সাংহাই বিশ্ব মেলা বিষয়ক সমন্বয় ব্যুরোর টিকিট কেন্দ্রের পরিচালক ছেন চুও ফু ২৪ জুন বলেছেন, চলতি বছরের ২৭ মার্চ আনুষ্ঠানিকভাবে সাংহাই বিশ্ব মেলার গ্রুপ টিকিট বিক্রি শুরু হওয়ার পর থেকে ১৮ জুন পর্যন্ত প্রথম দফায় মোট ১৭ লাখ টিকিট বিক্রি হয়েছে।
ছেন চুও ফু বলেন, টিকিট বিক্রির এবারের অবস্থা ইপ্গিত লক্ষ্যের সঙ্গে সংগতিপূর্ণ। ৩০ জুন পর্যন্ত ২০ লাখেরও বেশি টিকিট বিক্রি হবে বলে তিনি বিশ্বাস করেন।
১ জুলাই থেকে বিশ্ব মেলা টিকিটের বিক্রির দ্বিতীয় দফার কাজ শুরু হবে। গ্রুপ টিকিট ছাড়া ব্যক্তিগত টিকিট বিক্রিও আনুষ্ঠানিকভাবে শুরু হবে।
খোং চিয়া চিয়া |