v চীনের বিশ্ব কোষv চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগ
চীন নতুন জ্বালানি সংশ্লিষ্ট শিল্প উন্নয়ন ত্বরান্বিত করবে
2009-06-18 18:27:56
সাম্প্রতিক বছরগুলোতে নতুন জ্বালানি সংশ্লিষ্ট শিল্পে উন্নয়নের ক্ষেত্রে বিশ্বের বিভিন্ন দেশের জ্বালানি পরিবর্তন কৌশল প্রাধান্য পাচ্ছে। বিশেষ করে বিশ্বের আর্থিক সংকট ছড়িয়ে পড়ার প্রেক্ষাপটে অর্থনীতি চাঙ্গা করার জন্য বিভিন্ন দেশ নতুন জ্বালানি সম্পদ সংশ্লিষ্ট শিল্প উন্নয়নের ওপর বেশি গুরুত্ব দিয়ে আসছে। চীনও এর মধ্যে অন্যতম। বিভিন্ন পদক্ষেপ গ্রহণের মাধ্যমে চীন নতুন জ্বালানি সংশ্লিষ্ট শিল্পের উন্নয়ন কাজ ত্বরান্বিত করছে।

সম্প্রতি অনুষ্ঠিত একটি মেলায় চীনের চিয়াং সু প্রদেশের এই থে ফু কোম্পানির তৈরী করা নতুন জ্বালানি চালিত বাইসাইকেল দেশ-বিদেশের ব্যবসায়ীদের দৃষ্টি আকর্ষণ করেছে। ১৭টি দেশের ব্যবসায়ীরা ২০হাজার বাইসাইকেল কেনার জন্য চুক্তি স্বাক্ষর করেছে। এ কোম্পানির প্রেসিডেন্ট শেন খাই ছেং বলেছেন, বিদ্যুত্ চালিত এ বাইসাইকেলের বাজার পাওয়ার কারণ হচ্ছে এ সব বাইসাইকেলে পরিবেশ রক্ষাকারী লিথিয়াম ব্যাটারি স্থাপন করা হয়েছে। এ ধরণের ব্যাটারি খুব হালকা। পাশাপাশি ব্যবহার শেষ হওয়ার পর তা গাছে রাসায়িক সার হিসেবে ব্যবহার করা যায়।

শেন খাই ছেং আরও বলেন, মূল্যের কারণে এর আগে কোনো বাইসাইকেল কোম্পানি এ ধরণের ব্যাটারি ব্যবহার করে নি। চীন সরকারের নতুন জ্বালানি সংশ্লিষ্ট শিল্প উন্নয়নের ব্যবস্থা নেয়ার পর এ ধরণের ব্যাটারি বাজারজাত হয়ে আসছে। তিনি বলেন, 'এ ধরণের ব্যাটারি ব্যবহারে আমরা প্রায় ছয় কোটি ইউয়ান ব্যয় করছি। এর মধ্যে চীন সরকার ৩ কোটি ইউয়ান ভতুর্কি দিয়েছে।

আসলে সারা বিশ্বে তেল ও কয়লাসহ বিভিন্ন ঐতিহ্যবাহী জ্বালানি বিলুপ্ত হচ্ছে। সেজন্য অন্য দেশের মত চীনও নতুন জ্বালানির উন্নয়ন ত্বরান্বিত করছে। তিন বছর আগেই চীন পুনঃব্যবহার্য বা নবায়নযোগ্য জ্বালানি সংক্রান্ত আইন প্রবর্তন করেছে। এতে সৌর শক্তি ও বায়ু শক্তিসহ বিভিন্ন নতুন জ্বালানি শক্তিসম্পদ উন্নয়নের মধ্যে প্রাধান্য পেয়েছে। চীন সরকার এ সংশ্লিষ্ট শিল্প উন্নয়নে পর্যাপ্ত অর্থ বরাদ্দ করেছে। সরকারের সেসব ব্যবস্থা নেয়ার ফলে চীনের নতুন জ্বালানি সংশ্লিষ্ট শিল্পের লক্ষণীয় উন্নয়ন হয়েছে। এর মধ্যে বায়ু শক্তি চালিত বিদ্যুত উত্পাদনকারী যন্ত্রপাতির ধারণ ক্ষমতা গত তিন বছর ধরে দিগুণ হারে বাড়ছে। পরমাণু বিদ্যুত্ কেন্দ্র নির্মাণকাজও দ্রুত হচ্ছে। একই সঙ্গে নতুন জ্বালানি সংশ্লিষ্ট ক্ষেত্রে পুঁজি বিনিয়োগ করার বিষয়টিও প্রাধান্য পেয়েছে।

চুং তা কোম্পানি হচ্ছে চীনের বড় ও মাঝারি ধরণের বাস তৈরী করা একটি শিল্পপ্রতিষ্ঠান। সম্প্রতি চীন সরকার প্রতিটি বিদ্যুত্ চালিত গণ বাস ক্রয়ে সর্বোচ্চ ৬ লাখ ইউয়ান ভতুর্কি দেয়ার ব্যবস্থা নিয়েছে। এ ব্যবস্থার কারণে চুং তা কোম্পানিও নতুন জ্বালানি সম্পদ সংশ্লিষ্ট প্রকল্প নির্মাণ শুরু করেছে। এ কোম্পানির প্রেসিডেন্ট স্যু লিয়ান কুয়াং বলেন, প্রকল্পের শুরুতেই অনেক পুঁজি বিনিয়োগকারী সংস্থা সহযোগিতার লক্ষ্যে এগিয়ে এসেছে। তিনি বলেন, 'প্রতিদিন চার বা পাঁচটিরও বেশি পুঁজি বিনিয়োগকারী ব্যাংক, অর্থলগ্নি প্রতিষ্ঠান আমাদের সঙ্গে যোগাযোগ করছে। তারা সবাই আমাদের নতুন জ্বালানি সম্পদ সংশ্লিষ্ট প্রকল্পে অংশ নিতে চান।

গত বছর থেকে আন্তর্জাতিক আর্থিক সংকটের কারণে চীন শিল্পের অবকাঠামোর পুনর্বিন্যাস করতে শুরু করে। ফলে নতুন জ্বালানি সম্পদ একটি কৌশলগত শিল্প পর্যায়ে উন্নীত হয়েছে। চীনের জাতীয় জ্বালানি সম্পদ সংক্রান্ত ব্যুরোর উপ-মহাপরিচালক লিউ ছি সম্প্রতি অনুষ্ঠিত এক সম্মেলনে বলেছেন, চীন সরকারের সংশ্লিস্ট বিভাগ নিম্নের কয়েকটি দিকে লক্ষ্য রেখেই এ শিল্পের উন্নয়ন ত্বরান্বিত করবে। তিনি বলেন, 'প্রথমতঃ নতুন জ্বালানি সম্পদের কৌশলগত স্থান বজায় রাখা। দ্বিতীয়তঃ নতুন জ্বালানি সম্পদ সংশ্লিষ্ট শিল্প উন্নয়নের কর্মসূচী প্রণয়ন করা। তৃতীয়তঃ নতুন জ্বালানি সম্পদ সংক্রান্ত প্রযুক্তিগত গবেষণা জোরদার করা। চতুর্থতঃ নতুন জ্বালানি সম্পদ সংশ্লিষ্ট শিল্পে পুঁজি বিনিয়োগ জোরদার করা। পঞ্চমতঃ নতুন জ্বালানি সম্পদের উন্নয়ন ত্বরান্বিত করার লক্ষ্যে নতুন ব্যবস্থা নেয়া।

লিউ ছি যে নতুন জ্বালানি শিল্প উন্নয়নের কর্মসূচীর কথা উল্লেখ করেছেন, তা হচ্ছে চীন সরকারের গত এপ্রিল মাসে শুরু হওয়া একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। জানা গেছে, এ কর্মসূচীতে মোট ৩ ট্রিলিয়ন ইউয়ান বরাদ্দ করা হবে। লিউ ছি বলেন, 'নতুন জ্বালানি সম্পদ সংক্রান্ত কর্মসূচী খুবই তত্পর্য্যপূর্ণ। তা হচ্ছে একঃ বর্তমান আর্থিক সংকট মোকাবিলা করা এবং অভ্যন্তরীণ চাহিদা ও কর্মসংস্থান বৃদ্ধি ত্বরান্বিত করা। দুইঃ জলবায়ু পরিবর্তন মোকাবিলা, জ্বালানি সম্পদের অবকাঠামো পুনর্বিন্যাস এবং জ্বালানির টেকসই উন্নয়ন ত্বরান্বিত করা। তিনঃ চীনের জ্বালানি সম্পদকে আন্তর্জাতিক পর্যায়ের প্রতিযোগিতার মানে উন্নীত করা।

চীনের জাতীয় শিল্প ও বাণিজ্য সমিতির নতুন জ্বালানি সম্পদ চেম্বারের উপ-মহাপরিচালক স্যু লি মিংও লিউ ছি'র এ দৃষ্টিভঙ্গির সঙ্গে একমত হয়েছেন। তিনি বলেন, বর্তমানে বিশ্বের আর্থিক সংকটের প্রেক্ষাপটে নতুন জ্বালানি সম্পদ সংশ্লিষ্ট শিল্পের উন্নয়ন চীনের সামষ্টিক অর্থনীতির জন্য যে অবদান রাখবে, তাকে খাটো করে দেখা যায় না। তিনি বলেন, 'সামষ্টিক নীতিমালা এ শিল্পের উন্নয়নের জন্য অনুকূল। চীন সরকার ১ বিলিয়ন বা ২ বিলিয়ন ইউয়ান বরাদ্দ করলে ১০০ বিলিয়ন ইউয়ানেরও বেশি অভ্যন্তরীণ চাহিদা বাড়ানোর ক্ষেত্র ত্বরান্বিত হতে পারে।

সর্বশেষ এক পরিসংখ্যান থেকে জানা গেছে, চীন সরকার নতুন জ্বালানি সম্পদ সংশ্লিষ্ট ক্ষেত্রে মোট ৬০ বিলিয়ন ইউয়ান বরাদ্দ করেছে। যা গত বছরের একই সময়ের চেয়ে অনেক বেশি।

  • সাক্ষাত্কার
  • সর্বশেষ সংবাদ
  • অন-লাইন জরীপ
     
    © China Radio International.CRI. All Rights Reserved.
    16A Shijingshan Road, Beijing, China