সম্প্রতি ২০০৮সালে ইয়ুন নান প্রদেশের প্রযুক্তি ও বিজ্ঞান সংশ্লিষ্ট পুরস্কার বিতরণী সম্মেলন সূত্রে জানা গেছে, ২০১২ সালের মধ্যে ইয়ুন নান প্রদেশে প্রযুক্তিগত উদ্ভাবনা পার্ক নির্মিত হবে।
জানা গেছে, সৃজনশীল ইয়ুন নান প্রদেশ প্রতিষ্ঠা করার এক বছরে এ প্রদেশে ২২২টি নতুন পণ্য উত্পাদিত হয়েছে। গুরুত্বপূর্ণ শিল্প উন্নয়নের ৩৩১টি প্রধান প্রযুক্তিগত সমস্যার সমাধান করা হয়েছে। পুরো প্রদেশে ৪০৮৯ পেটেন্ট আবেদন পাওয়া গেছে। যা গত বছরের একই সময়ের চেয়ে ৩১.৬ শতাংশ বেশি।
আগামীতে ইয়ুন নান প্রদেশ ছ'টি দিক থেকে সৃজনশীল প্রদেশ প্রতিষ্ঠার পরিকল্পনা বাস্তবায়ন করবে। রঙিন ধাতু, ফিসফর ক্যামিক্যাল, রাসায়িক কয়লা এবং সাজ-সরঞ্জাম উত্পাদনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ শিল্পকে কেন্দ্র করে প্রযুক্তির মাধ্যমে প্রদেশের উন্নয়ন করা। এ পরিকল্পনায় রয়েছে ৩০টি কৌশলগত গুরুত্বপূর্ণ প্রকল্প ও ২০টি গুরুত্বপূর্ণ সাজ-সরঞ্জাম ও কেন্দ্রীয় যন্ত্রাংশ গবেষণা সংক্রান্ত প্রকল্প, ৫০টি স্বতন্ত্র মেধা সম্পদ অধিকারী পণ্য উত্পাদনের লক্ষ। তাছাড়া গ্রীণহাউস নির্গমন সংশ্লিষ্ট উন্নত প্রযুক্তি ও পণ্য সম্প্রসারণ করা হবে। হাই-টেক প্রযুক্তি শিল্প প্রতিষ্ঠানগুলোর ফলপ্রসূতা দ্বিগুণ হারে উন্নীত করা হবে।
তাছাড়া, চীন সরকারের উদ্যোগে ইয়ুন নান প্রদেশে নিজের ভৌগলিক সুবিধা, সমৃদ্ধ জ্বালানি এবং পরিবেশের সুবিধাকে কাজে লাগিয়ে ২০১২ সালের মধ্যে প্রযুক্তিগত উদ্ভাবনী পার্ক প্রতিষ্ঠার কাজ সম্পন্ন করবে। এ পার্কে দেশ বিদেশের শিল্প প্রতিষ্ঠান, উচ্চ বিদ্যালয়, একাডেমী ও তাদের সঙ্গে ১০০টি ল্যাব, গবেষণা কেন্দ্র, প্রযুক্তি কেন্দ্র ও প্রকল্প কেন্দ্র প্রতিষ্ঠা করা হবে। চীনের প্রথম শ্রেণীর ও আন্তর্জাতিক পর্যায়ের গবেষণা কেন্দ্র প্রতিষ্ঠা ও গণ প্রযুক্তি প্ল্যাটফর্ম প্রতিষ্ঠার মাধ্যমে ইয়ুন নান প্রদেশের শিল্প ও শিল্প প্রতিষ্ঠাগুলোকে উদ্ভাবনীর নতুন প্ল্যাটফর্ম যোগানো হবে।
ইয়ুন নান প্রদেশে ব্যবহার্য প্রযুক্তি একাডেমীও গড়ে তোলা হবে। এ একাডেমীর মাধ্যমে পুরো প্রদেশের প্রযুক্তি সম্পদ, নতুন কাঠামো প্রতিষ্ঠা করা হবে। এ ছাড়াও রঙিন ধাতু, রাসানিক কয়লা, জৈব সম্পদ উন্নয়নসহ বিভিন্ন বৈচিত্র্যময় প্রযুক্তির প্রথম অবস্থান বজায় রাখা হবে।
জানা গেছে, এ বছর থেকে আগামী পাঁচ থেকে ১০ বছরের মধ্যে ইয়ুন নান প্রদেশ প্রযুক্তি, অর্থনীতি, ব্যাংকিং, খনিজ, জ্বালানি, জৈব ও পর্যটনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ শিল্প উন্নয়নের জন্য বিদেশ থেকে একশজনেরও বেশি উচ্চ পর্যায়ের জনশক্তি আমদানি করা হবে। (ওয়াং তান হোং) |