বাংলাদেশের জামালপুর জেলার শ্রোতা এম, সবুজ মাহমুদ তার চিঠিতে লিখেছেন, আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা গ্রহণ করবেন। আশা করি বাংলা বিভাগের সকল কর্মী ভালো এবং সুস্থ্য সবল আছেন। আমি সি আর আই বাংলা অনুষ্ঠানের একজন নিয়মিত শ্রোতা । সময় পেলে আমি অবশ্যই আপনাদের বাংলা অনুষ্ঠান শুনি। সি আর আইয়ের প্রচারিত বাংলা অনুষ্ঠান আমার খুব ভাল লাগে। সপ্তাহের চলুন বেড়িয়ে আসি , প্রতি চীন ভাষা শিক্ষা এবং প্রতি শুনিবারের শ্রোতা সন্ধ্যা আমার প্রিয় অনুষ্ঠান। আমি এ সব অনুষ্ঠান শুনতে মিস করতে চাই না। যদি কোন দিন ব্যস্ততার কারণে আপনাদের অনুষ্ঠান শুনতে না পারি তাহলে মন খুব খারাপ লাগে।
প্রিয় বন্ধু, আপনি আমাদের একজন পুরাতন শ্রোতা। দীর্ঘ দিন ধরে আমাদের অনুষ্ঠান শুনে থাকেন। আমরা মাঝে মাঝে আপনার কাছ থেকে চিঠি পেয়ে থাকি। আশা করি নিয়মিত আমাদের বাংলা অনুষ্ঠান শুনবেন। চীন সর্ম্পকে কোন প্রশ্ন থাকলে এবং আমাদের বাংলা অনুষ্ঠান সর্ম্পকে কোন পরামর্শ থাকলে আমাদের চিঠি লিখে জানাবেন। আমাদের অনুষ্ঠান আরও সুন্দর করার জন্য আমরা অবশ্যই যথাসাধ্য প্রচেষ্টা চালাবো।
বাংলাদেশের রাজবাড়ী জেলার শ্রোতা মো: মনিরুল ইসলাম তার চিঠিতে লিখেছেন, আমি আপনাদের বাংলা অনুষ্ঠান নিয়মিত শুনি।অনুষ্ঠান শুনতে আমার এতই ভাললাগে যে আমি এই সামান্য কাগজ-কলমে লিখে ভাষায় প্রকাশ করতে পারবো না।আমি যখন অনুষ্ঠান শুনি তখন আমার মন প্রাণ সবকিছু থাকে সি আর আই এর মধ্যে। তাইতো তখন পৃথিবীর সবকিছু ভুলে গিয়ে আমি শুনি সি আর আই এর অনুষ্ঠান। অনুষ্ঠান যখন শেষ হয়ে যায় তখন আমার জানটাই মনে হয় যেন বেরিয়ে যায়। আমি সি আর আই এর অনুষ্ঠান খুবই মনোযোগ সহাকারে শুনি এবং এই অনুষ্ঠান রেকড করে আমি পরে অন্যকে শুনাই। অনুষ্ঠান শুনতে ও চিঠি লিখতে উত্সাহ দেই। যদি কোন কারণে এক দিন আমার এই অনুষ্ঠান শুনা মিস হয় তবে আমি পরদিন বাংলাদেশ সময় সকাল ৮ থেকে ৯টা পযর্ন্ত সি আর আই এর বাংলা অনুষ্ঠানের পুন:প্রচার শুনি। অনুষ্ঠান শুনতে আমার এতই ভালো লাগে যে আমার ইচ্ছা করে প্রায় প্রতিদিনই সি আর আইকে লিখতে। কিন্তু কর্মব্যস্ততার কারণে হয়তো বা আর সম্ভব হয় না। তবুও আমি যখনই সুযোগ পাই তখনই আমি সি আর আইকে লিখে জানাতে শুরু করি আমার অন্তরের মাঝে জমে থাকা কথাগুলো। সি আর আই এর অনুষ্ঠানের মধ্যে প্রতি শরিবারের " শ্রোতা সন্ধ্যা " প্রতি চীন ভাষা শিক্ষা অনুষ্ঠান শুনতে খুব লালো লাগে। বতর্মানে আমার ক্লাবের মোট সগস্য সংখ্যা ৫০ জন। সবাই এক সাথে বসে প্রতিদিন সি আর আই এর বাংলা অনুষ্ঠান শুনে থাকি। অনুষ্ঠানের শোনার মান ভাল।
প্রিয় শ্রোতা বন্ধু, আপনি সত্যিই আমাদের একজন ভক্ত শ্রোতা। আপনি এত মনোযোগে আমাদের অনুষ্ঠান শুনে থাকেন তা জেনে খুব মুগ্ধ হয়েছি। আপনার মতো এত ভক্ত শ্রোতা পাওয়া সত্যিই আমাদের সুভাগ্য। আপনার মতো শ্রোতা বন্ধুদের আন্তরিক সহযোগিতা ছাড়া আমাদের বাংলা অনুষ্ঠানের উন্নতি প্রায় অসম্ভব। সুতরাং আমাদের অনুষ্ঠান আরও উন্নত করার জন্য শ্রোতা বন্ধুদের অকৃত্রীম সহযোগিতা খুবই দরকার। আশা করি আগের মতো ভবিষ্যতেও আমাদের বাংলা অনুষ্ঠান শুনবেন। আমাদের অনুষ্ঠান সম্পর্কে কোনো মতামত থাকলে আমাদের চিঠি লিখতে ভূলবেন না।
বাংলাদেশের সিরাজগঞ্জ জেলার আলো রেডিও লিসের্নাস ক্লাবের সভাপতি সাস্টার তুহিন তার চিঠিতে লিখেছেন, আমাদের পক্ষ থেকে সি আর আই বাংলা বিভাগের সবাইকে জানায় ফুলের শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভাল আছেন। আমাদের ক্লাবের সকল শ্রোতা সি আর আই বাংলা অনুষ্ঠান নিয়মিত মন দিয়ে শুনে আসছি। ভীষণ ভাল লাগছে। আমার আন্তরিক আশা হলো: সি আর আই বাংলা অনুষ্ঠান দিন দিন উন্নত হবে।
প্রিয় শ্রোতা বন্ধু, প্রথমে বাংলা বিভাগের পক্ষ থেকে আপনার শ্রোতা ক্লাবের সকলকে আন্তরিক শুভেচ্ছা জানাই। ধন্যবাদ আমাদের বাংলা অনুষ্ঠান মন দিয়ে শোনার জন্য। আমাদের অনুষ্ঠানের মান বাড়ানোর জন্য গত কয়েক বছরে বাংলা বিভাগের সকল কর্মী খুব প্রচেষ্টা চালিয়ে আসছি। আপনি অবশ্যই সচেতন হয়েছেন যে, সি আর আই এর বতর্মান বাংলা অনুষ্ঠান আগের চেয়ে বেশ কিছু উন্নত হয়েছে। অবশ্যই শ্রোতাদের আন্তরিক সহযোগিতা ছাড়া আমাদের অনুষ্ঠানের উন্নতি প্রায় অসম্ভব । আশা করি , নিয়মিত আমাদের অনুষ্ঠান শুনবেন । আমাদের অনুষ্ঠান সম্পর্কে পরামর্শ দেওয়ার জন্য আপনাকে অনুরোধ করছি। নিয়মিত আমাদের সঙ্গে যোগাযোগ রাখবেন।
বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলার আব্দুল মান্নান তার চিঠিতে লিখেছেন, হার্দীক শুভেচ্ছা এবং অভিনন্দন রইল। আশা করি আপনারা খুব ভাল আছেন। আর আমরাও খুব থেকে সি আর আই –এর বাংলা অনুষ্ঠান উপভোগ করছি। আপনাদের প্রচারিত বাংলা অনুষ্ঠান আমাদের খুব আনন্দ দেয়। সত্যিই কথা বলতে জ্ঞান বিস্তারের ক্ষেত্রে সি আর আই-এর মত গুরুত্ব পূর্ণ ভূমিকা পালন করছে এমন বেতার খুব কম আমাদের নজরে পড়েছে। অনন্য ভূমিকা এবং অবদান রাখার জন্য সি আর আই –এর কাছে আমরা অত্যন্ত কৃতজ্ঞ। আমাদের বিশ্বাস আপনারা আপনাদের সুনাম অক্ষুন্ন রাখবেন আপনাদের উষ্ণ ছোয়া আমাদের আরও কাছে টেনে আনবেন। আমরা আরও বিশ্বাস করি সি আর আই বিগত দিনে যা পেয়েছি আগামী দিনগুলোতে আরও পাব।
প্রিয় শ্রোতা বন্ধু, আপনি আমাদের একজন নিয়মিত শ্রোতা । আমরা প্রায়ই আপনার চিঠি পেয়ে থাকি। আশা করি আগের মতো ভবিষ্যতেও আমাদের অনুষ্ঠান শুনবেন। অনুষ্ঠান সর্ম্পকে কোন মতামত বা পরামর্শ থাকলে আমাদের চিঠি লিখে জানাবেন। কারণ আমাদের অনুষ্ঠান আরও সুন্দর করার জন্য শ্রোতাদের আন্তরিক সহযোগিতা একান্ত প্রয়োজন।
বাংলাদেশের ঝিনাইদহ জেলার শ্রোতা শ্রী সুকদের কুমার ঘোষ তার চিঠিতে লিখেছেন, পত্রে শুভেচ্ছা জানাবেন। আমি সি আর আই এর বাংলা অনুষ্ঠানের একজন নিয়মিত শ্রোতা । গত পাঁচ বছর ধরে আমি আপনাদের বাংলা অনুষ্ঠান শুনে আসছি। আপনাদের প্রচারিত সকল অনুষ্ঠান আমার খুব ভাল লাগে। বিশেষ করে চলুন বেড়িয়ে আসি , শ্রোতা সন্ধ্যা ও প্রতি দিনের চীনা ভাষা শিক্ষা অনুষ্ঠান আমাদের সবচেয়ে প্রিয় অনুষ্ঠান। সময় থাকলে আমি কোন দিন সি আর আই-এর বাংলা অনুষ্ঠান শুনতে মিস করতে চাই না। আপনাদের বাংলা অনুষ্ঠান আরও সুন্দর হবে বলে আমি আশা করি।
শ্রোতা বন্ধু, ধন্যবাদ আমাদের অনুষ্ঠান মনোযোগ সহকারে শোনার জন্য । আপনি আমাদের একজন ভক্ত শ্রোতা । দীর্ঘ দিন ধরে আপনি আমাদের অনুষ্ঠান শুনে আসছি। আসলে আপনার মতো শ্রোতার আন্তরিক সহযোগিতা ছাড়া আমাদের অনুষ্ঠান আরও উন্নত করে তোলা সম্ভব নয়। আশা করি নিয়মিত আমাদের অনুষ্ঠান শুনবেন। চীন সর্ম্পকে কোন প্রশ্ন বা সি আর আই সর্ম্পকে কোন পরামর্শ থাকলে আমাদের চিঠি লিখে জানাবেন। আপনার প্রশ্ন বা পরার্মশ আমাদের প্রতি শনিবারের এ বিশেষ অনুষ্ঠানে প্রকাশিত হবে।
বাংলাদেশের ন্ওগা জেলার শ্রোতা রাবাকা সুলতানা তার চিঠিতে লিখেছেন, পত্রের মুরুতে চীন আন্তর্জাতিক বেতারের বাংলা বিভাগের প্রধান ও অন্যান্য সংশ্লিষ্ট কলাকুশালী বন্ধুদের প্রতি আমার আন্তরিক ভালবাসায় শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি সি আর আই পরিবাবের সকল বন্ধু মহোদ্বয় বেশ ভাল আছেন। আমি চীন আন্তর্জাতিক বেতারের এক নিয়মিত শ্রোতা । নিয়মিত আপনাদের প্রচারিত সকল অনুষ্ঠান মালা মনোযোগ সহাকারে শুনে আসছি। আপনাদের তথ্যবহুল জ্ঞান সমৃদ্ধ সফল অনুষ্ঠান মালা আমার অত্যন্ত চমত্কার লাগে।
প্রিয় বন্ধু, আপনার মতো একজন শ্রোতা পাওয়া আমাদের সৌভাগ্য। আপনি দীর্ঘ কাল ধরে আমাদের বাংলা অনুষ্ঠান শুনে আসছেন। আমরা নিয়মিত আপনার কাছ থেকে চিঠি পেয়ে থাকি। আশা করি আগের মোত ভবিষ্যতেও আমাদের অনুষ্ঠান শুনবেন। আমাদের অনুষ্ঠান সর্ম্পকে কোন মতামত থাকলে আমাদের চিঠি লিখে জানাবেন। আমাদের অনুষ্ঠানের মান আরও বাড়ানোর জন্য শ্রোতাদের আন্তরিক সহযোগিতা একান্ত প্রয়োজন। |