v চীনের বিশ্ব কোষv চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগ
সি আর আই-এর বিশ্ব সংবাদের নিপপেক্ষতা আমাকে সুগ্ধ করে
2009-06-18 16:48:16
আমি চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান ৫ বছর ধরে নিয়মিতভাবে শুনে আসছি। সি আর আই-এর বিশ্ব সংবাদের নিপপেক্ষতা আমাকে সুগ্ধ করে । সি আর আই-এর অনুষ্ঠানগুলির মধ্যে মিতালী, চলুন বেড়িয়ে আসি, মুখোমুখি, বিজ্ঞান বিচিত্রা আমার অতি প্রিয়। জনপ্রিয়, মনোগ্রাহী অনুষ্ঠানগুলির মধ্যে পাই লক্ষামূলক প্রেরণা। সি আর আই-এর অনুষ্ঠান শুনে আমরা আমরা চীনদেশ সর্ম্পকে অজানা তথ্য জানতে পারি। চীনদেশের সভ্যতা বহু প্রাচীন। চীনের জনজীবন, নাগরিক জীবন, শিল্পকলা, সাহিত্য , সংস্কৃতি বিষয়ে সম্যক ধারণা পাই।

২০০৮ সাল চীনা জনগনের জন্য ছিল খুবই গুরুত্বপূর্ণ বছর। অনষ্ঠিত হয়ে গেছে পেইচিং অলিম্পিক গেমস-২০০৮। সি আর আই বাংলা বিভাগও গত ১৪ই জুলাই থেকে ২৫ আগষ্ট ২০০৮ পযর্ন্ত পেইচিং অলিম্পিকের বিস্তারিত খবরাখর পরিবেশন করেছে। তথ্যভিত্তিক এই প্রচারনা আমার খুব ভালো লেগেছে। আসলে সি আর আই-এর মনমাতানো অনুষ্ঠানগুলি আমাকে উজ্জীবিত করে। জ্ঞানের প্রসার ঘটায় ও মনের ঘোরাক মেটায়। সি আর আই- এর বাংলা অনুষ্ঠান চমত্কার এবং এর মজাই আলাদা।

প্রিয় বন্ধু, আপনি আমাদের একজন পরানো শ্রোতা। ৫ বছর ধরে আপনি আমাদের অনুষ্ঠান শুনে থাকেন। আমরাও মাঝে মাঝে আপনার কাছ থেকে চিঠি পেয়ে থাকি। আশা করি নিয়মিত আমাদের বাংলা অনুষ্ঠান শুনবেন। চীন সর্ম্পকে কোন প্রশ্ন থাকলে বা আমাদের বাংলা অনুষ্ঠান সর্ম্পকে কোন মতামত থাকলে আমাদে চিঠি লিখে জানাবেন। কারণ আমাদের অনুষ্ঠান আরও সুন্দর করার জন্য আমার মতো শ্রোতার সহযোগিতা একান্ত প্রয়োজন।

বাংলাদেশের এম এম, গোলাম সারোয়ার তার চিঠিতে লিখেছেন, চীন আন্তর্জাতিক বেতারের বাংলা বিভাগের ৪০তম বর্ষপূর্তি একটি ঐতিহাসিক ঘটনা। আমার দীর্ঘ্য ২২টি বছরের শ্রোতা জীবন সি আর আই-এর বাংলা বিভাগের ৪০ বছরের মধ্যে মিশে আছে। এ জন্য সি আর আই-এর বাংলা বিভাগের ৪০ বত্সর মানেই আমার শ্রোতা জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ। যাকে ছাড়া আমি আমার দীর্ঘ্য ২২ বছরের শ্রোতা জীবনকে ভাবতে পারিনা। আমি চীন আন্তর্জাতিক বেতারের বাংলা বিভাগের ৪০তম বর্ষপূর্তি উপলক্ষে চির স্বরনীয় করে রাখার জন্য আমাদের শ্রোতা ক্লাবের উদ্যোগে বছরব্যাপী নানা উত্সবমুখী কমূসূচী বাস্তবায়ন করেছি। এবং এ বছরকে আমি সি আর আই বছর হিসেবে ঘোষণা করেছি। সেই সাথে গত বছরের শেষ ভাগে অর্থাত ডিসেম্বার মাসে " সি আর আই বছরের পত্রিকা" নামক একটি ডিএক্মিং পত্রিকা প্রকাশ করার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছি। ইতিমধ্যে সে লক্ষ্যে কাজ করে যাচ্ছি। আশা করি আপনাদের সমর্থনে তা যথা সময়ে এই সি আর আই বছরের যাবতীয় কর্মতত্পরতা সম্পাদন করতে পারবো।

প্রিয় বন্ধু, আপনি আমাদের একজন নিয়মিত ভক্ত শ্রোতা । গত ২২ বছর ধরে আপনি আমাদের বাংলা অনুষ্ঠান শুনে আসছেন। মাসে আমরা আপনার কাছ থেকে বেশ কয়েকটি চিঠি পেয়ে থাকি। প্রত্যেক বার আপনার চিঠি পড়ে খুব মুগ্ধ হই। কারণ প্রতি বার আপনি সুন্দর সুন্দর চিঠি লিখেন। আপনার চিঠি থেকে জানা গেছে, আপনার ক্লাব মাঝে মাঝে তাত্পর্যসম্পন্ন কর্মতত্পরতা পালন করে থাকে। আমরা এ খবর জেনে খুব খুশী। আশা করি আগের মতো ভবিষ্যতেও আমাদের বাংলা অনুষ্ঠান শুনবেন। চীন সম্পর্কে কোন প্রশ্ন থাকলে এবং আমাদের অনুষ্ঠান সর্ম্পকে কোন পরামর্শ তাকলে আমাদের চিঠি লিখে ভূলবেন । আমাদের অনুষ্ঠান আরও উন্নত করার জন্য শ্রোতাদের আন্তরিক সহযোগিতা একান্ত প্রয়োজন।

বাংলাদেশের শেরপুল জেলার শ্রোতা অলক কুমার দে তার চিঠিতে লিখেছেন, আমি সি আর আই-এর বাংলা অনুষ্ঠানের একজন নিয়মিত শ্রোতা। আপনাদের প্রচারিত অনুষ্ঠান আমার খুব ভাল লাগে। মিতালী, চলুন বেড়িয়ে আসি ও প্রতি চীনা ভাষা শিক্ষা অনুষ্ঠান আমার সবচেয়ে প্রিয় অনুষ্ঠান। সাধারণত আমি আপনাদের অনুষ্ঠান শুনতে মিস করি না। কোন দিন এ অনুষ্ঠান শুনতে মিস করলে আমি পরের দিন সকালের পুর্নপ্রচারিত অনুষ্ঠান শুনি। আমি আশা করি , সি আর আই-এর বাংলা অনুষ্ঠান আরও সুন্দর হবে ।

প্রিয় শ্রোতা বন্ধু, ধন্যবাদ আমাদের বাংলা অনুষ্ঠান শোনার জন্য। আপনি আমাদের একজন পরানো শ্রোতা। গত দশ বছর ধরে আমাদের অনুষ্ঠান শুনে থাকেন। আমরা আপনার কাছ থেকে নিয়মিত চিঠিও পেয়ে থাকি। আশা করি, নিয়মিত আমাদের অনুষ্ঠান শুনবেন। আমাদের অনুষ্ঠান সর্ম্পকে কোন মতামত বা পরামর্শ থাকলে সঙ্গে সঙ্গে আমাদের চিঠি লিখে জানাবেন। কারণ আমাদের অনুষ্ঠান আরও সুন্দর করার জন্য আপনার মতো শ্রোতার সহযোগিতা একান্ত প্রয়োজন।

বাংলাদেশের ফরিদপুর জেলার শ্রোতা মো: আফজাল আলী খান তার চিঠিতে লিখেছেন, আমি দীর্ঘ দিন ধরে আপনাদের বাংলা অনুষ্ঠান শুনে আসছি। আমাদের প্রচারিত সকল অনুষ্ঠান আমার খুব ভাললাগে। বিশেষ করে প্রতি শুনিবারের " শ্রোতা সন্ধ্যা", প্রতি সোমবারের "বিজ্ঞান বিচিত্রা ও প্রতি বৃহস্পতিবারের " চলুন বেড়িয়ে আসি" অনুষ্ঠান আমার সবচেয়ে প্রিয় অনুষ্ঠান। বতর্মানে আমাদের ক্লাবের সদস্যা সংখ্যা প্রায় ৪০জনে দাঁড়িয়েছে। মাঝে মাঝে ক্লাবের সদস্যরা এক সঙ্গে বসে আপনাদের অনুষ্ঠান শুনে। খুব ভাল লাগে। আমার এই চিঠি " শ্রোতা সন্ধ্যা" অনুষ্ঠানে পড়ে শোনালে খুব খুশী হবো।

শ্রোতা বন্ধু, আপনি কি এখন বসে বসে আমাদের অনুষ্ঠান শুনছেন। আশা করি আপনার চিঠি পড়া শুনেছেন। আপনি আমাদের একজন মিয়মিত শ্রোতা । দীর্ঘদিন ধরে আমরা আপনার কাছ থেকে চিঠি পেয়ে থাকি। প্রতি বার আপনি সুন্দর সুন্দর চিঠি লিখেন। গত কয়েক বছরে আমাদের বাংলা অনুষ্ঠান আরও উন্নত করার জন্য সি আর আই-এর বাংলা বিভাগের সকল কর্মী খুব প্রচেষ্টা চালিয়ে আসছি। আমাদের প্রচেষ্টার ফলে এখন বাংলা অনুষ্ঠান আগের চাইতে অনেক উন্নতি হয়েছে। আশা আগের মতো ভবিষ্যতেও আমাদের বাংলা শুনবেন। এ অনুষ্ঠান সম্পর্কে কোন মতামত বা পরামর্শ থাকলে আমাদের চিঠি লিখে জানাবেন। কারণ আমাদের অনুষ্ঠানের মান আরও উন্নত করার জন্য শ্রোতাদের আন্তরিক সহযোগিতা একান্ত প্রয়োজন।

ভারেরত আসামের শ্রোতা শ্রী প্রদীপ দত্ত তার চিঠিতে লিখেছেন, আমি সি আর আই-এর বাংলা অনুষ্ঠানের একজন নিয়মিত শ্রোতা। সপ্তম শ্রেণী থেকে আমি আপনাদের প্রচারিত বাংলা অনুষ্ঠান শুনতে শুরু করি। আপনাদের সকল অনুষ্ঠান আমার খুব ভাল লাগে। বিশেষ করে প্রতি শনিবারের শ্রোতা সন্ধ্যা ও প্রতি দিন চীনা ভাষা শিক্ষা অনুষ্ঠান আমার প্রিয় অনুষ্ঠান। বাকী অনুষ্ঠানগুলোও মন্দ নয়। এখন সি আর আই-এর বাংলা অনুষ্ঠান আগের চেয়ে অনেক উন্নত হয়েছে। অনুষ্ঠান উপস্থাপনার মানও আগের চেয়ে উন্নত হয়েছে। ভবিষ্যতে আপনাদের প্রচারিত বাংলা অনুষ্ঠান আরও সুন্দর হবে বলে আমি আশা প্রকাশ করি।

শ্রোতা বন্ধু, ধন্যবাদ আমাদের অনুষ্ঠান শোনার জন্য। আপনি আমাদের একজন পুরনো শ্রোতা । দীর্ঘদিন ধরে আপনি আমাদের প্রচারিত বাংলা অনুষ্ঠান শুনে থাকেন। আমরা নিয়মিত আপনার কাছ থেকে চিঠি পেয়ে থাকি। আপনি ঠিকই বলেছেন, সাম্প্রতিক বছরগুলোতে আমাদের অনুষ্ঠান আরও সুন্দর করার জন্য বাংলা বিভাগের সকল কর্মী যথাসাধ্য প্রচেষ্টা চালিয়ে আসছি। আমাদের একান্ত প্রচেষ্টার ফলে এখন অনুষ্ঠানটি আগের চেয়ে বেশ কিছু উন্নতি হয়েছে। অবশ্যই আমাদের অনুষ্ঠান আরও উন্নত করার জন্য অনেক কিছু করবার আছে। আমাদের শ্রোতা বন্ধুদের আশাহত না করার জন্য ভবিষ্যতে আমরা আরও চেষ্টা করবো। আশা করি নিয়মিত আমাদের অনুষ্ঠান শুনবেন। আমাদের অনুষ্ঠান সর্ম্পকে কোন পরামর্শ থাকলে আমাদের সঙ্গে সঙ্গে চিঠি লিখে জানাবেন।

  • সাক্ষাত্কার
  • সর্বশেষ সংবাদ
  • অন-লাইন জরীপ
     
    © China Radio International.CRI. All Rights Reserved.
    16A Shijingshan Road, Beijing, China