v চীনের বিশ্ব কোষv চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগ
রঙিন ইয়ুন নান রক্ষা অভিযানে প্রথম নির্বাচনের অনুষ্ঠান শুরু
2009-06-19 21:44:00

চীনের পরিবেশ রক্ষা মন্ত্রণালয়ের উপমন্ত্রী চাং লি চুন থিয়েন চিনে অনুষ্ঠিত বিশ্বের সবুজ অর্থনীতির শীর্ষ সম্মেলনে বলেছেন,

চীনের অভ্যন্তরীণ অর্থনীতি চাঙ্গা করার জন্য দেয়া ২১০ বিলিয়ন বরাদ্দের মধ্যে ২১০ বিলিয়ন ইউয়ান গ্যাস নির্গমন ও পরিবেশ রক্ষার ক্ষেত্রে ব্যয় করা হবে।

গত বছরের শেষ দিক থেকে বিশ্বের আর্থিক সংকট চীনের অর্থনীতির উন্নয়ন ও পরিবেশ রক্ষার ক্ষেত্রে একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

কিন্তু সংকট নতুন প্রযুক্তির অগ্রগতির কারণ হতে পারে। তিনি বলেন, চীন সরকার সবুজ অর্থনীতি ত্বরান্বিত করার ব্যাপারে সচেষ্ট থাকবে।

চীনের পরিবেশ সংরক্ষণ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ২০০৮ সালের শেষ সময় পর্যন্ত চীন ২৫৩৮টি বিভিন্ন ধরনের এবং বিভিন্ন পর্যায়ের সংরক্ষিত প্রাকৃতিক এলাকা স্থাপন করেছে ।

এর মোট আয়তন ১৪.৯ লাখ বর্গমিটার । তা চীনের মোট ভূভাগের ১৫ শতাংশ এবং বিশ্বের গড় পড়তা মানের চেয়ে বড়।

চীনের পরিবেশ সংরক্ষণ মন্ত্রণালয়ের প্রাকৃতিক সংরক্ষণ বিভাগের একজন কর্মকর্তা জানিয়েছেন যে, বর্তমানে চীনে প্রাথমিকভাবে সংরক্ষিত প্রাকৃতিক পরিবেশ এলাকা স্থাপন করেছে এবং এ সংশ্লিষ্ট নীতি এবং নিয়মও নির্ধারণ করেছে ।


1 2
  • সাক্ষাত্কার
  • সর্বশেষ সংবাদ
  • অন-লাইন জরীপ
     
    © China Radio International.CRI. All Rights Reserved.
    16A Shijingshan Road, Beijing, China