v চীনের বিশ্ব কোষv চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগ
"লাল তাল"সহ কয়েকটি গান
2009-06-24 13:50:11
    হংকংয়ের গায়ক ফাং তা থুং'র এলবাম "কমলা রঙের চাঁদ" বাজারে আসার পর খুব জনপ্রিয় হয়ে উঠেছে। তিনি আগস্ট মাসে আর একটি নতুন এলবাম প্রকাশ করবেন। এতে ১০টি গান থাকবে। এ এলবামের সব গান ফাং তা থুং বড় হওয়ার সময় তার মনে গভীর প্রভাব ফেলেছিলো এমন পুরনো গান তিনি আবার নিজের পদ্ধতিতে গেয়েছেন। ১০টি গানের মধ্যে ৭টি ইংরেজী গান এবং ৩টি চীনা গান। সম্প্রতি এ এলবামের প্রথম গান "লাল তাল" প্রকাশিত হয়।

    এটা খুব জনপ্রিয় সঙ্গীতের রানী নামে খ্যাত ওয়াং ফেই'র গাওয়া গান। লাল তাল চীনা মানুষের মনে নিজের প্রেমিক বা প্রেমিকার কথা মনে পড়ার প্রতীক। ফাং তা থুংয়ের গাওয়া এ গানে একটু জ্যাজ সংযোজন করা হয়েছে। এতে ভালবাসার মধ্যে দুঃখ-বেদনারও একটু অনুভূতি পাওয়া যায়।

    গানে বলা হয়, তোমার জন্য লাল তালটা রান্না করতে চাই। তা আমরা একসাথে খেলে ভালবাসার স্বাদ আরো বেশি পাবো। কেন আমার পাশে থাকলে তুমি আবার একা হতে চাও? মাঝে মাঝে আমি বিশ্বাস করি সব কিছু'রই শেষ আছে। এ পৃথিবীতে চিরকাল থাকার মত কিছু নেই। কিন্তু মাঝে মাঝে আবার এ যন্ত্রণা নিয়ে থাকতে চাই এবং আশা করি তুমি সব কিছু দেখার পর আবার আমার কাছে ফিরে এসে আমার হয়েই চিরকাল থাকবে।  

    ২২ মে তাইওয়ানের জনপ্রিয় গায়ক ফান ওয়েই বো তার নতুন এলবাম "০০৭" প্রকাশ করেছে। কেন এ নাম? এ প্রশ্নের উত্তরে ফান ওয়েই বো বলেন, কারণ এটা হলো তার সপ্তম এলবাম এবং তিনি আশা করেন চলচ্চিত্র "০০৭"-এর প্রধান হিরো জেমস বন্ডের মতো সাহাসী হতে পারেন, গান গাওয়ার পথে আরো সামনে এগিয়ে যেতে পারেন। এ নতুন এলবামে তিনি অনেক কাজ নিজেই করেছেন। এ এলবামের দুটি গান খুব জনপ্রিয় হয়ে উঠেছে। প্রথম আমরা শুনবো এ এলবামের প্রথম গান "বি উইথ ইউ", মানে তোমার সঙ্গে থাকা।

    এগানটি ফান ওয়েই বো এবং জনপ্রিয় মার্কিন গায়ক একেন একসাথে রচনা করেছেন। একেন ইংরেজি লিরিক্স এবং সুর রচনা করেছেন এবং ফান ওয়েই বো চীনা লিরিক্স এবং ইংরেজি রেপ রচনা করেছেন। গানটি শুধু ব্রুজ স্টাইল নয়, এতে আবার লাতিন মিউজিকের স্বাদও আছে। গানে ভালবাসা সংক্রান্ত বিশ্বাস রয়েছে। মজার ঘটনা হলো এবারের সহযোগিতা একটি ইন্টারন্যাশনাল ফোনকলের মাধ্যমে হয়েছে। দু'জন ফোনে প্রায় ১ ঘন্টা ধরে কথা বলেছেন, পরস্পরের সঙ্গীত সংক্রান্ত ধারণা খুব ভাল লেগেছে। তারপর জাপানের একটি স্টুডিওতে তারা গান রিকর্ডিং করেছেন।

    গানে বলা হয়, আমি তোমাকে চাই। তুমি আমার কল্পনার স্ত্রীর মতো। আর আমি তোমার স্বামী। আমি সব সময় তোমার পাশে। তুমি আমাকে যাই মনে করো কেন, আমি তোমাকে ছেড়ে চলে যেতে পারবো না। ভালবাসা এতো মূল্যবান, আমরা শুধু পরস্পরকে বিশ্বাস করি কেবল আমাদের হৃদয় স্পর্শ করতে পারে।

    তার এলবামের আরেকটি গান "দু'জনের নাচ" হলো একটি আর এন্ড বি সঙ্গীত। ফান ওয়েই বো বলেন তিনি একটি মিউজিক বক্সে দু'টি পটলের নাচ দেখে এ গান রচনা করার অনুপ্রেরণা পেয়েছেন।

    গানে বলা হয়, ভালবাসা রূপ কথা নয়। যখন আমরা নাচতে শুরু করি, পরস্পরকে অ্যাডমেয়ার করি। ভালবাসার স্বাদ পাওয়ার জন্য তুমি কি অপেক্ষা করছো? তোমার আঙ্গুল আমার হৃদয় স্পর্শ করেছে। আমরা নাচতে থাকি অন্ধকারে।

    এখন আমরা একজন গায়িকার গান শুনবো। তাইওয়ানের গায়িকা সুই রো সুয়ান ২০০৫ সালে একটি এলবাম প্রকাশ করেন। এ এলবামের নাম "জোর করে ভালবাসা"। এ গানে মেয়েদের নিজের ভালবাসা অর্জনের সাহস ও আস্থা'র কথা বলা হয়।  

    সঙ্গীতের ক্ষেত্রে সুই রো সুয়ানের কখনোই অনুপ্রেরণার অভাব ছিল না। তিনি সব সময় গানের বৈশিষ্ট্য ভালভাবে প্রকাশ করতে পারেন। এখন আমরা একসাথে তার আরেকটি গান শুনবো। গানের নাম "প্রশ্রয় পাওয়া"। এ গানে স্পেনের নৃত্য সঙ্গীতের বৈশিষ্ট্য আছে। আমরা একসাথে এ গানটি শুনবো। (ইয়াং ওয়েই মিং)

  • সাক্ষাত্কার
  • সর্বশেষ সংবাদ
  • অন-লাইন জরীপ
     
    © China Radio International.CRI. All Rights Reserved.
    16A Shijingshan Road, Beijing, China