বন্ধুরা, আপনারা এখন 'স্বপ্নকে অতিক্রম করো' নামে গানটি শুনছেন। গানের সুর দিয়েছেন ওয়াং শিয়াও ফাং, কথা লিখেছেন হান পাও, গেয়েছেন বিখ্যাত কণ্ঠ শিল্পী ওয়াং চাং চাং। ২০০১ সালে এ গানটি চীনের দ্বিতীয়বার অলিম্পিক গেমস আয়োজনের অধিকার আবেদনের গান হিসেবে প্রচারিত হয়েছে। গানের কথা এমন, 'পবিত্র অগ্নি প্রথমবারের মতো জ্বালিয়ে তোলার সময় আমাদের ভরসা অনেক ছিল। কয়েক বারের জন্য অপেক্ষা করলেও হতাশ হতে হয় না। হাসির পরেই থাকে কান্নার অশ্রু। স্বপ্নকে ছাড়িয়ে একসাথে উড়ে বেড়াই। তুমি আমি খোলা মন নিয়ে মুখোমুখি হই। আর এ মুহুর্তের দৃশ্য চিরকাল হয়ে জেগে থাকবে।'
প্রতিটি মানুষের মনের স্বপ্ন যেন একটি পবিত্র শব্দ। স্বপ্ন থাকার কারণেই আমাদের জীবনের লক্ষ্যবস্তু থাকে এবং বিশেষ তাত্পর্য আছে। এ গান অলিম্পিক গেমসের গান হিসেবে জনপ্রিয় হয়েছে। তবু এখনো আমরা যখন এ গানটি শুনি বা গাই, মনের ভিতর এক সীমাহীন শক্তি পাওয়া যায়। তার মধ্য দিয়ে আমরা ব্যর্থতাকে ভুলে যাই এবং ভবিষ্যতের দিকে এগিয়ে যাই।
শিল্পী ওয়াং চাং চাং বলেন, 'প্রতিটি মানুষের জন্যই 'স্বপ্নকে অতিক্রম করো' গানটি উপভোগ্য। কারণ, সব মানুষেরই নিজের একটি স্বপ্ন থাকে। আমি মনে করি, এ গানটি মানুষকে উত্সাহিত করে। বর্তমান যুগে জন্মগ্রহণ করায় আমরা সত্যিই সৌভাগ্যবান। কারণ, এ যুগে আমরা অনেক সুযোগ সুবিধা পেয়েছি। আমি এখানে আছি বলে সত্যি আনন্দিত।' (ইয়ু কুয়াং ইউয়ে) |