v চীনের বিশ্ব কোষv চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগ
চীনে বায়ুশক্তিকে কাজে লাগানোর ক্ষেত্রে ব্যাপক অগ্রগতি
2009-06-25 00:17:55
পরিবেশ রক্ষী জ্বালানি হিসেবে বায়ুশক্তি দিয়ে বিদ্যুত্ উত্পাদন করা হলে কোনো প্রকার গীণহাউস গ্যাস নির্গমন হয় না। এ সুবিধা দেখে চীন বায়ুশক্তিকে নতুন শক্তিসম্পদের মধ্যে গুরুত্বপূর্ণ শক্তি হিসেবে দেখে।

চীনের বায়ুশক্তি খুব সমৃদ্ধ। বায়ু শক্তির পরিমাণ ১ বিলিয়ন কিলোওয়াট। তার মানে ৬০ শতাংশ বায়ুশক্তি উন্নয়ন করলেই চীনের বর্তমান বিদ্যুত চাহিদা মোটানো যায়।

বায়ুশক্তি উন্নয়নের জন্য চীন সরকার ধারাবাহিক কিছু ব্যবস্থা গ্রহণ করেছে। ২০০৫ সালে চীনের বায়ুশক্তি দিয়ে বিদ্যুত্ উত্পাদনকারী যন্ত্রপতির ক্ষমতার পরিমাণ ১২.৬ লাখ কিলোওয়াট। ২০০৮ সালে এ সংখ্যা দশগুণ বেড়েছে। যুক্তরাষ্ট্র, জার্মানি, স্পেনের পরে বায়ুশক্তি দিয়ে এক কোটি কিলোওয়াট বিদ্যুত্ উত্পাদন করতে পারে চীন হচ্ছে এমন একটি দেশ। এ সম্পর্কে চীনের জাতীয় শক্তিসম্পদ ব্যুরোর নতুন শক্তিসম্পদ ও পুনর্ব্যবহার্য শক্তিসম্পদ বিষয়ক বিভাগের উপ-মহাপরিচালক শি লি শান বলেন, 'চীনে বায়ুশক্তি দিয়ে উত্পাদনকারী যন্ত্রপতির ক্ষমতা দ্বিগুণ হারে বেড়ে যাচ্ছে। ২০০৮ সালের শেষ দিকে এ পরিমাণ ১২০ লাখ কিলোওয়াটে দাঁড়িয়েছে। বর্তমানে এ ক্ষেত্রে চীন বিশ্বের চতুর্থ স্থানে রয়েছে। ২০১০ সালের শেষ দিকে এ পরিমাণ ৩০০ লাখ কিলোওয়াটে দাঁড়ানোর সম্ভাবনা রয়েছে।

বায়ুশক্তি উন্নয়নে চীনের নতুন জনশক্তি সংশ্লিষ্ট শিল্পপ্রতিষ্ঠানের অবদান রয়েছে। চার বছর আগে বায়ুশক্তি দিয়ে বিদ্যুত্ উত্পাদনকারী শিল্পপ্রতিষ্ঠান- চীনের লুং ইয়ুন বিদ্যুত্ গোষ্ঠি চিয়াং সু প্রদেশে বায়ুশক্তি দিয়ে বিদ্যুত্ উত্পাদনকারী কোম্পানি লিমিটেড গড়ে তুলেছে। চিয়াং সু প্রদেশের সমৃদ্ধ বায়ুশক্তি রয়েছে। পরিকল্পনা অনুযায়ী আগামী অক্টোবর মাস পর্যন্ত এ কোম্পানি বিদ্যুত্ উত্পাদনের দ্বারা ৮ লাখ পরিবারের এক বছরের জন্য বিদ্যুত্ সরবরাহ করতে পারবে। লু ইয়ুন গোষ্ঠির মহাব্যবস্থাপক হুয়াং ছুয়ান বলেন, বর্তমানে লুং ইয়ুন গোষ্ঠি ১৬টি প্রদেশে বায়ুশক্তি দিয়ে বিদ্যুত্ উত্পাদন শুরু করেছে। আমরা পরিকল্পনা করেছি যে, ২০১০ সালের মধ্যে বিদ্যুত্ উত্পাদনকারী যন্ত্রপতির ক্ষমতার পরিমাণ ৬০ লাখ কিলোওয়াট, ২০১২ সালের মধ্যে ৯০ লাখ কিলোওয়াট এবং ২০২০ সালের মধ্যে ২০০ লাখ কিলোওয়াটে নিয়ে আসতে সক্ষম হবো।

চীনের জাতীয় শক্তিসম্পদ বিষয়ক ব্যুরোর এক পরিসংখ্যান থেকে জানা গেছে, বর্তমানে চীন ২০টিরও বেশি প্রদেশে ২৪০টি বায়ুশক্তি চালিত বিদ্যুত কেন্দ্র গড়ে তুলেছে। সেখানে মোট ১১হাজার বিদ্যুত্ উত্পাদন যন্ত্রপতি স্থাপন করা হয়েছে।

চীনে সমৃদ্ধ বায়ুশক্তি থাকার পাশাপাশি এ বায়ুশক্তি বিভিন্ন জায়গায়ও রয়েছে। দক্ষিণ পূর্ব উপকূলীয় অঞ্চল, উত্তর পশ্চিমাঞ্চলের সিন চিয়াং ও অন্তঃর্মঙ্গোলিয়াসহ অনেক স্থানেই সমৃদ্ধ বায়ুশক্তি রয়েছে। এটি বায়ুশক্তি উন্নয়নের জন্য সুবিধাজনক। উত্তর সিন চিয়াং স্বায়ত্তশাসিত অঞ্চলের বুরচিন জেলায় সমৃদ্ধ বায়ুশক্তি থাকার কারণে পরপর ৮টি বিদ্যুত্ উত্পাদনকারী শিল্পপ্রতিষ্ঠান এখানে তাদের শাখা স্থাপন করেছে। এর মধ্যে একটি বায়ুশক্তি চালিত বিদ্যুত্ কেন্দ্র ইতোমধ্যেই বিদ্যুত্ উত্পাদন শুরু করেছে। এ প্রকল্প বুরচিন জেলা থেকে ২০ কিলোমিটার দূরে একটি পাহাড়ে নির্মাণ করা হয়েছে। ৬৬টি ৬০ মিটার উচুঁ যন্ত্রপাতি পাহাড়ে স্থাপন করা হয়েছে। যার সৌন্দর্য্যও অনেকের দৃষ্টি আকর্ষণ করে। এ প্রকল্পের দায়িত্বশীল কর্মকর্তা চৌ লাই কুও বলেন,'এ প্রকল্পের প্রথম পর্যায়ে ৬৬টি ৭৫০ কিলোওয়াটের কেন্দ্র স্থাপন করা হয়েছে। যার বিদ্যুত্ উত্পাদনের পরিমাণ ৪৯ হাজার ৫শো কিলোওয়াট। প্রতি কেন্দ্র বিদ্যুত্ উত্পাদনের পরিমাণ ৭৫০ কিলোওয়াট। যার মানে প্রতিটি কেন্দ্র প্রতি ঘন্টায় ৭৫০ কিলোওয়াট বিদ্যুত্ উত্পাদন করতে পারে। ফলে বুরচিন জেলার ৪ শতাংশ বিদ্যুতের চাহিদা মেটানো সম্ভব হয়েছে।

চীনে বায়ুশক্তি দিয়ে বিদ্যুত্ উত্পাদন করা শিল্পের দ্রুত উন্নয়ন হয়েছে। যার ফলে এ সংশ্লিষ্ট শিল্পের মানেও উন্নয়ন হয়েছে। বর্তমানে চীনে বায়ুশক্তি বিদ্যুত্ উত্পাদনকারী সাজ-সরঞ্জামের বেশিভাগই নিজেদের তৈরী এবং এ ধরণের যন্ত্রপাতির মূল্য ব্যাপক হ্রাস পেয়েছে। চীনের জাতীয় জ্বালানি সম্পদের নতুন জ্বালানি ও পুনব্যবহার্য জ্বালানি বিষয়ক বিভাগের উপ-মহাপরিচালক শি লি শানে বলেন, চীনের বায়ুশক্তি চালিত বিদ্যুত্ উত্পাদনকারী কেন্দ্রের সংখ্যা দ্রুত বাড়ার পাশাপাশি এ ধরণের সাজ-সরঞ্জাম তৈরীর ক্ষেত্রেও লক্ষণীয় অগ্রগতি অর্জিত হয়েছে। তিনি বলেন, বায়ুশক্তি দিয়ে বিদ্যুত্ উত্পাদনকারী সাজ-সরঞ্জাম তৈরী করার দক্ষতারও অনেক উন্নতি হয়েছে। ২০০৪ সালে আমরা অল্প সংখ্যক ৬০০ কিলোওয়াট বিদ্যুত্ তৈরী সার-সরঞ্জাম তৈরী করতে পারতাম। বর্তমানে আমরা পর্যায় ক্রমে মতো ১৫০০ ও ২০০০ কিলোওয়াট সম্পন্ন সাজ-সরঞ্জাম তৈরি করতে পারছি। একইভাবে ৩০০০ কিলোওয়াটের যন্ত্রপাতিও তৈরি করা আমাদের সম্ভব হবে।

বর্তমানে চীন বড় আকারের বায়ুশক্তির সাহায্যে বিদ্যুত্ উত্পাদনকারী যন্ত্রপাতি তৈরীর প্রযুক্তি আয়ত্তে আনতে পেরেছে। সারা চীনে ৭০টিরও বেশি শিল্পপ্রতিষ্ঠান এ ধরণের যন্ত্রপাতি তৈরী করতে শুরু করেছে।

সংশ্লিষ্ট পরিকল্পনা অনুযায়ী আগামী দু'বছরের মধ্যে চীন হো পেই, অন্তঃর্মঙ্গোলিয়া, লিয়াও নিং, চি লিন ও সিন চিয়াংসহ বিভিন্ন অঞ্চলে ১০টিরও বেশি এক বিলিয়ন কিলোওয়াট বিদ্যুত্ উত্পাদন করতে পারে এমন কেন্দ্র নির্মাণ করবে। মাঠে বায়ুশক্তি উন্নয়নের পাশাপাশি চীন সামুদ্রিক বায়ুশক্তিরও উন্নয়ন করছে। তাছাড়া, চীন সরকার নীতিগত ও প্রযুক্তিগত পরিবেশ উন্নয়নের চেষ্টা করে যাচ্ছে। যাতে ভবিষ্যতে চীনের বায়ুশক্তি দিয়ে বিদ্যুত্ উত্পাদন শিল্পের সুষ্ঠু ও টেকসই উন্নয়ন হতে পারে। (ওয়া তান হোং)

  • সাক্ষাত্কার
  • সর্বশেষ সংবাদ
  • অন-লাইন জরীপ
     
    © China Radio International.CRI. All Rights Reserved.
    16A Shijingshan Road, Beijing, China