জ্যাজ মিউসিক আপনাদের কেমন লাগে? আজকের অনুষ্ঠানে স্পেনের একটি বৈশিষ্ট জ্যাজ ব্যান্ডের পেইচিং কনসার্টের কয়েকটি সঙ্গীত আপনাদের শোনাচ্ছি। এ ব্যান্ডের নাম জাউমে ভ্লাসেকা।
যে সঙ্গীত আপনারা শুনছেন তা হলো পেইচিং কনসার্টে এ জ্যাজ ব্যান্ডের উপস্থাপিত প্রথম সঙ্গীত 'আকাশের রক্ষাকারী'। এ সঙ্গীতে মানুষের মহাকাশ নিয়ে রহস্যময় অনুভূতি এবং আবিষ্কার করার আগ্রহের প্রকাশ করা হয়।
এ জ্যাজ ব্যান্ডে চার জন শিল্পী নিয়ে গঠিত হয়। তারা হলেন, জাউমে ভ্লাসেকা, ফ্রেড্রিক কারলকুইস্ট, ডিক থিম, রামন ডিয়াজ। এবং তারা আলাদাভাবে পিয়ানো, সাক্সফন, বেইস এবং ড্রামের বাদ্যশিল্পী। এ চার জনের মধ্যে জাউমে ভ্লাসেকা সবচেয়ে বিখ্যাত। তাদের উপস্থাপনা স্পেনের স্থানীয় বৈশিষ্ট আছে বলে লাতিন আমেরিকা দর্শকদের মধ্যে খুব জনপ্রিয়।
এবার তারা পেইচিংয়ে কনসার্ট আয়োজন করতে পেরেছেন তারা খুব খুশি।
যে সঙ্গীত আপনারা শুনছেন তা হলো এ ব্যান্ডের উপস্থাপিত আরেকটি সঙ্গীত, 'রাস্তা'। এটা একটা দ্রুত গতী'র সঙ্গীত।
এ ব্যান্ড প্রতিষ্ঠা থেকে এ পর্যন্ত ১০ বছর হয়ে গেছে। এ চার জন শিল্পী জ্যাজ মিউজিকের ভালবাসার কারণে এ ব্যান্ড গঠন করেছেন। তাদের নিজের স্ট্যাইল নিয়ে ব্যান্ডের প্রধান শিল্পী জাউমে ভ্লাসেকা বলেন:
'আমি সঙ্গীত রচনা করার সময় বিভিন্ন স্ট্যাইলের একসাথে মেশানোর চেষ্টা করতে চাই। যেমন স্পেনের ফ্লামিংগো এবং ব্রাজিলের সঙ্গীত একসাথে। আমরা বিভিন্ন মিউজিকের মধ্যে নিজেদের ধারণা সংযুক্ত করা এবং তাদের বিশেষ করে তুলার চেষ্টা করছি। এ সব মিউজিক থেকে মানুষরা বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গীত উপলব্ধী করতে পারেন। যখন কনসার্টের জায়গা পরিবর্তন হয় তখন আমাদের উপস্থাপনাও বদল যায়। এটাই জ্যাজ। কিছু অংশ নির্ধারিত। আর অন্য কিছু উপস্থাপনার সময় নিজেই বের হয়।
এখন আমরা একসাথে এ পিয়ানো বাদ্যশিল্পী'র রচিত একটি সঙ্গীত শুনবো। তার নাম 'ছোট আরুন্ড ডোনাক্স'। সঙ্গীতের প্রথমে পিয়ানোর সোলো। এতে আপনারা জাউমে ভ্লাসেকার পিয়ানো বাজানোর স্কিল অনুভূতি করতে পারেন।
এখন আমরা তাদের আরেকটি সঙ্গীত শুনবো। তার নাম 'তুমি থামো না'। এ সঙ্গীতে লাতিন নৃত্যের বিশিষ্ট আছে।
এ ব্যান্ডের চার জন সদস্যের কাছে জ্যাজ মিউজিকের বিশেষ ভূমিকা আছে। তা হলো তাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ। তারা জ্যাজের মাধ্যমে মত বিনিময় করেন এবং জীবনের প্রতি ভালবাসা প্রকাশ করেন। মঞ্চে তাদের নিখুঁত উপস্থাপনার মাধ্যমে চীনা দর্শকরা লাতিন আমেরিকার সঙ্গীতের সৌন্দর্য্য উপলব্ধী করতে পেরেছেন। জাউমে ভ্লাসেকা বলেন:
'সঙ্গীতের মাধ্যমে আমরা ভালবাসা প্রকাশ করতে চাই। একজন মানুষ বাদ্যযন্ত্র বাজানোর সময় তার মনের সঙ্গীতের প্রতি গভীর ভালবাসা প্রকাশ করা হয়। চীনের সঙ্গীত ও সংস্কৃতি নিয়ে আমার জানা খুব কম হলেও আমি বিশ্বাস করি চীনা দর্শকরা আমাদের উপস্থাপনা দেখে মুগ্ধ হবেন। কারণ মিউজিক নিজেই তাদের কাছে অনেক কিছু প্রকাশ করতে পারে।(ইয়াং ওয়েই মিং) |