ইতালির বিখ্যাত টেনারিস্ট আদ্রেয় বোসেলি ও চীনের পপ সংগীত কায়িকা চাং লিয়াং ইংয়ের সমবেত কন্ঠে এই গান গেয়েছেন।

কণ্ঠ শিল্পী আদ্রেয় বোসেলি ও চাং লিয়াং ইং
এখন আপনারা 'প্রেমের স্বপ্ন আলিঙ্গন করো' নামে গানটি শুনছেন। গানের কথা এমন, 'এখানে ভরশা আছে। এখানে পবিত্র অগ্নির আলো আছে। এখানে হচ্ছে আমাদের বংশপরম্পরায় থাকার জন্মভূমি। তুমি হচ্ছে আমি। আমি হচ্ছি তুমি। একই পৃথিবী, একটি স্বপ্ন। আমার নাম আশা। আমার ভালোবাসা। একই পৃথিবী, একটি স্বপ্ন। তুমি আমার পাশে আছো, আমরা একসাথে স্বপ্নটি উপভোগ করি।'
ইতালীর অন্ধ কণ্ঠ শিল্পী আন্দ্রেয় বোসেলি ও চীনের পপ সংগীত কায়িকা চাং লিয়াং ইংয়ের সমবেত কন্ঠে গাওয়া এ গানটি আন্তর্জাতিক সংগীত মহলের স্বীকৃতি পেয়েছে। তারা ভাষার সীমা ও ক্ল্যাসিক্যাল ও আধুনিক সংগীতের সীমা অতিক্রম করে নির্ভূলভাবে মিশ্র হয়ে এ গানের মাধ্যমে উষ্ণ ও প্রেমকে সারা বিশ্বের কাছে হস্তান্তর করেছেন।
উল্লেখ করা যেতে পারে যে, বোসেলি চাং লিয়াং ইংয়ের কাছে থেকে এ গানের চীনা ভাষা শিখে ফেলেছেন। (ইয়ু কুয়াং ইউয়ে) |