v চীনের বিশ্ব কোষv চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগ
চীন ঐতিহ্যবাহী চিকিত্সা ও ভেষজ ওষুধের ব্যবহারের ওপর গবেষণা চালিয়ে নতুন উদ্ভাবন ত্বরান্বিত করছে
2009-06-22 19:48:43
চীনা ঐতিহ্যবাহী চিকিত্সা ও ভেষজ ওষুধ হচ্ছে চীনের বিভিন্ন জাতির লোকের কয়েক হাজার বছরের চর্চা ও রোগ প্রতিরোধের মাধ্যমে পরিণত হওয়া অব্যাহত উন্নত চিকিত্সা ক্ষেত্রের বিজ্ঞান। চীন গবেষণা চালিয়ে ঐতিহ্যবাহী চিকিত্সা ও ভেষজ ওষুধের মান উন্নয়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখছে এবং বিশ্বের সভ্যতা ও উন্নয়নের জন্য ইতিবাচক ভূমিকা পালন করছে। সম্প্রতি চীনের রাষ্ট্রীয় পরিষদ "চীনা ঐতিহ্যবাহী চিকিত্সা ও ভেষজ ওষুধের ওপর গবেষণা কাজের উন্নয়নকে সমর্থন ও ত্বরান্বিত করার কিছু প্রস্তাব" প্রকাশ করেছে। চীনা ঐতিহ্যবাহী চিকিত্সা ও ভেষজ ওষুধের ওপর গবেষণা চালিয়ে যাওয়া এবং নতুন উদ্ভাবন ত্বরান্বিত করা দেশের উন্নয়ন কৌশলের গুরুত্বপূর্ণ অংশে পরিণত হয়েছে। শ্রোতা বন্ধুরা, আজকের অনুষ্ঠানে চীনা ঐতিহ্যবাহী চিকিত্সা ও ভেষজ ওষুধের ওপর চালিয়ে যাওয়া গবেষণা এবং নতুন উদ্ভাবন ত্বরান্বিত করা সম্পর্কে কিছু কথা আপনাদের শোনাবো।

দীর্ঘদিন ধরে চীনা ঐতিহ্যবাহী চিকিত্সা ও ভেষজ ওষুধের সহজ লভ্যতা, সুলভ ও নিরাপদ হিসেবে বিভিন্ন বিশেষ প্রাধান্যের মাধ্যমে পাশ্চাত্য পদ্ধতির চিকিত্সা ও ওষুধের পরিপূরকতা এবং মানুষের স্বাস্থ্য সুরক্ষা ও উন্নয়নের কাজ যৌথভাবে ভূমিকা পালন করছে। তবে অর্থনৈতিক বিশ্বায়ন, বিজ্ঞান ও প্রযুক্তির উন্নয়ন এবং আধুনিক চিকিত্সার দ্রুত উন্নয়নের পাশাপাশি বর্তমানে চীনের ঐতিহ্যবাহী চিকিত্সা ও ভেষজ ওষুধের উন্নয়নের পরিবেশ ব্যাপকভাবে পরিবর্তিত হয়েছে এবং বহু নতুন সমস্যার সম্মুখীন হয়েছে। চীনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপমন্ত্রী, জাতীয় চীনা ঐতিহ্যবাহী চিকিত্সা ও ভেষজ ওষুধ গবেষণা পরিচালনা ব্যুরোর পরিচালক ওয়াং কুও ছিয়াং এ সমস্যার ব্যাখ্যা করেছেন। তিনি বলেছেন, এসব নতুন সমস্যা চীনা ঐতিহ্যবাহী চিকিত্সা ও ভেষজ ওষুধের উন্নয়নকে গুরুতর সীমাবদ্ধ তার মধ্যে ফেলেছে। তিনি বলেন, (১)

চীনা ঐতিহ্যবাহী চিকিত্সা ও ভেষজ ওষুধ ক্ষেত্রে প্রবীণ বিশেষজ্ঞগণ অনেক অভিজ্ঞতা ও পেশাগত উত্কর্ষতা কাজে লাগাতে পারেন নি। কিছু বিশেষ চিকিত্সার পদ্ধতি ও প্রযুক্তি এখন বিলুপ্তপ্রায়। চীনা ঐতিহ্যবাহী চিকিত্সা ও ভেষজ ওষুধের প্রয়োগের উপায়ের উদ্ভাবনের অভাব। চিকিত্সা ও ভেষজ উন্নয়নের অবস্থার মধ্যে সমন্বয় নেই। চীনা ঐতিহ্যবাহী বনৌষধী সম্পদ গুরুতর ধ্বংসের মুখে। চীনা ঐতিহ্যবাহী চিকিত্সা ও ভেষজ ওষুধের উন্নয়নের মৌলিক শর্ত জটিল। এ ক্ষেত্রে দক্ষ জনশক্তির অভাব।

এ পরিস্থিতিতে চীন সরকার ঐতিহ্যবাহী চিকিত্সা ও ভেষজ ওষুধের ওপর গুরুত্ব দিয়ে তার গবেষণা কাজ ত্বরান্বিত করার সিদ্ধান্ত নিয়েছে। ওয়াং কুও ছিয়াং বলেন, শিগগিরই সরকার চীনা ঐতিহ্যবাহী চিকিত্সা ও ভেষজ ওষুধের মান উন্নয়নের কিছু কেন্দ্র গড়ে তুলবে এবং কিছু গুরুত্বপূর্ণ ক্ষেত্রের উন্নয়নের জন্য প্রচেষ্টা চালাবে।তিনি বলেন, (২)

আমরা সারা দেশে ১১টি জাতীয় ঐতিহ্যবাহী চিকিত্সা ও ভেষজ ওষুধের ব্যবহারিক চর্চা কেন্দ্র গড়ে তুলতে চাই। প্রতি কেন্দ্র দুটি বা একটি বিশেষ রোগের গবেষণার ক্ষেত্রে নিখুঁত ও প্রণালীবদ্ধ গবেষণার ফ্ল্যাটফর্মে পরিণত হবে।

চীনা ঐতিহ্যবাহী চিকিত্সা ও ভেষজের উত্স্যস্থল হিসেবে চীন ঐতিহ্যবাহী চিকিত্সা ও ভেষজ ওষুধের প্রায়োগিক প্রযুক্তি ও গবেষণাসহ বিভিন্ন ক্ষেত্রে বিশ্বের প্রথম সারিতে রয়েছে। তবে চীনা ঐতিহ্যবাহী চিকিত্সা ও ভেষজ ওষুধের মানদন্ড নির্ধারণ ও ব্যবহার হচ্ছে তার উন্নয়নের প্রতিবন্ধক। দীর্ঘদিন ধরে চীনা ঐতিহ্যবাহী চিকিত্সা ও ভেষজ ওষুধের ওপর চালিয়ে যাওয়া গবেষণা হচ্ছে প্রবীন ঐতিহ্যিক চিকিত্সকের হাতে কলমে যুব চিকিত্সককে প্রশিক্ষণ দেয়া। সুতরাং এ ক্ষেত্রেও নেই একটি স্বাভাবিক মানদন্ড । এ লক্ষ্যে চীনের ঐতিহ্যবাহী চিকিত্সা ও ভেষজ ওষুধ গবেষণা পরিচালনা ব্যুরোর আইন ও নীতি এবং তত্ত্বাবধান বিভাগের পরিচালক ইয়ান শু চিয়াং বলেছেন, পরবর্তীতে চীনা ঐতিহ্যবাহী চিকিত্সা ও ভেষজ ওষুধের মানদন্ড নির্ধারণের ক্ষেত্রে গতি দ্রুততর করবে। তিনি বলেন, (৩)

আমরা আন্তর্জাতিক সংস্থার ঐতিহ্যিক চিকিত্সা ও ওষুধ মানদন্ড নির্ধারণের কর্মকান্ডে ইতিবাচকভাবে যোগ দেই। বিশ্ব স্বাস্থ্য সংস্থা হংকংয়ে ঐতিহ্যিক চিকিত্সা ও ভেষজ ওষুধ সংক্রান্ত রোগের বৈচিত্র্য এবং মানদন্ড বিষয়ক সম্মেলনের আয়োজন করে। আমরাও সক্রিয়ভাবে তাতে অংশ নিয়েছি। ২০০৬ সালে আমরা চীনা ঐতিহ্যবাহী চিকিত্সা ও ভেষজের মানদন্ড নির্ধারণের পরিকল্পনা গ্রহণ করেছি। আমরা এ পরিকল্পনা অনুযায়ী লক্ষ্য ও কাজ বাস্তবায়ন করছি।

তাছাড়া, এ ক্ষেত্রে দক্ষ জনশক্তির উন্নয়নও চীনা ঐতিহ্যবাহী চিকিত্সা ও ভেষজ ওষুধের কর্ম উন্নয়নের গুরুত্বপূর্ণ কারণ। চীনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপমন্ত্রী, চীনা জাতীয় ঐতিহ্যবাহী চিকিত্সা ও ভেষজ ওষুধ গবেষণা পরিচালনা ব্যুরোর পরিচালক ওয়াং কুও ছিয়াং বলেছেন, সম্প্রতি চীনের রাষ্ট্রীয় পরিষদ চীনা ঐতিহ্যবাহী চিকিত্সা ও ভেষজ ওষুধের গবেষণা কাজের উন্নয়নকে সমর্থন দান ও ত্বরান্বিত করার জন্য কিছু প্রস্তাব প্রকাশ করেছে। বর্তমানে সংশ্লিষ্ট পক্ষ চীনা ঐতিহ্যবাহী চিকিত্সা ও ভেষজ ওষুধের ওপর চালানো গবেষণা ব্যবস্থা স্বয়ংসম্পূর্ণ করার উপায় খুঁজে বের করছে এবং এ সংক্রান্ত মানদন্ড ও নীতি প্রণয়ন করছে। ইতোমধ্যেই বিশেষ করে, খ্যাতিমান প্রবীন ঐতিহ্যিক চিকিত্সকের অভিজ্ঞতার উত্তরসূরী প্রশিক্ষণ দেয়া এবং পেশাগত ডিগ্রী প্রদানের ব্যবস্থা নেয়া হয়েছে। ওয়াং কুও ছিয়াং বলেন, (৪)

সম্প্রতি রাষ্ট্রীয় পরিষদের ডিগ্রী বিভাগ , শিক্ষা মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয় এবং জাতীয় চীনা ঐতিহ্যবাহী চিকিত্সা ও ভেষজ ওষুধ গবেষণা পরিচালনা ব্যুরো এ চারটি সংস্থা খ্যাতিমান প্রবীন চিকিত্সকদের দিয়ে নতুন শিক্ষার্থীদের প্রশিক্ষণ দেয়ার ব্যবস্থা নিয়েছে। এ ব্যবস্থা অনুযায়ী, খ্যাতিমান ঐতিহ্যিক চিকিত্সককে ডক্টরেট ডিগ্রী ধারী বা স্নাতকোত্তর ডিগ্রী ধারী গৃহশিক্ষকের মর্যাদা দেয়া হবে। শিক্ষক কয়েক বছর লেখাপড়ার পর ব্যবহারিক চর্চার যোগ্যতা পরীক্ষার মাধ্যমে ডক্টরেট ডিগ্রী বা স্নাতকোত্তর ডিগ্রী পাবেন। বর্তমানে এ ধরণের পাঁচ শ'জন শিক্ষক এক হাজারজন ছাত্র-ছাত্রীকে শিক্ষাদানের ব্যবস্থা নির্ধারণ করা হয়েছে।

সাম্প্রতিক বছরগুলোতে চীনা ঐতিহ্যবাহী চিকিত্সা ও ভেষজ ওষুধের বাস্তব ফলাফল আরো বেশি জনগণের স্বীকৃতি পেয়েছে। চীনের জাতীয় ঐতিহ্যবাহী চিকিত্সা ও ভেষজ ওষুধ গবেষণা পরিচালনা ব্যুরো বলেছে, চীন ঐতিহ্যবাহী চিকিত্সা ও ভেষজ ওষুধের ওপর গবেষণা চালিয়ে যাওয়া এবং নতুন উদ্ভাবনের কাজকে ত্বরান্বিত করার পাশাপাশি চীনা ঐতিহ্যবাহী চিকিত্সা ও ভেষজ ওষুধ বিশ্বের জনগণকে আরো ভালোভাবে সেবা দেয়ার ক্ষেত্রে অবদান রাখছে। জানা গেছে, পরবর্তীতে চীন সরকার বিদেশের সরকারের সঙ্গে চীনা ঐতিহ্যবাহী চিকিত্সা ও ভেষজ ওষুধের বিনিময় ও সহযোগিতা আরো বৃদ্ধি করবে এবং সংশ্লিষ্ট শিল্পপ্রতিষ্ঠান, চিকিত্সা সংস্থা, গবেষণা ইনস্টিটিউট এবং বিশ্ববিদ্যালয়ের বিনিময় ও সহযোগিতার কাজকে সমর্থন দেবে।

  • সাক্ষাত্কার
  • সর্বশেষ সংবাদ
  • অন-লাইন জরীপ
     
    © China Radio International.CRI. All Rights Reserved.
    16A Shijingshan Road, Beijing, China