১৫ জুন সাংহাই বিশ্ব মেলার সরকারী ওয়েব-সাইট সূত্রে জানা গেছে, এ দিন অ্যাংগোলা প্রজাতন্ত্র আনুষ্ঠানিকভাবে ২০১০ সাংহাই বিশ্ব মেলায় অংশগ্রহণ সংক্রান্ত চুক্তি স্বাক্ষর করেছে।
অ্যাংগোলা ১ হাজার বর্গমিটার ভাড়া প্রদর্শনী কেন্দ্রে সার্বিকভাবে অ্যাংগোলার জাতীয় বৈশিষ্ট্য ও সাংস্কৃতিক ঐতিহ্য প্রদর্শন করার পাশাপাশি বিশ্ব মেলার ওয়েব-সাইটে অংশ নেয়ার কথা নিশ্চিত করেছে। অ্যাংগোলা প্রদর্শনীর সংশ্লিষ্ট দায়িত্বশীল কর্মকর্তা বলেছেন, সাংহাই বিশ্ব মেলার 'নগর, জীবনযাপনকে আরো সুন্দর করে তোলা' প্রসঙ্গটিও অ্যাংগোলার ধারণা। তা আফ্রিকার নগরায়ন উন্নয়নের জন্য তাত্পর্যবহ।
খোং চিয়া চিয়া |