v চীনের বিশ্ব কোষv চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগ
ইয়ুন নান প্রদেশ বন্যা প্রতিরোধের ব্যবস্থা অবহিত করেছে
2009-06-12 18:56:06

চীনের জাতীয় বন্যা ও খরা প্রতিরোধ কার্যালয়ের প্রকাশিত এক খবরে জানা গেছে, এ পর্যন্ত সারা দেশের খরায় কবলিত আবাদি জমির আয়তন গত ৭ ফেব্রুয়ারীর তুলনায় ৩৩ লাখ হেক্টর কমেছে। তবে গোটা চীনে আরও ৭৪ লাখ হেক্টর জমি খরায় কবলিত, ৪৬ লাখ ৮০ হাজার লোক এবং ২৪ লাখ ৯০ হাজার গবাদিপশু পানির অভাবে ক্ষতিগ্রস্ত হয়।

চীনের ভাইস প্রধানমন্ত্রী, চীনের জাতীয় বন্যা ও খরা প্রতিরোধ কার্যালয়ের মহাপরিচালক হুই লিয়াং ইউ খরা প্রতিরোধ আরো ভালোভাবে করার নির্দেশ দিয়েছেন। বর্তমানে বিভিন্ন স্থানে খরা প্রতিরোধের জন্য পুরোদমে ব্যবস্থা নেয়া হচ্ছে। গ্রীষ্মকালীন ফসল নিশ্চিত করা এবং খরার ক্ষতি সর্বনিম্নে পর্যায়ে রাখার জন্য চীন যথাযথ চেষ্টা চালিয়ে যাবে। দক্ষিণ চীনের কুয়াং চৌ শহরে চীনের জাতীয় বন্যা ও খরা প্রতিরোধ কার্যালয়ের ডেপুটি কমান্ডার জেনারেল ও পানি সম্পদ মন্ত্রী ছেন লেই-এর কথার উদ্ধৃতি দিয়ে পিপলস ডেইলি পত্রিকা এ তথ্য জানিয়েছে। ছেন লেই বলেন, গত বছরের শীত্কালে চীন খরা প্রতিরোধে ধারাবাহিক ব্যবস্থা নেয়।

অসম্পূর্ণ এক পরিসংখ্যান থেকে জানা গেছে, গত ডিসেম্বর মাসের শেষ দিক থেকে উত্তর চীনের শীতকালীন গম উত্পাদনকারী এলাকায় খরা প্রতিরোধের জন্য বিভিন্ন প্রদেশে প্রতিদিন ১ কোটি ২৩ লাখ ৮০ হাজার লোককে কাজে লাগানো হচ্ছে এবং ২৯০ কোটি ইউয়ান বরাদ্দ দেয়া হয়েছে। খরা মোকাবিলা করার জন্য চীনে পর্যাপ্ত অর্থ ও সামগ্রী মজুদ রয়েছে।

কেন্দ্রীয় সরকার , প্রদেশ ও কেন্দ্রশাসিত মহানগরের বিভিন্ন পর্যায়ের সরকার খরার কারণে সৃষ্ট ক্ষয়ক্ষতি কমিয়ে আনার জন্য প্রায় ৩০০ কোটি রেনমিনপি বরাদ্দ করেছে । এর মধ্যে কেন্দ্রীয় সরকার খরা মোকাবিলার লক্ষ্যে এবং কৃষি উত্পাদনে সহায়তা প্রদানে ৪০ কোটি ইউয়ান বরাদ্দ করেছে । এ ছাড়া খরা মোকাবিলায় ১০০ কোটি কিলোওয়াট বিদ্যুত এবং এক লাখ ১০ হাজার টন তেল ব্যবহারের জন্য দেয়া হয়েছে ।

অর্থ ও সামগ্রী বিতরণের সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট বিভাগ হুয়াংহো নদীর সিয়াও লাংতি সহ নানা ক্ষেত্র থেকে পানি সঞ্চালনের মাধ্যমে হুয়াং হো নদীর নিম্ন অববাহিকায় সেচের পানি সরবরাহ করেছে । এখন খরা মোকাবিলার জন্য মোট ৩০০ কোটি কিউবিক মিটার পানি মজুদ রয়েছে ।

জাতীয় উন্নয়ন ও সংস্কার কমিশনের নির্দেশ অনুযায়ী বিভিন্ন পর্যায়ের উন্নয়ন ও সংস্কার বিভাগ এবং চীনের তেল ও প্রাকৃতিক গ্যাস গ্রুপ কোম্পানি , চীনের তেল ও রসায়ন শিল্প গ্রুপ কোম্পানি খরা মোকাবিলা ও ফসল নিশ্চিত করার কাজ করছে । ৬ ফেব্রুয়ারী পর্যন্ত চীনে প্রায় এক কোটি হেক্টর জমি খরায় আক্রান্ত হয়েছে । এ কারণে ৪৩ লাখ ৭০ হাজার লোক এবং ২১ লাখ গবাদিপশুর খাওয়ার পানির অভাব দেখা দিয়েছে ।

  • সাক্ষাত্কার
  • সর্বশেষ সংবাদ
  • অন-লাইন জরীপ
     
    © China Radio International.CRI. All Rights Reserved.
    16A Shijingshan Road, Beijing, China