শকদের দেখাবেন । এবার চাং চৌ পুতুল নাচ দলের অভিনয় সম্পর্কে ওয়ারশো পুতুল থিয়েটারের প্রধান মিরোস্লো কোর্জেব ভূয়সী প্রশংসা করেছেন । তিনি বলেন :

চীনের পুতুল নাচ দল পোল্যান্ডে অভিনয় করতে পারায় আমরা খুব খুশি । আমাদের শিশুদের জন্য কাছ থেকে চীনের পুতুল শিল্পের আকর্ষণীয়তা উপভোগ করার সুযোগ এনে দিয়েছে । তাদের অভিনয় চমত্কার এবং বিশ্বের উন্নত মানের । আমি খুব সন্তুষ্ট ।

ইস্ট উইন্ড পোল্যান্ড-চীন সংস্কৃতি ও শিল্প তহবিরের চেয়ারম্যান গরজেগোস কালিক বলেন :

আমাদের কাজের প্রধান বিষয় বরারবই পোল্যান্ডে চীনের সংস্কৃতিকে জনপ্রিয় করে তোলা । পোল্যান্ডের জনগণ বিভিন্ন ধরনের চীনের সংস্কৃতি উপলব্ধি করার জন্য আমরা চেষ্টা করছি ।

  • সাক্ষাত্কার
  • সর্বশেষ সংবাদ
  • অন-লাইন জরীপ
     
    © China Radio International.CRI. All Rights Reserved.
    16A Shijingshan Road, Beijing, China