v চীনের বিশ্ব কোষv চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগ
আবার প্রথম থেকে শুরু
2009-06-09 21:08:00

সুরকার ওয়াং সিয়াও ফাং

     এখন আপনারা চীনের সুরকার ওয়াং সিয়াও ফাং এর রচিত গান 'আবার প্রথম থেকে শুরু' গানটি শুনছেন। গানের কথা এমন, 'মন থাকলে, স্বপ্ন থাকবে। পৃথিবীতে সত্যি প্রেম আছে। সফলতা ও ব্যর্থতার চিন্তা না করে আবার প্রথম থেকে শুরু করো।'

    ৪৬ বছর বয়সী ওয়াং সিয়াও ফাং চীনের শাংহাইয়ে জন্ম গ্রহণ করেন। বাবা-মায়ের উত্সাহ তিনি ছোট বেলা থেকেই সংগীতের প্রতি আকৃষ্ট হন। ১৪ বছর বয়সে তিনি কেন্দ্রীয় সংগীত ইনস্টিটিউটের মাধ্যমিক স্কুলে ভর্তি হন। স্নাতকের পর তিনি চীনের বেতার শিল্পী দলে যোগ দেন এবং সুর সম্পাদনা করেন।

    ১৯৮৫ সালে ওয়াং সিয়াও ফাং এর সৃষ্ট গান 'চীনের বসন্তকাল' 'চীনের ৪০তম প্রতিষ্ঠা বার্ষিকীর বেতার গান' হিসেবে নির্বাচনে প্রথম পুরস্কার পান এবং 'প্রত্যাশিত শিশু' গানটির জন্য কেন্দ্রীয় টেলিভিশন কেন্দ্রের আয়োজিত 'যুব সংগীত প্রতিযোগিতায়' শ্রেষ্ঠ গানের পুরস্কার পান।

    ১৯৯৪ সালে ওয়াং সিয়াও ফাং দক্ষিণ কোরিয়ায় গিয়ে কম্পিউটার সংগীতের ওপর কাজ শুরু করেন। সে সুযোগে তিনি বিভিন্ন দেশের বিখ্যাত সুরকারদের চমত্কার পরিবেশনা উপভোগ করেছেন। এ অভিজ্ঞতা ওয়াং সিয়াও ফাংয়ের ভবিষ্যত সুর সৃষ্টির জন্য মজবুত ভিত্তি স্থাপন করেছে।

কণ্ঠ শিল্পী লিউ হুয়ান

    ১৯৯৬ সালে তিনি দেশে ফিরে আসার পর চীনের অনেক বিখ্যাত বিজ্ঞাপন কোম্পানি তাঁকে নিয়োগের আমন্ত্রণ জানিয়েছে। ষষ্ঠ বিজ্ঞাপন প্রতিযোগিতা ও প্রথম আন্তর্জাতিক বিজ্ঞাপন ভিডিও প্রতিযোগিতায় ওয়াং সিয়াও ফাংয়ের সুর ও লিউ হুয়ানের গাওয়া 'আবার প্রথম থেকে শুরু' গানটি প্রথম পুরস্কার পেয়েছে। (ইয়ু কুয়াং ইউয়ে)

  • সাক্ষাত্কার
  • সর্বশেষ সংবাদ
  • অন-লাইন জরীপ
     
    © China Radio International.CRI. All Rights Reserved.
    16A Shijingshan Road, Beijing, China