গত ২০ এপ্রিল ইয়ুন নান প্রদেশের সরকারী তথ্য কার্যালয় ও প্রদেশ পর্যায়ের পরিসংখ্যান ব্যুরো যৌথভাবে ঘোষণা করেছে যে, গত তিন মাসে ইয়ুন নান প্রদেশের অর্থনীতির উন্নয়ন ত্বরান্বিত করা এবং সামাজিক স্থিতিশীল নিশ্চিত করার জন্য সারা প্রদেশে পুঁজি বিনিয়োগ বাড়ানো, ভোক্তাদের চাঙ্গা করা, আর্থিক বরাদ্দ জোরদার এবং কর্মসংস্থান সম্প্রসারণসহ ধারাবাহিক ব্যবস্থা নেয়া হয়েছে।
ফলে পুরো প্রদেশে অর্থনীতির হার কিছুটা বৃদ্ধি পেয়েছে।
জানা গেছে, গত তিন মাসে ইয়ুন নান প্রদেশে জি.ডি.পির পরিমাণ ছিল ১২১.৯৪৪ বিলিয়ন ইউয়ান, যা গত বছরের একই সময়ের চেয়ে ৭.৩ শতাংশ বেশি। বৃদ্ধির হার পুরো চীনের গড়পড়তা বৃদ্ধি হারের চেয়ে ১.২ শতাংশ বেশি। প্রথমবারের মত শিল্পের পরিমাণ ১২.৬৪ বিলিয়ন ইউয়ান বেড়েছে। বৃদ্ধির হার ছিল ৪.১ শতাংশ। দ্বিতীয়বারের মত শিল্পের পরিমাণ ৫৩.৮২৭ বিলিয়ন ইউয়ান বেড়েছে। বৃদ্ধির হার ছিল ৪.৫ শতাংশ। সামগ্রিক অর্থে শিল্পের পরিমাণ ৪৫.০৯৯ বিলিয়ন ইউয়ান বেড়েছে। বৃদ্ধির হার ১.৪ শতাংশ। তৃতীয়বারের মত শিল্পের পরিমাণ ৫৫.৪৭৭ বিলিয়ন ইউয়ান বেড়েছে। বৃদ্ধির হার ১১ শতাংশ।
প্রথম তিন মাসে কৃষির পরিমাণ ৫.৫৭ বিলিয়ন ইউয়ান বেড়েছে। যা গত বছরের একই সময়ের চেয়ে ১.৭ শতাংশ বেশি। বন শিল্পের পরিমাণ ১.০৪ বিলিয়ন ইউয়ান বেড়েছে। যা গত বছরের একই সময়ে চেয়ে ৮.৩ শতাংশ বেশি। পশুপালন শিল্পের পরিমাণ ৫.৩৪ বিলিয়ন ইউয়ান বেড়েছে। যা গত বছরের একই সময়ের চেয়ে ৫.৫ শতাংশ বেশি।
শিল্প ক্ষেত্রে উত্পাদনও স্থিতিশীল হচ্ছে। গত মার্চ মাসে প্রদেশ পর্যায়ের শিল্পপ্রতিষ্ঠানের পরিমাণ ১৪.৪২১ বিলিয়ন ইউয়ান বেড়েছে। যা গত বছরের একই সময়ের চেয়ে ১৪.৭ শতাংশ বেশি। বৃদ্ধির হার গত ফেব্রুয়ারী মাসের চেয়ে ১৮.৫ শতাংশ বেড়েছে।
স্থাবর ক্ষেত্রে পুঁজি বিনিয়োগও দ্রুত বৃদ্ধি পাচ্ছে। পুরো প্রদেশে জেলা ও উপজেলায় স্থাবর পুঁজি বিনিয়োগের পরিমাণ ৫৮.৪১৫ বিলিয়ন ইউয়ান, যা গত বছরের একই সময়ের চেয়ে ৪১.৮ শতাংশ বেশি। বৃদ্ধির হার পুরো দেশের গড়পড়তার চেয়েও ১৩ শতাংশ বেশি।
ভোক্তা পণ্য বাজারও স্থিতিশীল হচ্ছে। শহর ও গ্রামে ভোক্তা পণ্যের পরিমাণ দ্রুততার সঙ্গে বৃদ্ধি পাচ্ছে। পুরো প্রদেশে নিত্য প্রয়োজনীয় ভোক্তা পণ্যের খুচরা বিক্রির পরিমাণ ৪৩.১৪২ বিলিয়ন ইউয়ান। যা গত বছরের একই সময়ের চেয়ে ১৯.১ শতাংশ বেশি।
তাছাড়া বৈদেশিক বাণিজ্যের পরিমাণ কিছুটা কমেছে। পর্যটন শিল্পেরও দ্রুত উন্নয়ন হচ্ছে। পুরো প্রদেশে আমদানি ও রপ্তানির পরিমাণ ছিল ১.৩৪ বিলিয়ন মার্কিন ডলার। যা গত বছরের একই সময়ের চেয়ে ৪৯.১ শতাংশ কম। গত তিন মাসে বিদেশ থেকে আসা পর্যটকের সংখ্যা ছিল ১২.২০৪ লাখ। যা গত বছরের একই সময়ের চেয়ে ১৯.৬ শতাংশ বেশি। স্বদেশের পর্যটকের সংখ্যা ছিল ২৮১.৯২২ লাখ। যা গত বছরের একই সময়ের চেয়ে ১৮.৬ শতাংশ বেশি।
|