v চীনের বিশ্ব কোষv চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগ
সাংহাই বিশ্ব মেলায় পাকিস্তানের প্যাভেলিয়ন
2009-06-22 20:56:23

    ২৮ এপ্রিল সকালে, দু'হাজার বর্গ মিটার আয়তনের সাংহাই বিশ্ব মেলায় পাকিস্তানের প্যাভেলিয়নের নির্মান কাজ শুরু হয়েছে। 'শহরের বহুমুখী সুষমতার ভিত্তিতে' এ প্যাভেলিয়নে পাকিস্তানের ঐতিহ্য, বর্তমান অগ্রগতি, ইতিহাসসহ বিভিন্ন ক্ষেত্রের সংস্কৃতিকে তুলে ধরা হবে। চীনে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত ও বিশ্ব মেলার প্যাভেলিয়ন প্রকল্পের প্রধান মাসুদ খান, সাংহাই বিশ্ব মেলা ব্যুরোর উপ পরিচালক উ ইয়ুন ফেইসহ প্রতিনিধিরা প্যাভেলিয়নের নির্মান কাজের উদ্বোধনী অনুষ্ঠানে মিলিত হয়ে শান্তির প্রতীক কবুতর উড়িয়ে দিয়েছেন, এর মানে চীন ও পাকিস্তান দু'দেশের জনগণের গভীর বন্ধুত্ব।

সাংহাই বিশ্ব মেলার পাকিস্তানের প্যাভেলিয়নের নির্মান কাজ শুরু

    পাকিস্তানের প্যাভেলিয়নটি চীনা প্যাভেলিয়নের গা ঘেঁষে পশ্চিম পাশে অবস্থিত, দু' প্যাভেলিয়নের মধ্যে দূরত্ব মাত্র কয়েক প[। এ প্যাভেলিয়নের নকশার ধারনা পাকিস্তানের বিখ্যাত লাহোরের প্রাচীন দুর্গ থেকে নেয়া হয়েছে। ১০২৫ সালে এ দুর্গ প্রথমে নির্মান করা হয়। একে ১৫৬৬ সালে পুনরানয়ন করার পর বর্তমান এ রূপ দেখা যায়। লাহোর পাকিস্তানের সাংস্কৃতিক কেন্দ্র। লাহোরের প্রাচীন দুর্গ তার নির্মানের পর ইতিহাসের পরিবর্তন প্রত্যক্ষ করেছে এবং এই শহরের বৈশিষ্ট্যের প্রতীকে পরিণত হয়েছে। সুন্দর এ বিখ্যাত প্রাচীন দুর্গ ইউনেস্কো ঘোষিত বিশ্বের উত্তরাধিকার তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে।

পাকিস্তানের প্যাভেলিয়নে নকশা আঁকার ছবি

    উ ইয়ুন ফেই বলেন, পাকিস্তান চীনের গুরুত্বপূর্ণ সুপ্রতিবেশীদের অন্যতম। পাকিস্তান আর্থিক সংকটের সংশ্লিষ্ট অসুবিধা দূর করে অব্যাহতভাবে সাংহাই বিশ্ব মেলাকে সমর্থন এবং সম্পদ পুনর্বার নির্দিষ্ট করে সার্বিকভাবে মেলা আয়োজনের কাজে অংশ নিতে এসেছে । পাকিস্তান নতুন প্রযুক্তি দিয়ে লাহোর প্রাচীন দুর্গের সৌন্দর্য, পুরাতন সংস্কৃতি ও দীর্ঘকালের ইতিহাস প্রকাশ করবে এবং পাকিস্তানের প্যাভেলিয়ন সাংহাই বিশ্ব মেলার চমৎকার প্যাভেলিয়নের অন্যতম হবে বলে তিনি বিশ্বাস করেন।

    পাকিস্তানের প্রায় ৫০০০ বছরের পুরাতন সংস্কৃতির ইতিহাস রয়েছে, সেখানে বিখ্যাত অসংখ্য ঐতিহাসিক শহর আছে, তা গুনে বুঝানো যাবে না। পাকিস্তানের প্যাভেলিয়ন অডিও আর ভিডিও দিয়ে দর্শকদের প্রদর্শন করবে পাকিস্তানের শহর এবং গ্রামে বসবাসকারিদের জীবনযাপন, পাকিস্তান ও চীন দু'দেশের স্থায়ী বন্ধুত্বপুর্ণ অংশীদারিত্ব, 'রেশম রাস্তা'র সময় থেকে বাণিজ্যের সম্পর্ক পর্যন্ত দু'দেশের জনগণের ঐক্যের বন্ধনের কথা।

    পাকিস্তান জাতীয় নৃত্য শিল্পীরা প্যাভেলিয়নের জাতীয় বৈশিষ্ট্যের নাচ প্রদর্শন করবেন, দর্শকরা পাকিস্তানের বৈশিষ্ট্যময় খাবারও খেতে পারবেন। যেমন, বিশেষভাবে বানানো রস দেওয়া বার্বিকিউ এবং পাকিস্তানের সুস্বাদু ও সুগন্ধী দুধ চা ইত্যাদি। (প্রকাশ)

 

 

  • সাক্ষাত্কার
  • সর্বশেষ সংবাদ
  • অন-লাইন জরীপ
     
    © China Radio International.CRI. All Rights Reserved.
    16A Shijingshan Road, Beijing, China