v চীনের বিশ্ব কোষv চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগ
ইয়ুন নান প্রদেশ ও দক্ষিণ এশিয়ার মধ্যে বাণিজ্যিক বিনিময় জোরদার হচ্ছে
2009-06-18 18:47:48
অর্থ সংকটের প্রেক্ষাপটে ইয়ুন নান প্রদেশ পুঁজি সংগ্রহ জোরদার করেছে। ২০০৮ সালে ইয়ুন নান প্রদেশে পুঁজি সংগ্রহ করে অর্থনীতির বৃদ্ধি ত্বরান্বিত করেছে।

ইয়ুন নান প্রদেশের উপ-সম্পাদক ও গভর্নর ছিন কুয়াং রুং ফোরামের আয়োজনের জন্য একটি অভিনন্দন বাণী পাঠিয়েছেন।

অভিনন্দন বাণীতে ছিন কুয়াং রুং বলেন, বেসরকারী অর্থনীতি সমাজতন্ত্রিক বাজার অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ অংশ। চীনের সংস্কার ও উন্মুক্ত নীতি প্রণয়নের ৩০ বছরে চীনের কমিউনিস্ট পার্টির ইয়ুন নান কমিটি এবং ইয়ুন নান সরকারের নেতৃত্বে বিভিন্ন পক্ষের যৌথ প্রচেষ্টায় এ প্রদেশের বেসরকারী অর্থনীতির লক্ষণীয় উন্নতি হয়েছে এবং তা এ প্রদেশের আর্থ-সামাজিক উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ শক্তি। বেসরকারী শিল্পপ্রতিষ্ঠানগুলো অর্থনীতির বৃদ্ধি, কর্মসংস্থান বাড়ানো ও বাজার সক্রিয়তা এবং করের আয় বৃদ্ধিসহ বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। তিনি ইয়ুন নান প্রদেশের বেসরকারী শিল্পপ্রতিষ্ঠাগুলো ও এর মালিকদেরকে ইয়ুন নান প্রদেশের সমৃদ্ধি, গণতন্ত্র ও সচ্ছলতা তরান্বিত করার জন্য যুক্তিগত উন্নয়নের দৃষ্টিভঙ্গীতে দায়িত্বশীলতার সঙ্গে সংস্কার ও উদ্ভাবন জোরদার, খোলা মনে তথ্য সংগ্রহ এবং সবাই কাজের মর্ম সম্প্রসারণ করবে বলে আশা প্রকাশ করেছেন।

এবারের ফোরামের প্রধান বিষয় হলো " উন্নয়ন ও উদ্যোগ"। ইয়ুন নান প্রদেশের আর্থ-বাণিজ্যিক সমিতির উপ-মহাপরিচালক ও মাঝারি ও ক্ষুদ্র শিল্পপ্রতিষ্ঠান ব্যুরোর উপ-মহাপরিচালক সু চিয়ান, রাষ্ট্রীয় পরিষদের উন্নয়ন ও গবেষণা কেন্দ্রের উপ-পরিচালক ইয়ু সোং তোং, চীনের বিখ্যাত আর্থনৈতিক বিশেষজ্ঞ ও পিকিং বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি ইনস্টিটিউটের ব্যাংকিং বিভাগের পরিচালক ও পিকিং বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং ও এর শিল্প উন্নয়ন ও গবেষণা কেন্দ্রের পরিচালক হো সিয়াও ফেংসহ অনেকে পৃথক পৃথকভাবে বিশেষ বক্তৃতা করেছেন। তারা ইয়ুন নান প্রদেশের বেসরকারী অর্থনীতির ইতিহাস, সাফল্য ও বর্তমান সম্মুখীন চ্যালেঞ্জসহ বিভিন্ন বিষয়ে চমত্কার বক্তৃতা দিয়েছেন।

এ ফোরামের বলা হয়, সংস্কার ও উন্মুক্ত নীতি প্রণয়ণের পরই চীনের কমিউনিস্ট পার্টির ইয়ুন নান কমিটি ও ইয়ুন নান সরকার বেসরকারী অর্থনীতির ওপর গুরুত্ব দিয়ে আসছে। সাংবিধানিক নীতিসহ বিভিন্ন ক্ষেত্রে বেসরকারী অর্থনীতির উন্নয়নের জন্য পরিবেশ সৃষ্টি করা হয়। পুরো প্রদেশে এ অর্থনীতির উন্নয়নকে যথাযথ সমর্থন করে যাওয়ায় বেসরকারী অর্থনীতির উন্নয়নের সুষ্ঠু ও দ্রুত বৃদ্ধি পাওয়া গেছে।

বর্তমান বিশ্বের অর্থ সংকট চীনের অর্থনীতির ওপর প্রতিকূল প্রভাব ফেলেছে। এ সম্পর্কে ফোরামে বলা হয়, এটি দীর্ঘকালীন চ্যালেঞ্জের পাশাপাশি একটি নতুন সুযোগ। ভবিষ্যতে বেসরকারী শিল্পপ্রতিষ্ঠানগুলোর উচিত শিল্প কাঠামো সংস্কার ও প্রযুক্তি উদ্ভাবন জোরদার করা এবং চীনের সামষ্টিক অর্থনীতির পরিবেশের ওপর নজর রেখে দেশীয় নীতি ও দেশে-বিদেশে আর্থনৈতিক পরিস্থিতির পরিবর্তন অনুযায়ী উন্নয়ন কৌশলের সংস্কার করা।

ইয়ুন নান প্রদেশের অর্থনীতি পরিচালনা বিভাগ ও নানা শিল্প সমিতির ২০০এরও বেশী প্রতিনিধি এ ফোরামে অংশ নিয়েছেন।

  • সাক্ষাত্কার
  • সর্বশেষ সংবাদ
  • অন-লাইন জরীপ
     
    © China Radio International.CRI. All Rights Reserved.
    16A Shijingshan Road, Beijing, China