v চীনের বিশ্ব কোষv চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগ
চীনের চি লিন প্রদেশের পুরোনো শিল্প কেন্দ্র পরিবর্তিত নতুন পথে এগুচ্ছে
2009-06-11 17:11:43
চীনের উত্তর-পূর্বাঞ্চলের ছয় বছর আগের পুরোনো শিল্প কেন্দ্রের অর্থনীতি পুনরুদ্ধারে নতুন কৌশল প্রবর্তন করা হয়েছে। গত ৬ বছর ধরে পুরোনো শিল্প কেন্দ্রের মধ্যে অন্যতম হিসেবে চি লিন প্রদেশ প্রযুক্তিগত সংস্কার, জোরালো গবেষণা জোরদার এবং শিল্পায়ন ত্বরান্বিত করার মাধ্যমে নতুন পথে এগুচ্ছে।

হেই লুং চিয়াং, চি লিন ও লিয়াও নিং প্রদেশকে কেন্দ্র করে চীনের এ পুরোনো শিল্পাঞ্চল চীনের শিল্পের উত্স ছিল। এ অঞ্চল চীনের শিল্প উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকাও অবদান রেখেছে। গত কয়েক বছর ধরে বিভিন্ন কারণে এ অঞ্চলের উন্নয়ন প্রবণতা কিছুটা হ্রাস পেয়েছে। পূর্বাঞ্চলের তুলনায় তার পার্থক্যও বেশি হয়েছে। এ অঞ্চলের অর্থনীতি চাঙ্গা করার জন্য ২০০৩ সালে চীন সরকার ধারাবাহিক ব্যবস্থা নিয়েছে।

উত্তর-পূর্বাঞ্চলের মধ্যে চি লিন প্রদেশে প্রধানত গাড়ি ও সরঞ্জাম শিল্প প্রস্তুত করা হয়। গত শতাব্দির ৯০-এর দশক থেকে এ প্রদেশের বড় বড় শিল্পপ্রতিষ্ঠানগুলো দীর্ঘদিনের পুরানো সরঞ্জাম ও প্রযুক্তিসহ বিভিন্ন সমস্যার মধ্যে ছিল। চীন সরকার এ অঞ্চলের শিল্পকে পুনরুদ্ধারের জন্য নতুন কৌশল প্রণয়নের পর শিল্পপ্রতিষ্ঠানগুলো আবার চাঙ্গা হয়ে উঠেছে। ছাং ছুন ট্র্যাক বাস লিমিটেড কোম্পানি এর মধ্যে অন্যতম একটি। অর্থনীতি পুনরুদ্ধারের কৌশল ও চীন সরকারের সমর্থনে এ কোম্পানি প্রযুক্তিগত সংস্কার ও গবেষণার ক্ষেত্রে ২ বিলিয়ন ইউয়ান বরাদ্দ করে। যার ফলে অল্প কয়েক বছরের মধ্যেই এ কোম্পানি বাস ট্র্যাক প্রস্তুতকারী কোম্পানির মধ্যে সবাইকে ছড়িয়ে শীর্ষ স্থানে উঠে আসে।

এ কোম্পানির মহাপরিচালক চাং তোং লি এ সম্পর্কে বলেন, 'আমাদের কোম্পানির বিশেষ একটি গবেষণা কেন্দ্র স্থাপন করা আছে। উত্পাদনের দক্ষতা ও সরঞ্জামের গুনগত মানের ক্ষেত্রে শীর্ষ সারিতে রয়েছে। ৭৬ শতাংশ কাঁচামাল চীনে উত্পাদিত হয় তাই অধিকাংশ সরঞ্জামও নিজ দেশে উত্পাদিত হচ্ছে।

চীনে ট্রেনের উত্পাদনকারীদের মধ্যে অন্যতম কোম্পানি হিসেবে ছাং ছুন ট্রাক বাস কোম্পানিতে উত্পাদিত ট্রেনের ইঞ্জিন ও বাস চীনে বাজারের ৫০ শতাংশ দখল করে আছে। সাম্প্রতিক বছরগুলো চীনে ট্রাক শিল্প উন্নয়ন ত্বরান্বিত হওয়ার প্রেক্ষাপটে এ কোম্পানি আরও উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। এক পরিসংখ্যান থেকে জানা গেছে, চীনের শহরে চলাচলকারী পরিবহন ট্রাকের মধ্যে ৮০ শতাংশই এ কোম্পানির তৈরী।

উদ্ভাবন শক্তি জোরদারের পাশাপাশি ছাং ছুন বাস ট্রাক কোম্পানি লিমিটেড প্রয়োজনে দেশ-বিদেশের উন্নত প্রযুক্তি ও সরঞ্জাম আমদান করে। কার্যকর সংস্কারের মাধ্যমে এ কোম্পানির অনেক সরঞ্জাম এখন বিশ্বে শীর্ষ মানের। চাং তোং লি আমাদের সাংবাদিককে জানিয়েছেন, তার কোম্পানির তৈরী ট্রেন ও ট্রাক পর পর পাকিস্তানসহ অনেক দেশ ও অঞ্চলে রপ্তানি করা হয়েছে। তিনি বলেন, 'বর্তমানে আমাদের পণ্য অস্ট্রেলিয়া, হংকং ও থাইল্যান্ডসহ বিশ্বের অনেক দেশ ও অঞ্চলে রপ্তানি করা হয়েছে। এ পরিমাণ চারটি অংশের একটি অংশ মাত্র। বিদেশ থেকে আমাদের কাছে অনেক অর্ডার আসে। উন্নত প্রযুক্তির কারণে পণ্যের মানও উচ্চ পর্যায়ে উন্নিত হয়েছে।

তিনি আরও বলেছেন, উন্নত প্রযুক্তি ও সস্তা কাঁচামালের কারণে তার কোম্পানিতে বিশ্বের আর্থিক সংকটের কোনো প্রভাব পড়ে নি।

নয়া চীন প্রতিষ্ঠার পর থেকেই চি লিন প্রদেশ চীনের গাড়ি শিল্পের উত্স। চীনের প্রথম গাড়িও এ প্রদেশের রাজধানী ছাং ছুন শহরের প্রথম গাড়ি কোম্পানি থেকেই তৈরী। উত্তর-পূর্বাঞ্চলের অর্থনীতি পুনরুদ্ধারের নতুন কৌশল প্রণয়ন এবং গত কয়েক বছরে তার উদ্ভাবন দক্ষতা জোরদারের ফলে ছাং ছুনের প্রথম গাড়ি কোম্পানি বাজারে শীর্ষ স্থানে রয়েছে।

এ কোম্পানির গাড়ি বিষয়ক পরিচালক পাই ইয়ু এ সম্পর্কে বলেন, "আমাদের উন্নত উত্পাদনের পদ্ধতি ও প্রযুক্তি রয়েছে। আমরা যতটা সম্ভব সাজ-সরঞ্জামের দক্ষতা ব্যবহার করি এবং কাঁচামালের মূল্য সাশ্রয় করি। যাতে আমাদের পণ্যের প্রতিযোগিতামূলক অবস্থান সৃষ্টি হয়।

বর্তমানে চীনের প্রথম গাড়ি কোম্পানিটি উত্তর-পূর্বাঞ্চলসহ সারা দেশ ছাড়াও তার এবং বৈদেশিক বাজার সম্প্রসারণ করার ব্যবস্থা নিয়েছে। এ কোম্পানির গাড়ি বিক্রির পরিমাণ বহু বছর ধরে চীনের গাড়ি শিল্পে শীর্ষ রয়েছে। তারপরও এ কোম্পানি তার বর্তমান ফলাফলে সন্তুষ্ট নয়। নতুন জ্বালানি চালিত গাড়ির ওপর তার মনোযোগ রয়েছে। পাই ইয়ু বলেন, "গাড়ি প্রস্তুতকরণে আমরা নতুন জ্বালানি ব্যবহারের কথা সাধারণত বিবেচনা করছি। বিশেষ করে সম্মিলিত উদ্যোগের মাধ্যমে পরিবেশ রক্ষা ও জ্বালানি সাশ্রয় সম্পন্ন পণ্য আগামী ও তারপরের বছরে উত্পাদিত পণ্যগুলোর মধ্যেও ব্যবহার করা হবে।

পুরোনো শিল্পাঞ্চল ছাড়া চি লিন প্রদেশ একটি বড় কৃষি ভিত্তিক প্রদেশ। উত্তর-পূর্বাঞ্চলের পুরোনো শিল্প কেন্দ্র পুনরুদ্ধারের নতুন কৌশল প্রবতনের পর থেকে চি লিন প্রদেশ শিল্প উন্নয়নের মধ্য দিয়ে কৃষি ক্ষেত্রের কল্যাণ সৃষ্টির মাধ্যমে কৃষির শিল্পায়ন বাস্তবায়ন এবং কৃষকদের আয় বাড়ানোর কাঠামো তৈরী করার চেষ্টা করছে। ছাং ছুন প্রদেশের হাও ইউ মুসলিমদের জন্য হালাল মাংস প্রস্তুতকরণ কোম্পানি লিমিটেড এ কাঠামোর মাধ্যমেই নিজদের উন্নত করতে পেরেছে। চিন লিন প্রদেশের ১ লাখ কৃষক এ কোম্পানির উন্নয়ন থেকে উপকৃত হয়েছে। হাও ইউ গ্রুপের ভাইস-প্রেসিডেন্ট থিয়াং সিং বলেছেন, "গরু লালন পালনের সঙ্গে কৃষকদের ব্যাপক যোগাযোগ রয়েছে। এভাবেই আমাদের কোম্পানি ১ লাখ পরিবারের ৫ লাখ কৃষকদের কর্মসংস্থান সমস্যার সমাধান করেছেন। কৃষকরা গরু লালন পালনের মাধ্যমে ৫০ কোটি ইউয়ানেরও বেশি আয় করতে সক্ষম হয়েছে। তাছাড়া প্যাকেটিং, পরিবহন, স্থাপত্য ও পর্যটনসহ সংশ্লিষ্ট শিল্পও হাও ইউ কোম্পানির উন্নয়ন থেকে উপকৃত হয়েছে।

বর্তমানে হাও ইউ কোম্পানি ইতোমধ্যেই অভ্যন্তরীণ বাজার দখল করেছে। পাশাপাশি তার পণ্যও বিশ্বের ২০টিরও বেশি দেশ ও অঞ্চলে রফতানী।

পরিসংখ্যান থেকে জানা গেছে, গত কয়েক বছরে চি লিন প্রদেশের জি.ডি.পি, স্থাবর পুঁজি বিনিয়োগ ও নিত্য প্রয়োজনীয় পণ্যের খুচরা বিক্রি মূল্যের পরিমাণের দিক থেকে চীনে শীর্ষ স্থানে। চি লিন প্রদেশ চীনের অর্থনীতির বৃহত্তর উন্নয়নশীল অঞ্চলগুলো মধ্যে এখন অন্যতম হয়ে উঠেছে।

  • সাক্ষাত্কার
  • সর্বশেষ সংবাদ
  • অন-লাইন জরীপ
     
    © China Radio International.CRI. All Rights Reserved.
    16A Shijingshan Road, Beijing, China