v চীনের বিশ্ব কোষv চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগ
ইয়ুন নান প্রদেশ মাদক দমনের কাজ ব্যাপকভাবে চলছে
2009-06-26 15:36:57

গত বছরের শুরু দিক থেকে এ পর্যন্ত চীনের ইয়ুন নান প্রদেশ পর্যায়ক্রমে প্রায় ১৮ হাজার ৭২৭টি মাদক অপরাধী মামলা রায় করেছে। এর ফলে ২২ হাজার ৪০ সন্দেহভাজন গ্রেফতার এবং ৯ হাজার ৮৪৪ কিলোগ্রাম মাদকদ্রব্য উদ্ধার করেছে।

চীনের গণ-নিরাপত্তা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, গত বছর ইয়ুন নান প্রদেশ উদ্ধার করেছে সকল মাদক সারা দেশের মোট পরিমানের ৬৭.২৭ শতাংশে দাঁড়িয়েছে।

ইয়ুন নান প্রদেশের খুন মিংয়ে "ইউনিভাসল মাদক বিরোধী সম্মেলনের" ১০০তম বার্ষিকীর উদযাপনী অনুষ্ঠানে অংশগ্রহণকারী জাতিসংঘের মাদক ও অপরাধ কার্যালয়ের মহাপরিচালক এন্টোনিও মারিয়া কোস্টা এবং আন্তর্জাতিক মাদকদ্রব্য পরিচালনা ব্যুরোর চেয়ারম্যান হারমিড এ গোড্স চীনের মাদক দমন কাজের ভূয়সী প্রশংসা করেছেন ।

কোস্টা সংবাদদাতার এক বিশেষ সাক্ষাত্কারে বলেন , বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে চীন মাদক দমনের ক্ষেত্রে বিরাট অবদান রেখেছে । চীন কার্যকর ব্যবস্থা নিয়ে একটি দায়িত্বশীল দেশের প্রতিশ্রুতি বাস্তবায়ন করছে । আন্তর্জাতিক সম্প্রদায় চীনের প্রচেষ্টার স্বীকৃতিও দিয়েছে ।

গোড্স সাক্ষাত্কালে বলেন , সাম্প্রতিক বছরগুলোতে চীন ধারাবাহিকভাবে মাদক নিষিদ্ধ কাজ করছে । চীন সরকার কমিউনিটি ও স্কুলসহ বিভিন্ন স্থানে মাদক নিষিদ্ধের প্রয়োজনীয়তা প্রচার করেছে এবং মাদকের ক্ষতি সম্পর্কে গোটা সমাজ , বিশেষ করে তরুণ তরুণীদের উপলব্ধি বাড়ানোর ওপর গুরুত্ব দেয় । এটা খুব গুরুত্বপূর্ণ ।

সম্প্রতি চীনের গণ নিরাপত্তা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে , ২০০৮ সালের জানুয়ারী থেকে নভেম্বর পর্যন্ত সময়ের মধ্যে চীনে মোট ৫৫ হাজার মাদক সংক্রান্ত মামলার নিষ্পত্তি হয়েছে এবং ৬৫ হাজার মাদক সংক্রান্ত আসামীকে গ্রেফতার করা হয়েছে ।

এ সংখ্যা ২০০৭ সালের প্রায় সমান ছিল । অন্য এক পরিসংখ্যান থেকে জানা গেছে , গত বছরের প্রথম এগারো মাসে চীনে মাদক তৈরী ও পাচারের কাজে নিয়োজিত ১ হাজার ৩০০টি অপরাধী গোষ্ঠীকে উত্খাত করা হয় এবং ৩.৯ টন হেরোইন ও ৭৫০ টন মাদক তৈরির রাসায়নিক দ্রব্য উদ্ধার করা হয় ।

জানা গেছে , ২০০৮ সালে চীন মাদক সংক্রান্ত অপরাধ দমনের ব্যবস্থা আরো সুসংহত করেছে । পাশাপাশি মাদক সংক্রান্ত অপরাধ দমনের কাজ জোরদারের জন্যে চীন মাদক নিরোধ ব্যবস্থার সংস্কারকে আরো গভীরতর করেছে এবং মাদক দমনের ক্ষেত্রে নানা ধরণের আন্তর্জাতিক সহযোগিতা সম্প্রসারণ করেছে ।--ওয়াং হাইমান

  • সাক্ষাত্কার
  • সর্বশেষ সংবাদ
  • অন-লাইন জরীপ
     
    © China Radio International.CRI. All Rights Reserved.
    16A Shijingshan Road, Beijing, China