v চীনের বিশ্ব কোষv চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগ
অর্থনীতির অগ্রযাত্রা " আমার সবচেয়ে প্রিয় অনুষ্ঠান
2009-06-11 20:06:51
বাংলাদেশের ঝিনাইদাহ জেলার শ্রোতা সাজ্জাদ হোসাইন রিজু তার চিঠিতে লিখেছেন, প্রথমে আমার প্রীতি ও শুভেচ্ছা নেবেন। আমি নিয়মিত সি আর আই-এর বাংলা অনুষ্ঠান শুনি এবং খুবই ভাল লাগছে। আমি আপনাদের প্রচারিত সকল অনুষ্ঠান শুনতে পছন্দ করি। এ সব অনুষ্ঠানের মধ্যে " অর্থনীতির অগ্রযাত্রা " আমার সবচেয়ে প্রিয় অনুষ্ঠান। অনুষ্ঠানটি থেকে চীনের বর্তমান অর্থনৈতিক অবস্থা সর্ম্পকে বেশ কিছু মূল্যবান তথ্য পেলাম। এ কথা বলা যায়, সি আর আই-এর প্রতিটি পরিবেশনা অত্যন্ত আকর্ষনীয়, মনোমুগ্ধকর ও তথ্যবহুল।

প্রিয় শ্রোতা বন্ধু, আপনি আমাদের একজন পুরনো শ্রোতা। নিয়মিত আপনার কাছ থেকে চিঠি পেয়ে থাকি। আমাদের অনুষ্ঠান আরও সুন্দর করার জন্য সি আর আই-এর বাংলা বিভাগের সকল কর্মী খুব প্রচেষ্টা চালিয়ে আসছি। বর্তমানে আমাদের বাংলা অনুষ্ঠান আগের চেয়ে বেশ উন্নতি হয়েছে। আশা করি আগের মত ভিবষ্যতেও আমাদের বাংলা অনুষ্ঠান শুনবেন । নিয়মিত আমাদের সঙ্গে যোগযোগ বজায় রাখবেন। আমাদের অনুষ্ঠান সর্ম্পকে কোন পরামর্শ থাকলে সঙ্গে সঙ্গে আমাদের চিঠি লিখে জানাবেন।

বাংলাদেশের জামালপুর জেলার শ্রোতা মো: সুরুজ্ঝামান তরফদার তার চিঠিতে জিজ্ঞেস করেছেন, আশা করি, সি আর আই-এর বাংলা বিভাগের সকল কর্মী ভাল আছেন। আমি সি আর আই-এর বাংলা অনুষ্ঠানের একজন নিয়মিত শ্রোতা। দীর্ঘসময় ধরে আমি আপনাদের প্রচারিত বাংলা অনুষ্ঠান শুনে থাকি। খুব ভাল লাগে। বেশ কিছু দিন অসুস্থ থাকার পর আপনাদের সবার আশির্বাদ ও শ্রষ্টার দয়ায় সুস্থতা লাভ করেছি। আবারো সি আর আই বেতারে পত্র লিখতে কলম ধরেছি এবং আমার লেখা পুর্বের মতই অব্যাহত থাকবে। আমি এবং আমাদের ক্লাবের সবাই সি আর আই বেতার নিয়মিত শুনে থাকি। অসুস্থতায় পত্র লেখা ব্যাহত হলেও নিয়মিত সি আর আই বেতার অনুষ্ঠান শোনা থেকে বিরত থাকতে পারি নি। আমি আশা করি সি আর আই-এর বাংলা অনুষ্ঠান দিন দিন উন্নত হবে।

শ্রোতা বন্ধু , ধন্যবাদ আমাদের বাংলা অনুষ্ঠান শোনার জন্য। আপনি আমাদের একজন ভক্ত শ্রোতা। দীর্ঘকাল ধরে আপনি আমাদের অনুষ্ঠান শুনে থাকেন। মাঝে মাঝে আপনার কাছ থেকে চিঠিপত্র পেয়ে থাকি। আপনার সুন্দর চিঠি পড়ে মুগ্ধ হই। সত্যি কথা বলতে কি, আপনার মত শ্রোতা পাওয়া আমাদের সৌভাগ্য। আশা করি , নিয়মিত আমাদের বাংলা অনুষ্ঠান শুনবেন। চীন সর্ম্পকে কোন প্রশ্ন থাকলে বা আমাদের বাংলা অনুষ্ঠান সর্ম্পকে কোন পরামর্শ থাকলে আমাদের চিঠি লিখে জানাবেন। আমাদের অনুষ্ঠান আরও উন্নত করার জন্য শ্রোতাদের আন্তরিক সহযোগিতা একান্ত প্রয়োজন।

বাংলাদেশের জামালপুর জেলার শ্রোতা আজুমাছেল ছাদী তাঁর চিঠিতে লিখেছেন, আমি আপনাদের অনুষ্ঠানের একজন নিয়মিত শ্রোতা। আপনাদের অনুষ্ঠান শুনে আমরা বিভিন্ন দিক থেকে উপকৃত হচ্ছি। আপনাদের অনুষ্ঠান থেকে আমরা অনেক কিছু জানতে পারছি ও শিখতে পারছি। আপনাদের অনুষ্ঠানের মধ্যে আমার সবচেয়ে ভাললাগে অর্থনীতির অগ্রযাত্রা । তা ছাড়া আপনাদের শনিবারের অনুষ্ঠান—মিতালী আমার খুব ভাললাগে। বন্ধু আজুমাছেল ছাদী, ধন্যবাদ জানাচ্ছি আমাদের অনুষ্ঠান শোনার জন্য। আমরা জানি আপনি আপনাদের শ্রোতা সংঘের একজন মহাসচিব। দীর্ঘকাল ধরে আপনি আপনাদের শ্রোতা সংঘের পক্ষ থেকে আমাদের অনুষ্ঠান উন্নত করার জন্যে অনেক অবদান রেখেছেন। এর জন্যে আমপনাকে ধন্যবাদ জানাছি। আশি করি আগের মতো ভবিষ্যতেও নিয়মিত আমাদের অনুষ্ঠান শুনবেন এবং এই অনুষ্ঠান উন্নত করার জন্যে প্রচেষ্টা চালাবেন।

ভারতের পশ্চিম বাঙ্গার আসাম জেলার শ্রোতা আব্দুল মোতালেব তার চিঠিতে লিখেছেন, আমি সি আর আই বাংলা অনুষ্ঠানের একজন পরাতন শ্রোতা। দীর্ঘকাল ধরে আমি আপনাদের বাংলা অনুষ্ঠান শুনে থাকি। মিতালী আসরটি আমার নিকট খুবই প্রিয়। আরো খুব ভালো লাগে চীনা ভাষা শিক্ষার আসরটি। যদি চীনা ভাষা শিক্ষার বই তৈরী করে প্রতি জন শ্রোতাকে দেন, তাহলে প্রতিজনেই খুব সহজেই শিক্ষতে পারবে। আশা করি , আমরা অদূর ভবিষ্যতে চীনা ভাষা শিক্ষার বই পেতে পারবো।

শ্রোতা বন্ধুরা, ধন্যবাদ আমাদের বাংলা অনুষ্ঠান শোনার জন্য। আপনি আমাদের একজন ভক্ত শ্রোতা। দীর্ঘকাল ধরে আপনি আমাদের সঙ্গে যোগাযোগ বজায় রেখে আসছেন। আপনার মতো শ্রোতা পেয়ে আমাদের সুভাগ্য। আপনি চিঠিতে বলেছেন, আপনি চীনা ভাষা শিক্ষার আসরটি পছন্দ করেন এবং চীনা ভাষা শিক্ষার বই চেয়েছেন। এখানে আমি দু:খ প্রকাশ করতে বাধ্য হই যে, এ পযর্ন্ত বিভিন্ন কারনে এই বই প্রকাশিত হয়নি। এর আগে অনেক শ্রোতা এই বই চাওয়ার অনুরোধ করেছেন। এই বই প্রকাশিত হওয়ার জন্য আমরা সংশ্লিষ্ট বিভাগকে অনুরোধ করবো। আশা করি, নিয়মিত আমাদের বাংলা অনুষ্ঠান শুনবেন এবং আমাদের সঙ্গে যোগাযোগ বজায় রাখবেন। চীন সম্পর্কে কোন প্রশ্ন বা আমাদের অনুষ্ঠান সম্পর্কে কোন পরামর্শ থাকলে আমাদের চিঠি লিখতে ভূলবেন না।

  • সাক্ষাত্কার
  • সর্বশেষ সংবাদ
  • অন-লাইন জরীপ
     
    © China Radio International.CRI. All Rights Reserved.
    16A Shijingshan Road, Beijing, China